Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

নারীদিবস, আর সামান্য কয়েকটি প্রশ্ন
শান্তনু দত্তগুপ্ত

 

শ্রদ্ধেয় মোদিজি, প্রথমেই আপনাকে আন্তর্জাতিক নারী দিবসের জন্য অনেক শুভেচ্ছা। নারী দিবস বললেই চলত, তাও আন্তর্জাতিক শব্দটা ব্যবহার করাটা আমাদের মতো আম আদমির বাধ্যবাধকতা। কারণ, জি-২০ সম্মেলনের সময় থেকেই আপনাকে আর দেশের গণ্ডিতে বেঁধে রাখা যায় না। আপনি এখন আন্তর্জাতিক। বিশ্বগুরু। শুভেচ্ছার পাশাপাশি আপনাকে অনেক অনেক ধন্যবাদও। আরামবাগে প্রথম নির্বাচনী জনসভা থেকেই আপনি দেশবাসীর সামনে তুলে ধরেছেন সন্দেশখালির মা-বোনেদের কথা। কীভাবে তাঁদের উপর দিনের পর দিন অত্যাচার হয়েছে, সুন্দরবনের একটা দ্বীপ, একটা জনপদ কীভাবে তিন মূর্তিমানের দখলে চলে গিয়েছিল, তা আপনার কল্যাণে আজ গোটা দেশ জেনেছে। ১৪ কোটি জনসংখ্যার রাজ্যকে সাড়ে ৪ লক্ষ জনপদ দিয়েই যে বিচার করা যায়, সেটা আপনি দেখিয়ে দিয়েছেন। কিন্তু জানতে ইচ্ছে হয়, আপনি কি শুনেছেন ওই দুই স্প্যানিশ অভিযাত্রীর কথা? ‘মোটরবাইকে বিশ্বভ্রমণ’—এটাই তাঁদের ক্যাচলাইন। পাকিস্তান, নেপাল, বাংলাদেশ ঘুরে ভারতে এসেছিলেন তাঁরা। মোটরবাইকে। ৬০টি দেশ ঘুরেছেন তাঁরা। কিন্তু ভারতের অভিজ্ঞতা অভিশাপ হয়ে দেখা দিয়েছে তাঁদের কাছে। ঝাড়খণ্ডের দুমকায় ওই স্প্যানিশ যুবতীকে গণধর্ষণ করেছে সাতজন। কোনও জনসভায় আপনি কি এই নৃশংস নির্যাতনের প্রসঙ্গ তুলে ধরবেন? বলবেন কি, আমাদের সংস্কৃতির ভারতে, বৈচিত্র্যের ভারতে, আপনার নতুন ভারতে সুরক্ষিত নয় বিদেশিরা? নাঃ, আপনি সে কথা বলবেন না। আপনি খুব বেশি হলে দায় চাপাবেন ঝাড়খণ্ডের অবিজেপি সরকারের উপর। বলবেন, হেমন্ত সোরেন সরকারের অধীনে আইন-শৃঙ্খলা গোল্লায় গিয়েছে। যতদিন গেরুয়া শাসনের ছত্রচ্ছায়ায় ঝাড়খণ্ড নতজানু হচ্ছে, এই পরিস্থিতির বদল ঘটবে না। এর ত্রাতা হতে পারেন একজনই—নরেন্দ্র মোদি। ওই বিদেশি যুবতীর জন্য ন্যায়বিচারের ব্যবস্থা করবেন শুধুই আপনি। এরপর ঝাড়খণ্ডে ভোট চাইতে গেলে এটাই হয়তো হবে আপনার ভাষণের ভরকেন্দ্র। কিন্তু উত্তরপ্রদেশে ভোটপ্রচারে গিয়ে একবারও কি আপনার মনে পড়বে বাহরাইচের ছয় বছরের সেই মেয়েটির কথা? রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেছিল ১৮ বছরের এক কিশোর! কিংবা কানপুরের ওই দুই কিশোরীর কথা... ১৪ আর ১৬ বছর বয়স ছিল মেয়ে দু’টির। জোর করে মদ খাইয়ে গণধর্ষণ করা হয়েছিল তাদের। বিপর্যস্ত অবস্থায় বাড়ি ফিরে তারা সবটাই জানিয়েছিল। পরিবার ছুটেছিল প্রতিবাদ জানাতে... ওই অভিযুক্তদের বাড়িতে। কিন্তু এলাকার প্রভাবশালী কন্ট্রাক্টর তারা। ন্যায়বিচার? উল্টে বেধড়ক মার খেতে হয়েছিল তাঁদের। লজ্জায় ওই দুই কিশোরী আত্মঘাতী হয়েছে। নাঃ, এটা বিচ্ছিন্ন ঘটনা। রামরাজ্য উত্তরপ্রদেশ। সেখানে ধর্ষণ প্রবণতা হতে পারে না। উত্তরপ্রদেশের প্রতিটা জনপদে, প্রত্যেক পাড়ায় যদিও বা কিশোরী-যুবতীরা নিরাপত্তাহীনতায় ভোগে, তাহলেও না। ধর্ষণের সরকারি পরিসংখ্যানে দেশের মধ্যে প্রথম তিনে যদি যোগীরাজ্য থাকে... তাহলেও নয়। বিজেপির শাসনের এটাই ইতিবাচক দিক। চোখ বন্ধ রাখতে হয়। তাহলেই সব অ-দৃশ্য। কানপুর বা বাহরাইচ আর যাই হোক না কেন, সন্দেশখালি তো নয়!
