Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

টোকাটুকিতে ফার্স্টের আস্ফালন
হারাধন চৌধুরী

কংগ্রেস হিমাচল প্রদেশে সরকার তৈরি করেছিল ১১ ডিসেম্বর, ২০২২। বিজেপির জয়রাম ঠাকুরকে ক্ষমতাচ্যুত করে মুখ্যমন্ত্রী হন কংগ্রেসের সুখবিন্দর সিং সুখু। ২০ মে, ২০২৩ কর্ণাটকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিলেন কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া (সিদ্ধু)। বিজেপির বাসবরাজ বোম্মাইয়ের কাছ থেকে কুর্সি ছিনিয়ে নেন তিনি। কংগ্রেসের এই বিপুল জয়ের সামনে ধরাশায়ী হয় পূর্বতন দুই শাসক দল বিজেপি এবং জেডিএস। অর্থাৎ ছ’মাসেরও কম সময়ের মধ্যে পরপর দুটি গুরুত্বপূর্ণ রাজ্যে বিজেপি ক্ষমতা হারানোয় চ্যালেঞ্জের মুখে পড়ে যায় ‘মোদি ম্যাজিক’ তত্ত্ব। নরেন্দ্র মোদি শুধু সরকারে নন, বিজেপি এবং এনডিএ-তেও ‘একনায়ক’। কিন্তু তাঁর ক্যারিশমা ফিকে হতেই রাজ্যে রাজ্যে দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হতে থাকে। দ্রুত ভাঙন ধরে এনডিএ’তেও। অকালি দলের পর একে একে এনডিএ ছেড়েছে শিবসেনা (উদ্ধব গোষ্ঠী), জেডিইউ, এআইএডিএমকে এবং কয়েকটি ছোট দল। মওকা বুঝে বিরোধীরা তেড়েফুঁড়ে ‘ইন্ডিয়া’ মহাজোট গঠন করেছে। অমনি পাল্টা দিতে গত ১৯ জুলাই ৩৯ দলের ‘আরও তেজি’ এনডিএ-র চেহারা তুলে ধরেন মোদি। কিন্তু এই জোটে বিজেপি ছাড়া বাস্তবে কোনও উল্লেখযোগ্য দল যে নেই, তা সকলে জানেন।
এই অবস্থাতেই, হল পাঁচ রাজ্যে বিধানসভার ভোট। বৈতরণী পেরনোর জন্য বিজেপি এবার নতুন প্ল্যান নেয়। কোনও রাজ্যেই আলাদাভাবে কোনও স্থানীয় ‘মুখ’ সামনে আনেনি তারা। সর্বত্রই ভোট চাওয়া হয়েছে মোদির নামে। কোনও সন্দেহ নেই, মুখ্যমন্ত্রীর কুর্সি দখল নিয়ে রাজ্যে রাজ্যে যে ঘরোয়া কোন্দল রয়েছে, সেটা ধামাচাপা দিতেই এই কৌশল। অন্যদিকে, প্রধান প্রতিদ্বন্দ্বী ‘গণতন্ত্রী’ কংগ্রেস বলল, তারা মনে করে বিধানসভা নির্বাচনে হাইকমান্ড নয় স্থানীয় নেতৃত্বেরই গুরুত্ব পাওয়া উচিত। দুটি লাইনেরই ভালোমন্দ দুটি দিক এবং ঝুঁকি আছে। ৩ ও ৪ ডিসেম্বর রেজাল্ট বেরনোর পর পরিষ্কার হয় যে, এই জুয়ায় বিজেপি’ই জিতেছে।
কিন্তু শুধু এই কৌশলেই হিন্দি বলয়ের তিন রাজ্যে বিজেপি জেতেনি এবং বিশেষ শক্তিবৃদ্ধি করেনি দক্ষিণী রাজ্য তেলেঙ্গানায়। বাকিটা ছিল মানুষের মন জয়ের নানা দিক। বিজেপির হিন্দুত্বের তাস অত্যন্ত পুরনো। বহু ব্যবহারে অস্ত্রটির ধার আর কতটা অবশিষ্ট আছে, তা নিয়ে গেরুয়া শিবিরের অন্দরেই সংশয় থাকা অস্বাভাবিক নয়। অতএব মোদিরা এবার গরিব ও মধ্যবিত্তের