Bartaman Patrika
সম্পাদকীয়
 

সুখী গৃহকোণের আলো

ভারতই এখন পৃথিবীর সর্বাধিক জনসংখ্যার দেশ। গৃহ সমস্যায় সবচেয়ে বেশি জর্জরিত দেশটিরও নাম নিঃসন্দেহে ভারত। ‘পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই,/ আমি তো সেই ঘরের মালিক নই’—যখন লিখিত ও গীত হয়, তখন অখণ্ড ভারতে জনঘনত্ব তুলনায় ছিল সামান্যই। তাই অনুমান করা কঠিন নয়, গরিব ও মধ্যবিত্ত শ্রেণির জন্য সমস্যাটি আজ কোন উচ্চতা স্পর্শ করেছে। এদেশের ‘জনদরদি’ সরকার নাগরিকের গৃহ সমস্যা মেটাবে, এই দুরাশা কেউ করে না। সকলেই সুখীগৃহকোণ রচনা করার স্বপ্ন দেখেন আপন আপন পরিধির ভিতরেই। বিশেষত মহানগরগুলিতে এবং শহরাঞ্চলে বাড়ি নির্মাণ বা ফ্ল্যাট ক্রয়ের জন্য সাধারণ গৃহস্থরা প্রোমোটারের মুখাপেক্ষী হতে বাধ্য। কিন্তু এই ব্যবস্থায় স্বস্তি আর কতটুকু? সারা জীবনের সঞ্চয় ভেঙে কিংবা ঋণের পাহাড়ে চড়েই একটি মধ্যবিত্ত পরিবার স্বপ্নের বাড়ি তৈরি করে কিংবা ফ্ল্যাট কিনে থাকে। কিন্তু কিছু অসাধু প্রোমোটারের চক্করে পড়ে ধূলিসাৎও হতে পারে সেই বহুযত্নলালিত স্বপ্নটি। এবং এই জিনিস অহরহ হয়ও। এজন্য রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরে এখন যত অভিযোগ জমা পড়ে তার বেশিরভাগই ফ্ল্যাট ক্রয়-বিক্রয় নিয়ে বিবাদ সংক্রান্ত।
ফ্ল্যাট বুকিংয়ের সময় কত টাকা জমা করতে হবে? আর যদি বাতিল করতে হয়, তাহলেই-বা কত টাকা মাশুল গুনতে হবে? রিয়েল এস্টেটে টাকা ঢালার আগে এই দুটোই মধ্যবিত্তের প্রধান প্রশ্ন। ফ্ল্যাট নির্মাণ শুরু হওয়ার আগেই ক্রেতার কাছে মোটা অঙ্কের বুকিং মানি দাবি করা হয়। কিন্তু মন্দ পরিস্থিতিতে সেই বুকিং বাতিল করতে গিয়েও গুনতে হয় মোটা আর্থিক ‘জরিমানা’। বুকিং অ্যামাউন্ট ফেরে না কিংবা কিছু প্রোমোটার বুকিং ফি’র ২৫ শতাংশ পর্যন্ত দাবি করেন। সাধারণ মানুষকে এই চেনা ভোগান্তি থেকে রেহাই দিতেই রাজ্য সরকার এবার রেরা বিধি সংশোধনে উদ্যোগী হয়েছে। ফ্ল্যাটের বুকিং এবং ক্যানসেলেশন মোট দামের ১০ শতাংশের মধ্যে সীমিত করতে চায় নবান্ন। তাই সংশোধনী আসছে ওয়েস্ট বেঙ্গল রিয়েল এস্টেট (রেগুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট) বা রেরা’র বিধিতে। এর ১৮ নম্বর রুলে ৪৫ দিনের মধ্যেই টাকা ফেরানোর কথা বলা আছে। আম জনতার স্বার্থে সংশোধিত রুলে বিষয়টি আরও নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে। সেখানে সাফ বলা থাকছে, সর্বোচ্চ অগ্রিম নেওয়া যাবে ফ্ল্যাটের মোট দামের ১০ শতাংশ। ক্রেতা ও প্রোমোটারের মধ্যে প্রাথমিক চুক্তি হবে তারই ভিত্তিতে। এরপর ক্রেতা যদি যুক্তিযুক্ত কারণে ফ্ল্যাটের বুকিং বাতিলও করেন তবে শুধুমাত্র ওই ১০ শতাংশ টাকাই কাটা যেতে পারে, বাদবাকি টাকার পুরোটাই ক্রেতাকে ফেরাতে বাধ্য থাকবেন ডেভেলপার। বুকিং অ্যামাউন্টের অতিরিক্ত টাকা ‘ফরফিট’ করা যাবে না।
রাজ্যজুড়ে প্রোমোটারদের তুঘলকি কারবার রুখতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকার বিধিতে সময়োচিত গুরুত্বপূর্ণ সংশোধনী আনার সিদ্ধান্ত নিয়েছে। এমনকী, খেলাপি প্রোমোটারের জন্য থাকছে যথাযথ আর্থিক জরিমানারও সংস্থান। অন্যদিকে, ক্রেতা বকেয়া অর্থ মেটাতে অপারগ হল তাঁকেও একই নিয়মে বাঁধা যাবে। সংশোধিত আইনে এই নিয়মে আসছে আরও স্পষ্টতা। কিন্তু পর পর কতগুলি মাসের কিস্তি বকেয়া পড়লে ক্রেতা ‘খেলাপি’ বলে গণ্য হবেন? এই গেরোয় পড়ে তাঁর বাড়ি বা ফ্ল্যাট ক্রয়ের চুক্তি কখন বাতিল বলে বিবেচিত হবে? প্রস্তাবিত রুলে তার নির্দিষ্ট ব্যাখ্যা মিলতে চলেছে। নিয়মটা এরকম হতে যাচ্ছে যে, দ্রুত বকেয়া মেটানোর জন্য প্রোমোটার প্রথমে খেলাপি ক্রেতাকে নোটিস ধরাবেন। তারপরও তিনমাস পর্যন্ত তিনি অপেক্ষা করবেন। কিন্তু ক্রেতা যদি তার মধ্যেও টাকা না মেটান তখন প্রোমোটার  চুক্তি বাতিল করার অধিকার পাবেন। তবে সেক্ষেত্রেও সর্বাধিক ১০ শতাংশ বুকিং অ্যামাউন্টই আটকাতে পারবেন তিনি। ফ্ল্যাট ক্রয় বাবদ এর অতিরিক্ত যত টাকা ক্রেতা মিটিয়েছেন, সমস্তটাই প্রোমোটারকে ফেরাতে হবে। চুক্তি খারিজের পদক্ষেপ আইনত গ্রাহ্য হবে তবেই। আর হ্যাঁ, সেটাও ৪৫ দিনের মধ্যে নিষ্পত্তি সাপেক্ষ। সংশোধিত রুলের খসড়া আবাসন দপ্তর ইতিমধ্যেই যথাস্থানে পেশ করেছে। রাজ্য আইন এবং আবাসন দপ্তরের মধ্যে মতবিনিময়ও সম্পন্ন হয়েছে সম্প্রতি। সব মিলিয়ে সংশ্লিষ্ট বিলটি রাজ্য বিধানসভায় উত্থাপন এখন কেবল সময়ের অপেক্ষা। কোনও সন্দেহ নেই, এই পদক্ষেপ রাজ্যের সাধারণ মানুষেরই স্বার্থে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপ বাংলার মানুষকে আরও বেশি বাড়ি বা ফ্ল্যাট কেনার সাহস জোগাবে। কমে যাবে ক্রেতা ও প্রোমোটারের মধ্যেকার চেনা বিবাদ। গৃহ সমস্যার সমাধানে একটি উল্লেখযোগ্য অধ্যায় রচনা হিসেবেই প্রশংসা পাবে এই আন্তরিক উদ্যোগ।
06th  November, 2024
এ যেন ‘তালিবানি’ পরামর্শ!