কিন্তু মোদিজি মনে রাখতে হবে, সন্দেশখালি যেমন ভারতেরই অংশ, কানপুরও তাই। সন্দেশখালির মা-বোনেদের অধিকারের জন্য যেমন আপনি জনসভায় সরব হলেন, কানপুরের কন্যা সন্তানদের জন্যও হতে হবে। তাদেরও বেঁচে থাকার অধিকার আছে। সম্মানের অধিকার আছে। আপনার সরকার নারী সশক্তিকরণ করছে ঠিকই, কিন্তু এই ভাবগম্ভীর চিন্তাধারা প্রচারের জন্য ভালো। বেঁচে থাকার জন্য নয়। সম-অধিকার। এই একটি শব্দবন্ধের ভিতের উপর দাঁড়িয়ে ১৮৫৭ সালের ৮ মার্চ নিউ ইয়র্কে পথে নেমেছিলেন মহিলারা। শুধু মহিলা বলা ভুল হবে। তাঁরা ছিলেন মহিলা বস্ত্রশ্রমিক। চেয়েছিলেন তাঁরা উপযুক্ত কাজের পরিবেশ। ছেলেরা যেমন সুবিধা এবং ভাতা পেয়ে থাকে, ঠিক তেমনটাই দাবি করেছিলেন নারী সমাজের প্রতিনিধিরা। দেড়শো বছর আগের কথা। আমাদের দেশ তারও ৯০ বছর পর স্বাধীন হয়েছে। আধুনিকতার অলিন্দে প্রবেশ করেছে। ২০১৪ সালের আগে না হলেও এখন তো তেমনটাই হয়েছে বলে আপনি এবং আপনার বশংবদরা দাবি করে থাকেন। তারপরও তাহলে কেন সম-অধিকারের জন্য লড়তে হয় ভারতের মেয়েদের? কেন পুরুষতান্ত্রিক সমাজের ধ্বজাধারীরা সবসময় তাদের পিছনের সারিতেই ঠেলে রাখে? কেন একজন ধর্ষিতার অভিযোগ পুলিস নিতে চায় না? আসলে কী জানেন তো, অধিকার শুধু বেঁচে থাকার নয়, শরীরেরও। ১৪০ কোটি জনতার দেশে এই সুস্থ এবং স্বাভাবিক সচেতনতার প্রচারটাই কখনও হয় না। মেয়েদের যদি এখনও কানপুর, বাহরাইচ, গুজরাত বা সন্দেশখালিতে ভোগ্যপণ্য হিসেবে বিবেচনা করা হয়, তাহলে নারী দিবসের সেলিব্রেশনে আপনার পদযাত্রা না করাই ভালো। আপনি তিন তালাক বাতিল করেন, অথচ বিলকিস বানোদের ন্যায়বিচারের আশায় সম্মান জলাঞ্জলি দিয়ে ঘুরতে হয় আদালতের দরজায় দরজায়। কী অপরাধ ছিল মণিপুরের ওই দুই যুবতীর? কুকি আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি হওয়া? গণধর্ষণের পর নগ্ন করে হাঁটানো হয়েছিল তাঁদের। প্রায় ৮০০ জনতার একটা পাল তাদের তাড়িয়ে নিয়ে যাচ্ছিল সেদিন। প্রতি পদক্ষেপে অপেক্ষা করছিল যৌন নির্যাতন। ভিডিও করছিল অনেকে। আর পুলিস ছিল দর্শক। মোদিজি... বছর ঘুরতে চলল, একবারও কি এই নৃশংসতার কথা ভেবে আপনার গা রিরি করে ওঠেনি? একবারও ভেতরটা মুচড়ে ওঠেনি? তাহলে কেন কোনও জনসভায় মণিপুরের যন্ত্রণার কথা তুলে ধরেননি আপনি? বিজেপি সেখানকার শাসক বলে? কেন মনে পড়েনি আপনার মণিপুরের মেয়েদের অধিকারের কথা। ওখানকার মা-বোনেদের সম্মানের কথা? তাঁদের ন্যায়বিচার পাইয়ে দেওয়ার কথা? কেন এই ১০ মাসে একবারও আপনি মণিপুরে গিয়ে সেখানকার মানুষের পাশে দাঁড়াননি? আপনি তো তাঁদেরও প্রধানমন্ত্রী।
মণিপুরও তো ভারতেরই অংশ।