মন জয়ের জন্যও বিপুল পসরা সাজিয়েছিলেন। কৃষকদের সঙ্কট, নারীর ক্ষমতায়ন, রান্নার গ্যাসের দাম, বেকারত্ব, স্বাস্থ্য, শিক্ষা এবং অন্য আর্থ-সামাজিক ইস্যুগুলিতে দিল্লির বিরুদ্ধে যে অভিযোগের তর্জনী উঁচু হয়ে রয়েছে, তা খর্ব করতে কিছু ‘মানবিক’ ঘোষণা রয়েছে বিজেপির ইস্তাহারে। তার মধ্যে উল্লেখযোগ্য—ফ্রি রেশনের মেয়াদ বৃদ্ধি, ভর্তুকি বৃদ্ধি রান্নার গ্যাসে, সারে ভর্তুকি প্রদান, এমএসপি’তে কৃষকের ধানক্রয়, বিনামূল্যে শস্যবিমা প্রভৃতি। বিপুল অর্থের পিএম জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান নামের একটি প্রকল্পও ঘোষণা করেন প্রধানমন্ত্রী। মধ্যপ্রদেশে বিজেপি ক্ষমতা পুনর্দখল করেছে ‘লাডলি বহেনা’য় ভর করে। সারা দেশ জানে, এটা বাংলার অতিজনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডারের সোজাসাপটা টুকলি। বাকিগুলিও কমবেশি বিভিন্ন বিরোধী রাজ্যের ‘হল কালেকশন’। পাঁচ রাজ্যেই কংগ্রেস গরিব ও মধ্যবিত্ত শ্রেণির জন্য নানাবিধ প্রতিশ্রুতি দিয়েছিল। বস্তুত কংগ্রেস-সহ বিরোধীদের সঙ্গে ‘রেউড়ি’ বিতরণের প্রতিযোগিতার উপরেই বেশি ভরসা রেখেছিল মোদির পার্টি। 
কিন্তু মোদির রেউড়িকে ভোটদাতারা কি বেশি মিষ্টি মানলেন? হিন্দি বলয়ের রেজাল্টের পর রাজনৈতিক মহলকে প্রশ্নটি ভাবাচ্ছে। অন্যদিকে, কংগ্রেস-সহ মধ্যপন্থী রাজনৈতিক দলগুলি কি তাদের চেনা জনমুখী লাইনে কিঞ্চিৎ হলেও আস্থা হারিয়েছে? তা না-হলে এবার কেন তারা হিন্দুত্বের লাইনে মোদির সঙ্গেই প্রতিযোগিতায় অবতীর্ণ হল? খেয়াল করার মতো ব্যাপার এই যে, গত মার্চে কর্ণাটকে মোদিকেই সামনে রেখে হিন্দুত্বের যাবতীয় অস্ত্র প্রয়োগ করেছিল বিজেপি। তবু সেখানে ক্ষমতা ধরে রাখতে পারেনি তারা। এটা দেখার পরও নরম হিন্দুত্বের লাইন থেকে বহুগুণ বেড়েই খেলল এবার কংগ্রেস। রাহুল গান্ধী এবং অন্য কিছু নামী কংগ্রেস নেতার মন্দিরে মন্দিরে পুজোপাঠের ছবি ব্যাপকভাবে প্রচার পেয়েছে। দারিদ্র্য-পীড়িত ছত্তিশগড়ের ভূপেশ বাঘেল সরকার ‘রাম বনগমন পথ’ প্রকল্প গড়তে বিপুল টাকা খরচ করেছে। নয়টি স্থানে বড় মন্দির নির্মাণসহ রামচন্দ্রের মূর্তি বসানো হচ্ছে। কংগ্রেসি মুখ্যমন্ত্রী তাঁর এই কৃতিত্বকে অযোধ্যায় রামমন্দির নির্মাণেরও ঊর্ধ্বে রেখেছেন! জনসভায় প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন বাঘেল, ‘বিজেপি কি কংগ্রেসের চেয়ে বড় হিন্দু?’ পুষ্করের জগৎপিতা ব্রহ্মা মন্দিরের রূপ বদলে ব্যস্ত হয়েছিল রাজস্থানের কংগ্রেস সরকার। মরুরাজ্যের মন্দিরটি মুখ্যমন্ত্রী অশোক গেহলট গড়ে তুলছিলেন অযোধ্যার রাম মন্দিরের আদলে। প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথও মন্দির-রাজনীতিতে বিজেপির মুখ্যমন্ত্রী শিবরাজ সিংকে দশ গোল দিতে সক্রিয় ছিলেন। গেরুয়া শিবিরের পাতা ফাঁদে পা দিয়ে মন্দির রাজনীতির প্রতিযোগিতায় অবতীর্ণ হন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর-ও। সরকারি কোষাগার উজাড় করে একাধিক হিন্দুমন্দির নির্মাণ ও সংস্কারে জোর দেন তিনি। চার রাজ্যের রেজাল্ট এটাই কি বুঝিয়ে দিল না, ‘কণ্ঠীদের’ গান মানুষ তেমন পাত্তা দেয় না?
রবিবারের রেজাল্ট ছিল বিজেপির পক্ষে ৩/৪ বা কংগ্রেসের পক্ষে১/৪। সোমবার মিজোরামে জেডপিএম জয়ী হওয়ার পরও উপর্যুক্ত দল দুটির জন্য রেজাল্ট অবিকৃত মনে হতে পারে, বাস্তবে কিন্তু তা নয়। কারণ ২০১৮ সালের রেজাল্টের পাশে উত্তর-পূর্বের এই ক্ষুদ্র রাজ্যেও কংগ্রেস অনেক পিছনে চলে গিয়েছে। গতবার পাঁচটি আসন পেয়ে কংগ্রেস তৃতীয় স্থানে ছিল, এবার সেই জায়গাটিও রইল না, একটি আসনের মালিক কংগ্রেস এবার ৪ নম্বরে নেমে গিয়েছে। এমনকী নাগাল্যান্ডে একটি আসনের উপনির্বাচনেও গোহারা রাহুল গান্ধীর দল। অন্যদিকে, তেলেঙ্গানায় ক্ষমতায় না গিয়েও বিজেপি এগিয়েছে অনেকটাই—আসন ১ থেকে ৮ হয়েছে।
রাজ্য দখলের ক্ষেত্রে চিরপ্রতিদ্বন্দ্বী কংগ্রেসের থেকে কয়েক যোজন এগিয়ে গেল বিজেপি। এই ভোটের আগে বিজেপি এককভাবে ক্ষমতায় ছিল দশটি (হরিয়ানা, ইউপি, উত্তরাখণ্ড, এমপি, গোয়া, গুজরাত, ত্রিপুরা, অসম, মণিপুর ও অরুণাচল) রাজ্যে। রবিবার রাজস্থান ও ছত্তিশগড়ে জয়ের পর বিজেপি এক ডজন রাজ্যের ‘মালিক’ হয়ে উঠেছে। এনডিএ হিসেবে আরও পাঁচটি (মহারাষ্ট্র, পুদুচেরি, মেঘালয়, সিকিম ও মিজোরাম) রাজ্যে ক্ষমতা ভোগ করে দলটি। কোনও সন্দেহ নেই দল এবং এনডিএ-র ফাটল মেরামতে মোদির এই সাফল্য অনেকখানি সহায়ক হবে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পার্লামেন্টের ভিতরে বাইরে গেরুয়া শিবিরের নয়া আস্ফালন! সব মিলিয়ে এটাই দাঁড়ায় যে, লোকসভা নির্বাচনের আগের সবচেয়ে বড় রাজনৈতিক লড়াই শেষে কংগ্রেসের মুখ সোমবার আরও বেশি ম্লান হয়েছে। তাহলে ব্রাত্য ‘মোদি ম্যাজিক’ তত্ত্বই ফের মাথা তুলছে না কি?
কংগ্রেসের এই পাহাড়প্রমাণ ব্যর্থতার জন্য রাহুল গান্ধীদের চেনা ‘দাদাগিরি’র মানসিকতাই যে বহুলাংশে দায়ী, তাতে সংশয় নেই। উদাহরণ—মধ্যপ্রদেশে অখিলেশ যাদবের সপা, গন্ডোয়ানা গণতন্ত্র পার্টি, রাজস্থানে ভারতীয় আদিবাসী পার্টি, জনতা কংগ্রেস ছত্তিশগড়, তেলেঙ্গানায় সিপিএম প্রভৃতি সামান্য কিছু আসন চেয়েও কংগ্রেসের কাছে প্রত্যাখ্যাত হয়। হিন্দি বলয়ে আপ, সিপিআই, জেডি(ইউ) প্রভৃতিও এবার কংগ্রেসের বিরুদ্ধে একা লড়েছিল। এইসব ছোটখাট আহত শক্তি জায়গা ও ক্ষমতা অনুযায়ী কংগ্রেসকে উচিত শিক্ষা দিতে দেরিও করেনি।
