কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায় ... বিশদ
রণবীর কাপুর, আলিয়া ভাট এবং ভিকি কৌশলকে নিয়ে ‘লভ অ্যান্ড ওয়ার’-এর শ্যুটিং পূর্ব পরিকল্পনা মতো সঞ্জয়ের এতদিনে শুরু করে দেওয়ার কথা। কিন্তু বাধ সাধল বৃষ্টি। অক্টোবরের ১০ তারিখের বদলে শ্যুটিংয়ের দিনক্ষণ নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে পিছিয়ে দিলেন পরিচালক।
সূত্রের খবর, মুম্বইয়ের অবিরাম বৃষ্টির কারণে সেট তৈরির কাজ এখনও শেষ হয়নি। যেমনটা চেয়েছেন, তেমন সেট তৈরি না হলে শ্যুটিং শুরুই করবেন না সঞ্জয়। ফলে আপাতত আরও দু’মাস চিত্রনাট্যের উপর সময় দেওয়ার পরিকল্পনা করেছেন তিনি। তাঁর আগামী ছবির মুখ্য অভিনেতারাও স্ক্রিপ্টে মন দিতে বদ্ধপরিকর।
অন্যদিকে, বৃষ্টি ভিলেন হয়েছিল আলিয়া অভিনীত ‘আলফা’ ছবিতেও। গত সেপ্টেম্বরে রাহাকে সঙ্গে নিয়ে কাশ্মীরে অ্যাকশন দৃশ্যের শ্যুটিংয়ে গিয়েছিলেন আলিয়া। সঙ্গে ছিলেন শর্বরী। তবে খারাপ আবহাওয়ার জেরে দশ দিনের শ্যুটিং তিনদিনেই গুটিয়ে ফেলতে হয়। বাকি অংশের শ্যুটিং সারতে ফের কাশ্মীরে যাচ্ছে গোটা টিম।