আতঙ্ক, আর বুকে কাঁপুনি ধরিয়ে দেওয়ার পরিবেশ। এটাই পুরুষতান্ত্রিক সমাজের ফর্মুলা। শুরু হয়েছিল সৃষ্টির আদি থেকে। চলছে এখনও। তিনজন মাত্র পুরুষ সন্দেশখালিকে নিজেদের জমিদারিতে বদলে দিয়েছিল। জমি তাদের, টাকা তাদের, মানুষগুলোও তাদের। বাড়ির মেয়েদের ‘রাতের বৈঠকে’ ডেকে পাঠানো হতো। ‘অফিসঘরের’ বাইরে তাঁরা বসে থাকতেন... ঘণ্টার পর ঘণ্টা। আতঙ্ক গ্রাস করত তাঁদের... এই বোধহয় ডাক পড়ল। খুশি করে দিতে হবে বাবুদের। প্রাণভয়, আবার কখনও স্বামী-সন্তানকে ‘সরিয়ে দেওয়ার’ হুমকি। বসে থাকতেন তাঁরা। কদাচিৎ ভিতর থেকে ‘ডাক’ আসত। বেশিরভাগই চাকরবৃত্তির জন্য। ফুর্তির মদ-মাংস জোগানের জন্য। একবুক ভয় নিয়ে তরুণী, যুবতীরা বসে থাকতেন... এই বোধহয় ডাক এল। তারপর শেষ রাতে বলা হতো, ‘বাড়ি চলে যা।’ কিন্তু নেপথ্যে একমাত্র যে ফর্মুলাটা কাজ করত... তা হল আতঙ্ক কায়েম রাখা—‘ডরনা জরুরি হ্যায়’। সেই কারণেই শাহজাহান বাহিনীর ‘নিশির ডাক’। বলতে দ্বিধা নেই, একটি ঘরও যদি শেখ শাহজাহান বাহিনীর নারী নির্যাতনের শিকার হয়ে থাকে, তা ন্যক্কারজনক। তার জন্য চরম শাস্তিই ধার্য হওয়া উচিত। কিন্তু একই সাজা তো ধার্য গুজরাত, উত্তরপ্রদেশ বা মণিপুরের জন্যও। পশ্চিমের বহু দেশ পেরেছে। কারণ তারা সচেতন হয়েছে। আমরা হইনি। তাদের সরকারের কাছে গুরুত্ব পেয়েছে নাগরিক। আর আপনাদের কাছে ভোট। মোদিজি, আপনার এই নতুন ভারতে রাজনীতি মানুষের জন্য নয়। রাজনীতির জন্য মানুষ। তাকে ব্যবহার করে, ছিবড়ে করে ফেলে দিতে হবে। শেষ কথা ভোটই বলবে। দিনের শেষে আপনি গুনবেন, বিজেপির ঝুলিতে কতগুলি ভোট নিশ্চিত হল। আপনাকে এবার ৩৭০ পেতেই হবে। জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ আপনি মুছে দিয়েছেন। তাই ৩৭০টি আসনই আপনাকে পেতে হবে। আপনি জানেন, মহিলা ভোট এবার আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আরামবাগ, কৃষ্ণনগরে একের পর এক বাসে চেপে সভায় পৌঁছেছেন মহিলারা। মাঠ আলো করে বসেছেন। আপনি তাঁদের অভিবাদন করছেন, তাঁরাও দেশের প্রধানমন্ত্রীকে সামনে পেয়ে উচ্ছ্বাস জানাচ্ছেন। আপনি হয়তো ভাবছেন, এই ভোটটা বিজেপির ঝুলিতে নিশ্চিত হলেই কাজ হাসিল। মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র এই মহিলা ভোটেই তাঁর বঙ্গজয়ের স্বপ্ন একুশে ধুলিসাৎ করে দিয়েছেন। এবার আমি পারব না? পারতেই হবে। আপনি ভাবছেন, সন্দেশখালি বাংলায় আপনাকে সেই সুযোগ করে দেবে। উত্তরপ্রদেশে রামমন্দির, গুজরাতে আপনার ক্যারিশ্মা, মধ্যপ্রদেশ-ছত্তিশগড়ে কংগ্রেসের প্রতি মানুষের অনীহা। মণিপুর? ওই দুটো আসন না হলেও চলবে। 
মণিপুরের মা-বোনেরা কি তাহলে ভারতের নাগরিক নয়?
আজ থেকে ঠিক ১০ বছর আগে কুয়ালা লামপুর থেকে বেজিংগামী একটি বিমান আচমকাই উধাও হয়ে গিয়েছিল। গোটা বিশ্ব নেমে পড়েছিল এই রহস্যের উদ্ঘাটনে। কিন্তু লাভ হয়নি। পুরো রুটের সর্বত্র তন্নতন্ন করে খুঁজেও বিমানটির হদিশ মেলেনি। বোয়িং বিমান। অন্যান্য দিনের মতো খুব স্বাভাবিকভাবেই রওনা দিয়েছিল সেটি। ২২৭ জন যাত্রী ছিল তাতে। কিন্তু আচমকা উধাও? কোটি কোটি ডলার খরচ করেও বিফল হাতে ফিরেছিল বিশ্ব। ওই ঘটনা বুঝিয়েছিল, সর্বশক্তিমানও ব্যর্থ হতে পারে। তার জন্য একটা অসতর্ক মুহূর্ত, সামান্য ওভার কনভিডেন্সই যথেষ্ট। মোদিজি, বিমানের নামটাও কিন্তু ছিল এমএইচ-৩৭০। 
05th  March, 2024
ক্ষুধা, বৈষম্য এবং সরকার
সমৃদ্ধ দত্ত 