‘ইন্ডিয়া’ জোটের পরবর্তী বৈঠকের আগেই, সংশ্লিষ্ট অনেকে মুখ খুলতে শুরু করেছেন ‘সামন্ত প্রভু’ কংগ্রেসের বিরুদ্ধে।  পরিস্থিতি যা, তাতে ‘ম্যাজিশিয়ান’ মোদির মোকাবিলায় একজন  সমকক্ষ ম্যাজিশিয়ানকেই সামনে রাখা অনিবার্য হয়ে উঠেছে। এমন গুরুদায়িত্বে তাঁকেই মানায় যাঁকে সারা দেশ চেনে, যিনি বিজেপির মোকাবিলা করে জিততে অভ্যস্ত ও সিদ্ধহস্ত এবং যিনি সুদীর্ঘ অভিজ্ঞতায় সমৃদ্ধ। সোনিয়া গান্ধীর পুত্র ও কন্যার নাম এখন আর কোনও যুক্তিতেই বিবেচনায় আসে না। কারণ রাজনৈতিক-প্রশাসনিক পরীক্ষায় তাঁরা বারবার ফেল করেছেন—এবার তো বটেই। সার্বিকভাবে ‘ইন্ডিয়া’র উজ্জ্বল মুখ হয়ে ওঠার জন্য বাংলার জননেত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ে যোগ্যতর কেউ নেই। প্রতিটি ভোট বৈতরণী পেরতে যে ‘গোবৎস’ ভরসা, তার নানারূপ একা মমতা বন্দ্যোপাধ্যায়েরই আবিষ্কার। প্রকৃত উন্নয়নের সংজ্ঞা ও পন্থা গত এক দশকে বদলে দিয়েছেন তিনি। মমতার উন্নয়নচিন্তারই অনবদ্য কিছু ফসল হল—লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, ও রূপশ্রী, ট্যাব ও সবুজসাথী, খাদ্যশ্রী, স্বাস্থ্যসাথী, কৃষকবন্ধু প্রভৃতি। জয়ের ভোট পেতে মোদির পার্টিই এবার স্বনামে-বেনামে সবচেয়ে বেশি এই ‘রেউড়ি’ খাইয়েছে মানুষকে। সোজা কথায়, মমতার খাতা সামনে রেখেই গণটোকাটুকি হয়েছে এই পাঁচ রাজ্যের নির্বাচনে।
অতএব ‘ইন্ডিয়া’র ঘরে উন্নয়নের এমন পরীক্ষিত ও সুসফল মুখ থাকতে তারা কেন আদাড়ে-বাদাড়ে হাতড়াতে যাবে? জানুয়ারিতে অযোধ্যায় রামমন্দির উদ্বোধন করে ভোটের দামামা সরকারিভাবে বাজানো হবে ঠিকই, কিন্তু ‘রেউড়ি লাইন’ ছেড়ে বেরনোর হিম্মত মোদিবাবুদেরও আর হবে না। সেখানে মমতার প্রকৃত উন্নয়নের নীতি ফেলে হিন্দুত্বের নিন্দনীয় লাইনই-বা টুকতে যাবে কোন দুর্বুদ্ধিতে—তাঁকে সামনে রেখে প্রকৃত জনকল্যাণের নীতিতেই অধিক আস্থা রাখা দরকার ইন্ডিয়ার—গরিব এবং মধ্যবিত্তরাই যে এখনও এই গণতন্ত্রের মূল শক্তি। গরিবের উন্নয়নের নীতি ম্যাজিকের মতোই অত্যন্ত কার্যকরী উপলব্ধি করেই না, প্রবল প্রতিদ্বন্দ্বী মমতার সরকারের উন্নয়ন কর্মসূচির টাকা আটকে দিতে আজও মরিয়া মোদি সরকার? টুকে ফার্স্ট হওয়াই যায়, তবে তার মুখে আস্ফালন বড়ই বেমানান।
06th  December, 2023
ক্ষুধা, বৈষম্য এবং সরকার
সমৃদ্ধ দত্ত 