রাস্তাঘাট থেকে কর্মক্ষেত্রে অসৎ উদ্দেশ্য নিয়ে পুরুষের একাংশের ‘খারাপ স্পর্শ’ সমাজে এক গভীর অসুখ তৈরি করেছে। এর থেকে বাঁচতে মেয়েদের আত্মরক্ষার প্রশিক্ষণ নেওয়ার কথা বলেন বিশেষজ্ঞরা। ‘ভালো স্পর্শ’, ‘খারাপ স্পর্শ’ সম্পর্কে সচেতন করার পাঠ শৈশব থেকেই শেখানো দরকার। বিশদ

দ্বিচারিতা

আগেই নাম উঠেছে গুজরাত, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের। এবার কেন্দ্রীয় প্রকল্পের টাকা নিয়ে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠল ডাবল ইঞ্জিনের আরেক রাজ্য অসমের বিরুদ্ধে। কৃষকদের আর্থিকভাবে সাহায্য করার জন্য গোটা দেশে পিএম কিষান সম্মাননিধি প্রকল্প চালু রয়েছে। বিশদ

09th  November, 2024
স্বাগত নতুন ট্রাম্প

ইতিহাস গড়া হল না কমলার। অন্যদিকে, ঐতিহাসিক প্রত্যাবর্তন হল ট্রাম্পের। দুটিই অপ্রত্যাশিত ঘটনা, বিশেষ করে অনেক ভারতবাসীর কাছে। কমলা হ্যারিসের সঙ্গে ভারতের লতায়-পাতায় সম্পর্ক নিয়ে এদেশের কিছু মানুষের মধ্যে একটা আবেগ কাজ করছিল, তাঁর প্রতি বাড়তি সহানুভূতি ছিল মার্কিন প্রবাসীদেরও একাংশের। বিশদ

08th  November, 2024
ঋণজর্জর জীর্ণ দেশ

সম্প্রতি আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার (আইএমএফ) তাদের ওয়ার্ল্ড ইকনমিক আউটলুক রিপোর্টে জানিয়েছে, পৃথিবীর শীর্ষ দশটি অর্থনীতির তালিকায় গুরুত্বপূর্ণ অদলবদল আসন্ন। আর সেখানে সুখবর থাকছে ভারতের জন্য। আইএমএফের অনুমান, ২০২৫-এ সর্বোচ্চ আসন মার্কিন যুক্তরাষ্ট্রই ধরে রাখবে।
বিশদ

07th  November, 2024
নয়া বিপদ

প্রথমে একটি মেসেজ বা ই-মেল। তারপর ফোন। পুলিস, সিবিআই, ইডি বা শুল্ক বিভাগের আধিকারিকের পরিচয় দিয়ে ওপ্রান্ত থেকে বলা হচ্ছে, আপনার বিরুদ্ধে কর ফাঁকি, আর্থিক অনিয়ম বা নিয়মভঙ্গের অভিযোগ রয়েছে। তাই ‘ডিজিটাল গ্রেপ্তার’ জারি হয়েছে। বিশদ

05th  November, 2024
সময়োচিত, সমুচিত

খালিস্তানি উগ্রপন্থী হরদীপ সিং নিজ্জর হত্যার পিছনে ‘ভারতীয় এজেন্ট’ যোগের কোনও উপযুক্ত প্রমাণ তাঁর প্রশাসনের হাতে নেই। অতএব, নিজ্জর হত্যার ইস্যুতে ভারতের হাতে গ্রাহ্য কোনও তথ্য-প্রমাণও তাঁরা তুলে দিতে পারেননি। বিশদ

04th  November, 2024
আয়নায় মুখ দেখুন

সত্যি কথা বলা বা তা স্বীকার করে নেওয়া বোধহয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিধানে লেখা নেই! দেশের বহু মানুষের এমনই অভিযোগ। গত দশ বছরে তিনি বারবার প্রমাণ করেছেন, ভোটে জেতার জন্য যা বলেন, তা রক্ষা না-করাটাই তাঁর রাজনীতির মূল চাবিকাঠি। বিশদ

03rd  November, 2024
শব্দের ‘উৎসব’!

দীপাবলি কিংবা বাঙালির কালীপুজো কি শুধুই আলোর উৎসব? ৩১ অক্টোবর মাস শেষের সন্ধ্যা-রাতে বৃহত্তর মহানগরীর অলি-গলি থেকে রাজপথে যে নিরবচ্ছিন্ন নিষিদ্ধ বাজির শব্দদূষণের আস্ফালন দেখা গেল, তাতে উৎসবের সংজ্ঞাটাই বদলে গিয়েছে মনে হওয়াটাই স্বাভাবিক। বিশদ

02nd  November, 2024
কানাডা: অভিযোগ খণ্ডন জরুরি

২০২৩ সালের ১৮ জুন এক গুরুদ্বারের ভিতরেই গুলিতে নিহত হয় খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর। কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের সারে অঞ্চলে সে থাকত। কয়েক বছর আগে ভ্যাঙ্কুভারে ভারতীয় হাইকমিশনের সামনে খালিস্তানপন্থীদের উপর্যুপরি বিক্ষোভ কর্সূচির নেপথ্যে ছিল এই হরদীপ। বিশদ

01st  November, 2024
মাধবী তোমার কে হয়?