যাদের সকালের জলখাবার, দুপুর আর রাতের খাবার নিশ্চিত, সারাদিনে একবারও ‘ওই খাবারগুলো আজ পাব তো?’—এরকম মনেই হয় না, তারা ঠিক বুঝতে পারবে না কেন এভাবে আসি আমরা! 
বিশদ

এসো মা লক্ষ্মী, বসো ঘরে
মৃণালকান্তি দাস

বৈদিক যুগে তাঁর নাম ছিল শ্রী। তখনও তিনি ঐশ্বর্যের দেবীই ছিলেন। তবে সেখানে তিনি চিন্ময়ী দেবী হিসেবেই পুজো পেতেন, মৃন্ময়ী ছিলেন না। পুরাণের যুগে এসে অন্যান্য দেব-দেবীর মতো তিনিও মৃন্ময়ী হলেন। আমরা বিশ্বাস করি তাঁর কৃপাতেই আমাদের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। বিশদ

17th  October, 2024
কোজাগরীর প্রার্থনা, বাঙালির লক্ষ্মীলাভ হোক
সন্দীপন বিশ্বাস

আমাদের সাধারণ মধ্যবিত্তদের লড়াই সঙ্কুল জীবনে লক্ষ্মীর আশীর্বাদ সেভাবে মেলে না। তবুও আমরা প্রতিদিনের খুদকুঁড়োর মধ্যে বেঁচে থাকার আনন্দটুকু অনুভব করি। মনে হয়, এটাই যেন মা লক্ষ্মীর আশীর্বাদ, নাহলে হয়তো এটুকুও পেতাম না। বিশদ