যাদের সকালের জলখাবার, দুপুর আর রাতের খাবার নিশ্চিত, সারাদিনে একবারও ‘ওই খাবারগুলো আজ পাব তো?’—এরকম মনেই হয় না, তারা ঠিক বুঝতে পারবে না কেন এভাবে আসি আমরা! 
বিশদ

এসো মা লক্ষ্মী, বসো ঘরে
মৃণালকান্তি দাস

বৈদিক যুগে তাঁর নাম ছিল শ্রী। তখনও তিনি ঐশ্বর্যের দেবীই ছিলেন। তবে সেখানে তিনি চিন্ময়ী দেবী হিসেবেই পুজো পেতেন, মৃন্ময়ী ছিলেন না। পুরাণের যুগে এসে অন্যান্য দেব-দেবীর মতো তিনিও মৃন্ময়ী হলেন। আমরা বিশ্বাস করি তাঁর কৃপাতেই আমাদের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। বিশদ

17th  October, 2024
কোজাগরীর প্রার্থনা, বাঙালির লক্ষ্মীলাভ হোক
সন্দীপন বিশ্বাস

আমাদের সাধারণ মধ্যবিত্তদের লড়াই সঙ্কুল জীবনে লক্ষ্মীর আশীর্বাদ সেভাবে মেলে না। তবুও আমরা প্রতিদিনের খুদকুঁড়োর মধ্যে বেঁচে থাকার আনন্দটুকু অনুভব করি। মনে হয়, এটাই যেন মা লক্ষ্মীর আশীর্বাদ, নাহলে হয়তো এটুকুও পেতাম না। বিশদ

16th  October, 2024
অবিশ্বাসের শেষ কোথায়?
শান্তনু দত্তগুপ্ত

ছেলে হওয়ার খবরটা কুবের মাঝিকে প্রথম দিয়েছিল নকুল দাস। স্তিমিত চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠেও হানা দিয়েছিল আশঙ্কা। পরক্ষণেই। বিরক্ত হয়ে কুবের মাঝি ঘরে ফেরার সঙ্গী গণেশকে বলেছিল, ‘পোলা দিয়া করুম কী? নিজেগোর খাওন জোটে না, পোলা!’ বিশদ

