বেগুসরাই: ট্রেনের ইঞ্জিন আর কামরার মাঝে চিড়েচ্যাপ্টা হয়ে মৃত্যু রেলকর্মীর। বিহারের বেগসরাইয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সোনপুর রেলওয়ে ডিভিশনের বারাউনি স্টেশনে লখনউ-বারাউনি এক্সপ্রেস পৌঁছনোর পর কামরা থেকে ইঞ্জিন খুলে নিয়ে যাওয়ার কথা ছিল। সেই কাজই করছিলেন রেলের কর্মী অমর কুমার রাও। ঘুণাক্ষরেও তিনি ভাবেননি ইঞ্জিন সামনে যাওয়ার বদলে পিছনে চলে আসবে। অথচ ‘গাফিলতি’র জেরে সেটাই হল। মুহূর্তের মধ্যে কর্তব্যরত অবস্থাতেই ইঞ্জিন ও কামরার মাঝে পিষে থেঁতলে যান রাও। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ভয়াবহ এই মৃত্যুর ঘটনার ছবি ও ভিডিও সামনে এসেছে। পুরো ঘটনায় রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। রেল সূত্রে খবর, এদিন ৫ নম্বর প্ল্যাটফর্মে ওই এক্সপ্রেসটি ঢোকে। তখনই ইঞ্জিন বদলের কাজ করছিলেন রেলকর্মী রাও। হঠাৎই ইঞ্জিন পিছিয়ে আসাতেই বিপত্তি। এই ঘটনায় তদন্ত শুরু করেছে রেল।