16th  October, 2024
অবিশ্বাসের শেষ কোথায়?
শান্তনু দত্তগুপ্ত

ছেলে হওয়ার খবরটা কুবের মাঝিকে প্রথম দিয়েছিল নকুল দাস। স্তিমিত চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠেও হানা দিয়েছিল আশঙ্কা। পরক্ষণেই। বিরক্ত হয়ে কুবের মাঝি ঘরে ফেরার সঙ্গী গণেশকে বলেছিল, ‘পোলা দিয়া করুম কী? নিজেগোর খাওন জোটে না, পোলা!’ বিশদ

15th  October, 2024
উৎসবের মধ্যেই আনন্দলোকের খোঁজ
মৃণালকান্তি দাস

দুর্গাপূজার সমারোহ নিয়ে ঊনবিংশ শতাব্দীতেই নানা কথা উঠেছিল। কথা উঠেছিল শহর কলকাতার হুজুগেপনা নিয়েও।  বিশদ

10th  October, 2024
বাধার মধ্যেই পুজো, হাতে জোড়া উপহার
হারাধন চৌধুরী

একদিকে যুদ্ধের দামামা, অন্যদিকে বানবন্যা। সঙ্গে দোসর কতিপয় মানুষের বিকৃতি—নারীর সুন্দর কোমল পবিত্র জীবনকে কলুষিত করার অপপ্রয়াস। ফলে চলছে লাগাতার প্রতিবাদ। দুষ্টের দমনে প্রশাসনও যেন নাজেহাল। সব মিলিয়ে মানুষ মোটে ভালো নেই। বিশদ

09th  October, 2024
অশুভের দমন
শান্তনু দত্তগুপ্ত

সুপ্রিম কোর্ট ‘বিশাখা গাইডলাইন’ ইস্যু করেছিল ১৯৯৭ সালে। লক্ষ্য ছিল, কর্মক্ষেত্রে মহিলাদের যেন যৌন হয়রানির শিকার হতে না হয়। এই গাইডলাইনের ভিত্তিতে আইন প্রণয়ন হতে সময় লেগে গিয়েছিল আরও ১৫ বছর। মাঠেঘাটে হোক কিংবা অফিস, কাজে যাওয়া নারী সমাজের প্রত্যেক প্রতিনিধি আশ্বস্ত হয়েছিলেন। বিশদ

08th  October, 2024
ভারতীয় বিমানবাহিনীর গৌরবময় ইতিহাস: আত্মনির্ভরতায় অভিযান
ড.বিদ্যুৎ পাতর

৮ অক্টোবর, ভারতীয় বিমানবাহিনীর প্রতিষ্ঠা দিবস—এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা। ১৯৩২ সালে যখন মাত্র চারটি পুরনো বিমানের মাধ্যমে এই বাহিনীর যাত্রা শুরু হয়, তখন কেউ কল্পনাও করেনি এটি একদিন বিশ্বের তৃতীয় বৃহত্তম বিমানবাহিনী হিসেবে আকাশপথে আধিপত্য বিস্তার করবে। বিশদ

08th  October, 2024
ব্রেকিং নিউজ
পি চিদম্বরম

এটা ব্রেকিং নিউজ, তবে অন্য রকমের। এটা কোনও আইন ভাঙার খবর নয়। খবরটা না মাথা ভাঙার কিংবা ঘরবাড়ি ভাঙারও। অতীতে অনেকবার ফাঁস হওয়া চাঞ্চল্যকর কোনও খবরের মতো নয় এটা। 
বিশদ

07th  October, 2024
বিচার নয়, বাংলার বদনাম করাই লক্ষ্য
হিমাংশু সিংহ

ভাবছিলাম, তেরো পার্বণের দেশে কবে থেকে ‘উৎসব’ নিষিদ্ধ হল? উৎসবে ফেরা আর পাঁকে পড়া যেন সমার্থক হতাশ অতি বামদের প্রতিহিংসার অভিধানে! বাস্তবে কি তা হতে পারে কোনওদিন এই সবুজ ঘেরা বাংলায়? তার জন্য তিন তিনবারের মুখ্যমন্ত্রীর দিকে অবিরাম ঘৃণাবর্ষণ। বিশদ