15th  October, 2024
উৎসবের মধ্যেই আনন্দলোকের খোঁজ
মৃণালকান্তি দাস

দুর্গাপূজার সমারোহ নিয়ে ঊনবিংশ শতাব্দীতেই নানা কথা উঠেছিল। কথা উঠেছিল শহর কলকাতার হুজুগেপনা নিয়েও।  বিশদ

10th  October, 2024
বাধার মধ্যেই পুজো, হাতে জোড়া উপহার
হারাধন চৌধুরী

একদিকে যুদ্ধের দামামা, অন্যদিকে বানবন্যা। সঙ্গে দোসর কতিপয় মানুষের বিকৃতি—নারীর সুন্দর কোমল পবিত্র জীবনকে কলুষিত করার অপপ্রয়াস। ফলে চলছে লাগাতার প্রতিবাদ। দুষ্টের দমনে প্রশাসনও যেন নাজেহাল। সব মিলিয়ে মানুষ মোটে ভালো নেই। বিশদ

09th  October, 2024
অশুভের দমন
শান্তনু দত্তগুপ্ত

সুপ্রিম কোর্ট ‘বিশাখা গাইডলাইন’ ইস্যু করেছিল ১৯৯৭ সালে। লক্ষ্য ছিল, কর্মক্ষেত্রে মহিলাদের যেন যৌন হয়রানির শিকার হতে না হয়। এই গাইডলাইনের ভিত্তিতে আইন প্রণয়ন হতে সময় লেগে গিয়েছিল আরও ১৫ বছর। মাঠেঘাটে হোক কিংবা অফিস, কাজে যাওয়া নারী সমাজের প্রত্যেক প্রতিনিধি আশ্বস্ত হয়েছিলেন। বিশদ

08th  October, 2024
ভারতীয় বিমানবাহিনীর গৌরবময় ইতিহাস: আত্মনির্ভরতায় অভিযান
ড.বিদ্যুৎ পাতর

৮ অক্টোবর, ভারতীয় বিমানবাহিনীর প্রতিষ্ঠা দিবস—এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা। ১৯৩২ সালে যখন মাত্র চারটি পুরনো বিমানের মাধ্যমে এই বাহিনীর যাত্রা শুরু হয়, তখন কেউ কল্পনাও করেনি এটি একদিন বিশ্বের তৃতীয় বৃহত্তম বিমানবাহিনী হিসেবে আকাশপথে আধিপত্য বিস্তার করবে। বিশদ

08th  October, 2024
ব্রেকিং নিউজ
পি চিদম্বরম

এটা ব্রেকিং নিউজ, তবে অন্য রকমের। এটা কোনও আইন ভাঙার খবর নয়। খবরটা না মাথা ভাঙার কিংবা ঘরবাড়ি ভাঙারও। অতীতে অনেকবার ফাঁস হওয়া চাঞ্চল্যকর কোনও খবরের মতো নয় এটা। 
বিশদ

07th  October, 2024
বিচার নয়, বাংলার বদনাম করাই লক্ষ্য
হিমাংশু সিংহ

ভাবছিলাম, তেরো পার্বণের দেশে কবে থেকে ‘উৎসব’ নিষিদ্ধ হল? উৎসবে ফেরা আর পাঁকে পড়া যেন সমার্থক হতাশ অতি বামদের প্রতিহিংসার অভিধানে! বাস্তবে কি তা হতে পারে কোনওদিন এই সবুজ ঘেরা বাংলায়? তার জন্য তিন তিনবারের মুখ্যমন্ত্রীর দিকে অবিরাম ঘৃণাবর্ষণ। বিশদ

