প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিয়ে ব্যস্ততা বৃদ্ধি। গৃহে কোনও শুভানুষ্ঠান উপলক্ষে অতিথি সমাগমে আনন্দ। দেহে আঘাত ... বিশদ
সম্প্রতি একটি উস্কানিমূলক পোস্ট করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা, মণিপুর সহ উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিকে যুক্ত করে একটি মানচিত্রের ছবি পোস্ট করেন তিনি। পাশাপাশি লেখেন, ভারতের উচিত বাংলাদেশের এই গণজাগরণকে স্বীকৃতি দেওয়া। যার মাধ্যমে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। বৃহস্পতিবার এর তীব্র নিন্দা করেছে বিদেশ মন্ত্রক। এদিন প্রতিবেশী দেশের নেতাদের সতর্ক করে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন,‘ জনসমক্ষে কোনও মন্তব্য করার ক্ষেত্রে সবাই যেন সচেতন হন।’ এরই মধ্যে শুক্রবার মৃত্যু হয়েছে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের অসামরিক বিমান, ভূমি ও পর্যটন উপদেষ্টা এএফ হাসান আরিফের। জানা গিয়েছে, একসময় কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন আরিফ।