06th  October, 2024
হঠকারিতার মাশুল দিচ্ছে গণআন্দোলন
তন্ময় মল্লিক

অবশেষে কর্মবিরতি তুলে নিলেন জুনিয়র ডাক্তাররা। সাগর দত্ত মেডিক্যাল কলেজের অনভিপ্রেত ঘটনাকে সামনে রেখে জুনিয়র ডাক্তাররা আংশিক থেকে পূর্ণ কর্মবিরতিতে চলে গিয়েছিলেন। অভয়ার জাস্টিস গোটা বাংলা চায়। কিন্তু এই কর্মবিরতির সঙ্গে অভয়ার জাস্টিসের সম্পর্ক ছিল না। বিশদ

05th  October, 2024
সাফল্যে গ্রামবাংলার কাছে পিছিয়ে এলিট সমাজ?
সমৃদ্ধ দত্ত 

পশ্চিমবঙ্গের বাবু সমাজ ক্রমেই জাতিগত সাফল্যের বিচারে গ্রামীণ সমাজের কাছে পিছিয়ে পড়ছে কেন? বঙ্গীয় বাবু সমাজের একটি বিশেষ দম্ভ রয়েছে যে, তারাই এই রাজ্যের ওপিনিয়ন মেকার। অর্থাৎ কখন কী নিয়ে আলোচনা হবে, বিশদ

04th  October, 2024
একনজরে
সব্জির বাজারে গিয়ে কার্যত মাথায় হাত পড়ছে আমজনতার। কাঁচালঙ্কা কিনতে গিয়ে নাভিশ্বাস ওঠার জোগাড়। ডাবল সেঞ্চুরি পার করে আড়াইশো টাকায় বিক্রি হচ্ছে লঙ্কা। দাম শুনেই ...

নিমতলায় গঙ্গার ভাঙনের জেরে কংক্রিটের ঘাটের একাংশ অনেকদিন ধরেই ভাঙছে। সিঁড়ি ভেঙে চলে গিয়েছে নদীগর্ভে। ঘাটের সামনের যে অংশের কংক্রিট ভেঙে গিয়েছে তার ফাঁক গলে ...

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে একের পর এক বিপর্যয়ের সামনে ভারতীয় দল। বুধবার বৃষ্টিতে বল গড়ায়নি মাঠে। বৃহস্পতিবার খেলা শুরু হলেও ব্যাটিং ধসে বেসামাল রোহিত শর্মারা। ...

বিমানে বোমাতঙ্ক থেকে নিষ্কৃতি মিলছে না কিছুতেই। সোমবার থেকে শুরু হয়েছিল বিমানে বোমা রাখার হুমকি। বৃহস্পতিবারও তাতে ছেদ পড়ল না। এদিনও হুমকির জেরে  ফের একের পর এক বিমানে আতঙ্ক ছড়াল। গত চারদিনে এই নিয়ে মোট ২০টি বিমান এমন হুমকির মুখে ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

ব্যবসায়িক ক্ষেত্রে বাধায় চিন্তা ও উদ্বেগ। বেকারদের ভালো প্রতিষ্ঠানে কর্মপ্রাপ্তির প্রবল যোগ। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৭১: কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজের মৃত্যু
১৯১৮: চিত্রশিল্পী পরিতোষ সেনের জন্ম
১৯৩১: গ্রামাফোনের আবিষ্কারক টমাস আলভা এডিসনের মৃত্যু
১৯৪০: টলিউড অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম
১৯৫০: অভিনেতা ওমপুরীর জন্ম
১৯৫৬: বিখ্যাত আমেরিকান টেনিস খেলোয়াড় ও কোচ মার্টিনা নাভ্রাতিলোভার জন্ম
১৯৬১: প্রাক্তন ইংরেজ ক্রিকেটার গ্ল্যাডস্টোন স্মলের জন্ম
১৯৮০: কিংবদন্তী রবীন্দ্রসঙ্গীত শিল্পী দেবব্রত বিশ্বাসের মৃত্যু
২০০৪: বাঙালি ভ্রমণ সাহিত্যিক শঙ্কু মহারাজের
২০১৮: বাংলাদেশী সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চুর মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.২৩ টাকা ৮৪.৯৭ টাকা
পাউন্ড ১০৮.০৬ টাকা ১১১.৮৬ টাকা
ইউরো ৮৯.৯১ টাকা ৯৩.৩২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
17th  October, 2024
পাকা সোনা (১০ গ্রাম) ৭৬,০৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৬,৪৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭২,৬৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯০,১৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯০,২৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
16th  October, 2024