দেশে কি শেয়ার বাজার, সেবি ও কেন্দ্রীয় সরকার ত্রয়ীর ‘মনোপলি বাঁচাও’ সিন্ডিকেট কায়েম হয়েছে? তাদের লক্ষ্য কি—কেবল বাছাই করা কর্পোরেট, নির্দিষ্ট কোম্পানি এবং পছন্দের শেয়ারের জন্য মুনাফা নিশ্চিতকরণ? আর সেই নাফা ঘরে তুলবে কি ওই বিতর্কিত সিন্ডিকেটের সদস্যরাই?
বিশদ

31st  October, 2024
পুনর্বিন্যাস ও গেরুয়া কৌশল

চব্বিশের ভোটে নরেন্দ্র মোদি হ্যাটট্রিক করেছেন বটে, কিন্তু মন ভরেনি তাঁর। কেননা, বিজেপি এবং এনডিএ উভয়েরই আসন সংখ্যা উনিশের চেয়ে অনেকটাই কমে গিয়েছে। তার ফলে ক্ষতি হয়েছে তাঁর দু’দিক থেকেই—সরকারে বিজেপি এবং মোদির একচ্ছত্র আধিপত্য চলে গিয়েছে, অন্যদিকে লোকসভাতেও দুর্বল হয়ে গিয়েছে বিজেপি তথা এনডিএ। বিশদ

30th  October, 2024
ধারাবাহিক বঞ্চনা

বাংলার প্রতি মোদি সরকারের বঞ্চনা ক্রমেই দীর্ঘ হচ্ছে। এই রোগের জন্ম অবশ্য কংগ্রেস আমলে। মোদি জমানায় বঞ্চনার ইতিহাস যেন অতীতের সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে। গ্রামীণ অর্থনীতিতে পরিকাঠামো উন্নয়ন ও জীবনযাত্রার মানোন্নয়নে যে সরকারি প্রকল্পগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার প্রায় সব ক্ষেত্রেই তুচ্ছ অজুহাতে বছরের পর বছর টাকা দেওয়া বন্ধ রেখেছে দিল্লি। বিশদ

29th  October, 2024
কর্মনাশা সংস্কৃতি

কল্প কি আস্তে আস্তে গুটিয়ে নেওয়া হবে? আশঙ্কাটি পুরনো। সেটি গভীর হচ্ছে ঘটনাক্রমে, যেন সিলমোহরও পড়ছে একের পর এক। আশঙ্কার কেন্দ্রে ‘মনরেগা’। দেশে এই আংশিক কর্মসংস্থান প্রকল্পের প্রভাব নিয়ে একটি স্বতঃপ্রণোদিত সমীক্ষা করছে নীতি আয়োগ।
বিশদ

28th  October, 2024
কেন এত টালবাহানা?

বছর শেষ হতে আর দু’মাস বাকি। তার মানে, এ বছরেও জনগণনার কাজ শুরুই হচ্ছে না! সরকারিভাবে এই নিয়ে কোনও ঘোষণা না হলেও সহজ পাটিগণিতের হিসাব বলছে, নভেম্বর মাসে মহারাষ্ট্র, ঝাড়খণ্ড রাজ্যের বিধানসভা ভোট রয়েছে, রয়েছে ১৫টি রাজ্যের ৪৭টি আসনের উপ নির্বাচনও। বিশদ

27th  October, 2024
হিন্দুত্বের টোটকা!