06th  October, 2024
হঠকারিতার মাশুল দিচ্ছে গণআন্দোলন
তন্ময় মল্লিক

অবশেষে কর্মবিরতি তুলে নিলেন জুনিয়র ডাক্তাররা। সাগর দত্ত মেডিক্যাল কলেজের অনভিপ্রেত ঘটনাকে সামনে রেখে জুনিয়র ডাক্তাররা আংশিক থেকে পূর্ণ কর্মবিরতিতে চলে গিয়েছিলেন। অভয়ার জাস্টিস গোটা বাংলা চায়। কিন্তু এই কর্মবিরতির সঙ্গে অভয়ার জাস্টিসের সম্পর্ক ছিল না। বিশদ

05th  October, 2024
সাফল্যে গ্রামবাংলার কাছে পিছিয়ে এলিট সমাজ?
সমৃদ্ধ দত্ত 

পশ্চিমবঙ্গের বাবু সমাজ ক্রমেই জাতিগত সাফল্যের বিচারে গ্রামীণ সমাজের কাছে পিছিয়ে পড়ছে কেন? বঙ্গীয় বাবু সমাজের একটি বিশেষ দম্ভ রয়েছে যে, তারাই এই রাজ্যের ওপিনিয়ন মেকার। অর্থাৎ কখন কী নিয়ে আলোচনা হবে, বিশদ

04th  October, 2024
একনজরে
শহরের ক্রীড়াপ্রেমী মানুষের দাবি মেনে অবশেষে বেহাল আলিপুরদুয়ার ইন্ডোর স্টেডিয়াম সংস্কার হচ্ছে। এই কাজের জন্য ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তর থেকে ১ কোটি ১৩ লক্ষ ৮৩ ...

এবার থেকে দূরপাল্লার ট্রেনের টিকিট ১২০ নয়, ৬০ দিন আগে থেকে কাটা যাবে। এই খবর পেয়েই খুশি আম জনতা। অনেকেই বলছেন, মনে হচ্ছে এর ফলে ট্রেনের টিকিট একটু হলেও সহজলভ্য হবে। ...

বিমানে বোমাতঙ্ক থেকে নিষ্কৃতি মিলছে না কিছুতেই। সোমবার থেকে শুরু হয়েছিল বিমানে বোমা রাখার হুমকি। বৃহস্পতিবারও তাতে ছেদ পড়ল না। এদিনও হুমকির জেরে  ফের একের পর এক বিমানে আতঙ্ক ছড়াল। গত চারদিনে এই নিয়ে মোট ২০টি বিমান এমন হুমকির মুখে ...

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে একের পর এক বিপর্যয়ের সামনে ভারতীয় দল। বুধবার বৃষ্টিতে বল গড়ায়নি মাঠে। বৃহস্পতিবার খেলা শুরু হলেও ব্যাটিং ধসে বেসামাল রোহিত শর্মারা। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

ব্যবসায়িক ক্ষেত্রে বাধায় চিন্তা ও উদ্বেগ। বেকারদের ভালো প্রতিষ্ঠানে কর্মপ্রাপ্তির প্রবল যোগ। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৭১: কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজের মৃত্যু
১৯১৮: চিত্রশিল্পী পরিতোষ সেনের জন্ম
১৯৩১: গ্রামাফোনের আবিষ্কারক টমাস আলভা এডিসনের মৃত্যু
১৯৪০: টলিউড অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম
১৯৫০: অভিনেতা ওমপুরীর জন্ম
১৯৫৬: বিখ্যাত আমেরিকান টেনিস খেলোয়াড় ও কোচ মার্টিনা নাভ্রাতিলোভার জন্ম
১৯৬১: প্রাক্তন ইংরেজ ক্রিকেটার গ্ল্যাডস্টোন স্মলের জন্ম
১৯৮০: কিংবদন্তী রবীন্দ্রসঙ্গীত শিল্পী দেবব্রত বিশ্বাসের মৃত্যু
২০০৪: বাঙালি ভ্রমণ সাহিত্যিক শঙ্কু মহারাজের
২০১৮: বাংলাদেশী সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চুর মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.২৩ টাকা ৮৪.৯৭ টাকা
পাউন্ড ১০৮.০৬ টাকা ১১১.৮৬ টাকা
ইউরো ৮৯.৯১ টাকা ৯৩.৩২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
17th  October, 2024
পাকা সোনা (১০ গ্রাম) ৭৬,০৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৬,৪৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭২,৬৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯০,১৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯০,২৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
16th  October, 2024