দিন পঞ্জিকা

১ কার্তিক, ১৪৩১, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪। প্রতিপদ ১৯/৫ দিবা ১/১৬। অশ্বিনী নক্ষত্র ১৯/৩০ দিবা ১/২৬। সূর্যোদয় ৫/৩৮/৩, সূর্যাস্ত ৫/৫/৩৯। অমৃতযোগ প্রাতঃ ৬/২৪ মধ্যে পুনঃ ৭/১০ গতে ৯/২৭ মধ্যে পুনঃ ১১/৪৫ গতে ২/৪৭ মধ্যে পুনঃ ৩/৩৩ গতে অস্তাবধি। রাত্রি ৫/৫৭ গতে ৯/১৬ মধ্যে পুনঃ ১১/৪৭ গতে ৩/৭ মধ্যে পুনঃ ৩/৫৮ গতে উদয়াবধি। বারবেলা ৮/৩০ গতে ১১/২১ মধ্যে। কালরাত্রি ৮/১৩ গতে ৯/৪৭ মধ্যে। 
১ কার্তিক, ১৪৩১, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪। প্রতিপদ দিবা ২/৫৭। অশ্বিনী নক্ষত্র অপরাহ্ন ৪/০। সূর্যোদয় ৫/৩৯, সূর্যাস্ত ৫/৭। অমৃতযোগ দিবা ৬/৩৫ মধ্যে ও ৭/১৯ গতে ৯/৩১ মধ্যে ও ১১/৪৩ গতে ২/৩৮ মধ্যে ও ৩/২৩ গতে ৫/৭ মধ্যে এবং রাত্রি ৫/৪০ গতে ৯/১১ মধ্যে ও ১১/৪৭ গতে ৩/১৫ মধ্যে ও ৪/৭ গতে ৫/৩৯ মধ্যে। বারবেলা ৮/৩১ গতে ১১/২৩ মধ্যে। কালরাত্রি ৮/১৫ গতে ৯/৪৯ মধ্যে। 
১৪ রবিয়স সানি।

ছবি সংবাদ

এই মুহূর্তে
ইতিহাসে আজকের দিনে
১৮৭১: কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজের মৃত্যু ১৯১৮: চিত্রশিল্পী পরিতোষ সেনের জন্ম ১৯৩১: ...বিশদ

09:01:16 AM

উপাচার্য নিয়োগ, আজ থেকে ইন্টারভিউ শুরু
আজ, শুক্রবার থেকে শুরু হচ্ছে উপাচার্য নিয়োগের ইন্টারভিউ। সুপ্রিম কোর্ট ...বিশদ

09:00:00 AM

পাঁচ কোটি টাকা না দিলে সিদ্দিকির থেকেও খারাপ অবস্থা হবে সলমনের!
মহারাষ্ট্রের দাপুটে নেতা তথা প্রাক্তন বিধায়ক বাবা সিদ্দিকিকে খুনের ঘটনার ...বিশদ

08:51:00 AM

জাতীয় সড়ক উন্নয়নে ১৬০৬ কোটি টাকা
উত্তরবঙ্গে ধূপগুড়ি থেকে ফালাকাটা সংযোগকারী জাতীয় সড়ক ৩১ডি (পুরনো নাম) ...বিশদ

08:50:00 AM

এসি বিক্রি বাড়তে পারে ২৫ শতাংশ
চলতি অর্থবর্ষ শেষে দেশে এসি কেনার হার গত বছরের তুলনায় ...বিশদ

08:40:00 AM

পান্নুনকে খুনের চেষ্টার ঘটনায় প্রাক্তন ভারতীয় গোয়েন্দার বিরুদ্ধে পদক্ষেপ
খলিস্তানি জঙ্গি গুরপতওয়ান্ত সিং পান্নুনকে খুনের চেষ্টার ঘটনায় একজন প্রাক্তন ...বিশদ

08:36:00 AM