কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায় ... বিশদ
আমদানি বাড়ছে, রপ্তানি কমছে—এই প্রবণতা নতুন নয়। যা নতুন সেটি হল, বিগত তিন মাস ধরে সোনার আমদানি বেড়েছে বিপুলভাবে। শুধু নভেম্বর মাসে সোনার আমদানি ২০২৩ সালের নভেম্বর মাসের তুলনায় বৃদ্ধি পেয়েছে সাড়ে ৩৫০ শতাংশ। যা সর্বকালীন রেকর্ড। ভারত সোনা আমদানি করতে গিয়ে বিপুল পরিঘমাণ বিদেশি মুদ্রা ব্যয় করছে। অথচ ভারতের যে রপ্তানি সবথেকে বেশি লাভজনক, সেই রত্ন ও গয়না রপ্তানি কমে গিয়েছে ২৬ শতাংশ। ইতিমধ্যেই বাজেট প্রস্তুতি শুরু করে দিয়েছে অর্থমন্ত্রক। এমন সময়ে উল্লেখযোগ্য বাণিজ্য ঘাটতি এবং সোনার আমদানি বৃদ্ধির রিপোর্ট উদ্বেগে ফেলেছে নর্থ ব্লককে। বিগত দেড় বছর ধরে বাণিজ্য ঘাটতি সরকারের ঘোষিত সীমায় আসছে না। যার জেরে বেড়ে চলেছে রাজস্ব ঘাটতিও। সূত্রের খবর, আগামী আর্থিক বছরের বাজেটে তাই ঘাটতি কমানোর একমাত্র উপায় হিসেবে সরকার নিতে চলেছে বরাদ্দ কমানোর পন্থা। এদিকে, আজ, শনিবার জিএসটি কাউন্সিলের বৈঠক হবে জয়পুরে। সেখানেও বেশ কিছু জিএসটি হারের বদল হওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যেমন জীবন ও স্বাস্থ্য বিমার প্রিমিয়ামের জিএসটি মকুব। কিছু পণ্যের জিএসটি কমানো। কিন্তু পাশাপাশি জিএসটি ক্ষতিপূরণ সেস নিয়েও প্রাথমিক আলোচনা হবে বৈঠকে।