দিন পঞ্জিকা

১ কার্তিক, ১৪৩১, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪। প্রতিপদ ১৯/৫ দিবা ১/১৬। অশ্বিনী নক্ষত্র ১৯/৩০ দিবা ১/২৬। সূর্যোদয় ৫/৩৮/৩, সূর্যাস্ত ৫/৫/৩৯। অমৃতযোগ প্রাতঃ ৬/২৪ মধ্যে পুনঃ ৭/১০ গতে ৯/২৭ মধ্যে পুনঃ ১১/৪৫ গতে ২/৪৭ মধ্যে পুনঃ ৩/৩৩ গতে অস্তাবধি। রাত্রি ৫/৫৭ গতে ৯/১৬ মধ্যে পুনঃ ১১/৪৭ গতে ৩/৭ মধ্যে পুনঃ ৩/৫৮ গতে উদয়াবধি। বারবেলা ৮/৩০ গতে ১১/২১ মধ্যে। কালরাত্রি ৮/১৩ গতে ৯/৪৭ মধ্যে। 
১ কার্তিক, ১৪৩১, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪। প্রতিপদ দিবা ২/৫৭। অশ্বিনী নক্ষত্র অপরাহ্ন ৪/০। সূর্যোদয় ৫/৩৯, সূর্যাস্ত ৫/৭। অমৃতযোগ দিবা ৬/৩৫ মধ্যে ও ৭/১৯ গতে ৯/৩১ মধ্যে ও ১১/৪৩ গতে ২/৩৮ মধ্যে ও ৩/২৩ গতে ৫/৭ মধ্যে এবং রাত্রি ৫/৪০ গতে ৯/১১ মধ্যে ও ১১/৪৭ গতে ৩/১৫ মধ্যে ও ৪/৭ গতে ৫/৩৯ মধ্যে। বারবেলা ৮/৩১ গতে ১১/২৩ মধ্যে। কালরাত্রি ৮/১৫ গতে ৯/৪৯ মধ্যে। 
১৪ রবিয়স সানি।

ছবি সংবাদ

এই মুহূর্তে
খুনের হুমকি পেয়েছেন সলমন খান! তাঁর বাড়ির বাইরে নিরাপত্তা আরও জোরদার করল মুম্বই পুলিস

10:18:33 AM

আর্থিক তছরুপের মামলায় অভিনেত্রী তামান্না ভাটিয়াকে জিজ্ঞাসাবাদ করল ইডি

10:17:00 AM

দিল্লির ভোলানাথ নগরের একটি বাড়িতে আগুন লেগে মৃত্যু হল ২ জনের, জখম ৪

10:10:00 AM

শহরের আবহাওয়ার হাল-চাল
রাজ্য থেকে বিদায় নিয়েছে মৌসুমি বায়ু। তবুও বৃষ্টি চলছে কোথাও ...বিশদ

10:07:00 AM

পাঁচ কোটি টাকা না দিলে সিদ্দিকির থেকেও খারাপ অবস্থা হবে সলমনের!
মহারাষ্ট্রের দাপুটে নেতা তথা প্রাক্তন বিধায়ক বাবা সিদ্দিকিকে খুনের ঘটনার ...বিশদ

10:01:04 AM

৩৯৯ পয়েন্ট উঠল সেনসেক্স

10:00:00 AM