মাঝে মাঝেই সুকৌশলে প্রসঙ্গটি উস্কে দেওয়া হয়। আবারও দেশের ধর্মনিরপেক্ষ চরিত্র নিয়ে জলঘোলা শুরু হয়েছে। এবং আবারও সুপ্রিম কোর্ট দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে ধর্মনিরপেক্ষতা ভারতীয় সংবিধানের মূল কাঠামোর অংশ। বিশদ

26th  October, 2024
বাংলায় দ্রুত ফিরুক মনরেগা

রাজ্যের কয়েক কোটি গরিব মানুষের স্বার্থে বড় পদক্ষেপ করল নবান্ন। কেন্দ্রের দাবিমতো দিল্লিকে ফেরানো হল ১০০ দিনের কাজের গ্যারান্টি প্রকল্প বা মনরেগার বিতর্কিত অংশের টাকা। রাজ্যের লাগাতার ও আন্তরিক চেষ্টাতেই ওই টাকা উদ্ধার হয়েছে। বিশদ

25th  October, 2024
একনজরে
তিন মেয়ে ও দুই ছেলের মা ফের অন্তঃসত্ত্বা হয়েছিলেন। বড় মেয়ের বিয়ে হয়েছে আগেই। কিছুদিন আগে তিনিও অন্তঃসত্ত্বা হয়েছেন। এত বয়সে তিনি মা হলে সমাজ কী বলবে, তা ভেবে অবসাদে ভুগতে শুরু করেছিলেন মন্দিরবাজার থানার চাঁদপুর ধোপাহাটের বাসিন্দা কাজল কয়াল। ...

জেলা তৃণমূল সভাপতি পদে বদল হতে পারে। তেমন সম্ভাবনার অআঁচ করে শক্তি বাড়াতে চেষ্টা করছে বিপ্লব মিত্রের বিরোধী গোষ্ঠী। জেলার রাজনীতিতে ‘ত্রিশক্তি’ বলে পরিচিত মৃণাল সরকার, গৌতম দাস ও অম্বরীশ সরকারকে দুর্গাপুজোর সময় থেকেই বিভিন্ন মঞ্চে একছাতার তলায় দেখা যাচ্ছে। ...

বেলদা থানার নেকুড়সেনী স্টেশনে কয়লাবোঝাই একটি মালগাড়িতে আগুন ধরে যাওয়ায় আতঙ্ক ছড়াল। খড়্গপুর থেকে দমকলের একটি ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে, শনিবার দুপুরে খড়্গপুর থেকে ওড়িশার দিকে যাওয়ার সময় বেলদা স্টেশনের কাছে রেলকর্মীরা কয়লাবোঝাই মালগাড়ির একটি বগিতে ধোঁয়া ...

বিধানসভা নির্বাচনের ঠিক আগে ঝাড়খণ্ডে কেন্দ্রীয় এজেন্সির তত্পরতা! শনিবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ব্যক্তিগত সচিব সুনীল শ্রীবাস্তবের বাড়িতে তল্লাশি চালাল আয়কর দপ্তর। সুনীলের বিরুদ্ধে কর ফাঁকি ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

উকিল ও ডাক্তারদের কর্মব্যস্ততা বাড়বে। পত্নী/পতির স্বাস্থ্য আকস্মিক ভোগাতে পারে। মানসিক অস্থিরভাব। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৪৮৩ - জার্মান সন্ন্যাসী ও পুরোহিত প্রোটেস্ট্যান্ট সংস্কার নেতা মার্টিন লুথারের জন্ম
১৪৯৩ - ক্রিস্টোফার কলম্বাস দ্বিতীয় সমুদ্রযাত্রায় অ্যান্টিগুয়া আবিষ্কার করেন
১৬৫৯ - ইষ্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা, সুতানুটি ও গোবিন্দপুরের কর্তৃত্ব গ্রহণ করে
১৮২২ - বাংলা ভাষায় বিজ্ঞান গ্রন্থ রচনার পথিকৃৎ উইলিয়াম কেরির পুত্র ফেলিঙ্ কেরির মৃত্যু
১৮৪৮ - ভারতের জাতীয়তাবাদী রাজনীতিবিদ রাষ্ট্রগুরু স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্ম
১৮৮৮ - ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদের জন্ম
১৯০৭ -  অভিনেতা হরিধন মুখোপাধ্যায়ের জন্ম
১৯০৮ - বিপ্লবী কানাইলাল দত্তের ফাঁসি কার্যকর হয়
১৯১৮ - প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি
১৯৫৪ - কবি ও সাহিত্যিক জয় গোস্বামীর জন্ম
১৯৫৫ – চলচ্চিত্র ও টেলিভিশন পরিচালক রাজা সেনের জন্ম
১৯৬৭ – অভিনেতা আশুতোষ রানার জন্ম
১৯৮২ - পৃথিবীতে ১৯১০ সালের পর আবার হ্যালির ধূমকেতু দেখা গেল
১৯৯১ - আন্তর্জাতিক ক্রিকেট থেকে একুশে বছরের নির্বাসন শেষে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দল আবার আন্তর্জাতিক খেলায় অংশ নেয় কলকাতার ইডেনে ভারতের বিরুদ্ধে
২০০৯ – অভিনেত্রী তথা ফ্যাশন ডিজাইনার সিম্পল কাপাডিয়ার মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.৫৩ টাকা ৮৫.২৭ টাকা
পাউন্ড ১০৭.৬২ টাকা ১১১.৪০ টাকা
ইউরো ৮৯.৩৬ টাকা ৯২.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
09th  November, 2024
পাকা সোনা (১০ গ্রাম) ৭৭,৬০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৮,০০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭৪,১৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯১,৬০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯১,৭০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৩ কার্তিক, ১৪৩১, শনিবার, ৯ নভেম্বর ২০২৪। অষ্টমী ৪২/২৩ রাত্রি ১০/৪৬। শ্রবণা নক্ষত্র ১৪/৫৮ দিবা ১১/৪৮। সূর্যোদয় ৫/৪৯/২৭, সূর্যাস্ত ৪/৫১/৩২। অমৃতযোগ প্রাতঃ ৬/৩৪ মধ্যে পুনঃ ৭/১৮ গতে ৯/৩০ মধ্যে পুনঃ ১১/৪২ গতে ২/৩৮ মধ্যে পুনঃ ৩/২২ গতে অস্তাবধি। রাত্রি ১২/৩৯ গতে ২/২২ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ২/২২ গতে ৩/১৪ মধ্যে। বারবেলা ৭/১২ মধ্যে পুনঃ ১২/৪৩ গতে ২/৬ মধ্যে পুনঃ ৩/২৯ গতে অস্তাবধি। কালরাত্রি ৬/২৯ মধ্যে পুনঃ ৪/১২ গতে উদয়াবধি। 
২৩ কার্তিক, ১৪৩১, শনিবার, ৯ নভেম্বর ২০২৪। অষ্টমী রাত্রি ৬/২২। শ্রবণা নক্ষত্র দিবা ৮/৪৪। সূর্যোদয় ৫/৫০, সূর্যাস্ত ৪/৫২। অমৃতযোগ দিবা ৬/৪৮ মধ্যে ও ৭/৩১ গতে ৯/৩৯ মধ্যে ও ১১/৪৮ গতে ২/৩৯ মধ্যে ও ৩/২১ গতে ৪/৫২ মধ্যে এবং রাত্রি ১২/৪৬ গতে ২/৩৩ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ২/৩৩ গতে ৩/২৬ মধ্যে। কালবেলা ৭/১৩ মধ্যে ও ১২/৪৪ গতে ২/৭ মধ্যে ও ৩/৩০ গতে ৪/৫২ মধ্যে। কালরাত্রি ৬/৩০ মধ্যে ও ৪/১৩ গতে ৫/৫১ মধ্যে। 
৬ জমাদিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
দ্বিতীয় টি২০: ভারতকে ৩ উইকেটে হারাল দঃ আফ্রিকা

11:12:00 PM

নয়ডায় ইলেকট্রিক টাওয়ারের উপর উঠে নাচ এক ব্যক্তির, চক্ষু চড়কগাছ পুলিসের
রবিবার দুপুরে নয়ডা সেক্টর ৭৬-এ তাজ্জব কাণ্ড। একটি ইলেকট্রিক টাওয়ারের ...বিশদ

10:57:46 PM

ভুয়ো বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগে কলকাতা বিমান বন্দর থেকে আটক ১

10:57:00 PM

দ্বিতীয় টি২০: ৭ রানে আউট আন্দিলে, দঃ আফ্রিকা ৮৬/৭ (১৫.৪ ওভার), টার্গেট - ১২৫

10:53:00 PM

দ্বিতীয় টি২০: ০ রানে আউট মিলার, দঃ আফ্রিকা ৬৬/৬ (১২.২ ওভার), টার্গেট - ১২৫

10:33:00 PM

দ্বিতীয় টি২০: ২ রানে আউট ক্লাসেন, দঃ আফ্রিকা ৬৬/৫ (১২.১ ওভার), টার্গেট - ১২৫

10:31:00 PM