Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

এই লড়াই অপপ্রচারের সঙ্গে মানুষের বিশ্বাসের
তন্ময় মল্লিক

আর জি কর ইস্যুতে বিজেপির অবস্থা অনেকটা ‘বেল পাকলে কাকের কী!’ জাস্টিসের দাবিতে লাগাতার আন্দোলন হয়েছে, মানুষও হয়েছে আলোড়িত। কিন্তু তার সুবিধে বিরোধীরা ভোটে পাবে কি না, এই উপ নির্বাচনে হবে তার পরীক্ষা। ভোটের ফলে বোঝা যাবে, সোশ্যাল মিডিয়া নিছকই মনের জ্বালা মেটানোর প্ল্যাটফর্ম, নাকি জনমত তৈরির ক্ষমতাও সে রাখে! তাই বাংলায় ছাব্বিশের মহারণের আগে ছয় বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন শুধু রাজনৈতিক দলগুলিরই নয়, সোশ্যাল মিডিয়ার বিপ্লবীদেরও অ্যাসিড টেস্ট। 
লোকসভা ভোটে দেশের শাসক দল সাধারণত কিছুটা অ্যাডভান্টেজ পায়। চব্বিশের ভোটে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিরোধীদের কোনও সর্বসম্মত প্রার্থীই ছিল না। তাই হ্যাং পার্লামেন্ট, ফের ভোট প্রভৃতির আশঙ্কায় ফ্লোটিং ভোটারদের একটা বড় অংশ বিজেপির দিকে গিয়েছিল। আবার বিধানসভা উপ নির্বাচনে সাধারণত অ্যাডভান্টেজ পেয়ে থাকে রাজ্যের শাসক দল। তবে উল্টোটাও হয়। তাকে ব্যতিক্রমী বলাই ভালো। প্রার্থী বাছাই ঠিক না হওয়ায় জেতা আসনের উপ নির্বাচনেও হেরেছিল তৃণমূল। উদাহরণ সাগরদিঘি।
এবার যে ছ’টি আসনে উপ নির্বাচন হতে চলেছে, তার মধ্যে মূল আকর্ষণ মাদারিহাটকে ঘিরে। একুশের নির্বাচনে বিজেপি জিতেছিল। লোকসভা ভোটেও এগিয়েছিল। এখন প্রশ্ন, উপ নির্বাচনেও বিজেপি কি সেই ট্র্যাডিশন ধরে রাখতে পারবে? 
অনেকে মনে করেন, মনোজ টিগ্গার জন্য মাদারিহাটে বিজেপির মাটি কিছুটা হলেও শক্ত হয়েছে, একই সঙ্গে বেড়েছে দ্বন্দ্বও। আলিপুরদুয়ার লোকসভা আসনটি হাতছাড়া হওয়ার আশঙ্কায় কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী জন বার্লাকে ছেঁটে টিগ্গাকেই টিকিট দিয়েছিল বিজেপি। মনোজ জিতেছেন ঠিকই। কিন্তু বিজেপির অন্দরের ফাটল চওড়া হয়েছে। জন বার্লা বিদ্রোহ ঘোষণা করেছেন। ফলে চা বাগানে বিজেপির ভোট ভাগাভাগি নিশ্চিত।
একুশের নির্বাচনে মাদারিহাটে বিজেপি জিতেছিল প্রায় ২৯ হাজার ভোটে। লোকসভা নির্বাচনে তা নেমে এসেছে ১১ হাজারে। এবার আরও ধস নামার আশঙ্কা। তা সত্ত্বেও রাহুলকে প্রার্থী করেছেন মনোজ। রাহুল জিতলে দলে টিগ্গাকে চ্যালেঞ্জ জানানোর কেউ থাকবে না। এমনকী, তাঁর কপালে জুটতে পারে কেন্দ্রীয় মন্ত্রিত্বও। আর রাহুল হারলে? চাপে পড়বেন মনোজ। তাই মাদারিহাটের লড়াই যতটা বিজেপি-তৃণমূলের, ঠিক ততটাই মনোজ টিগ্গা-জন বার্লার।
মাদারিহাটের বিজেপি প্রার্থীকে নিয়ে তোলপাড় চলছে। বাম আমলের দাপুটে সিটু নেতা তারকেশ্বর লোহারের ছেলে রাহুলকে বিজেপি প্রার্থী করায় অনেকেই চা-বাগানে ‘লাল সন্ত্রাসে’র দিনগুলো ফিরে আসার ভয় পাচ্ছেন। চা-বাগানে মিটিং, মিছিল, প্রচার জোরকদমে চলছে। তবে, এই আসনের ললাট লিখন হবে ১২ নভেম্বর রাতে। লোকে বলে, চা-বাগানে ভোটের আগের রাতটা খুব গুরুত্বপূর্ণ। ‘অতিথি আপ্যায়নে’র উপরেই ঠিক হয় বাগানের ভোটের অভিমুখ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী নিশীথ অধিকারীকে হারিয়ে ছিলেন সিতাইয়ের বিধায়ক জগদীশ বাসনিয়া। তারপর থেকেই কোচবিহারে বিজেপির ছন্নছাড়া অবস্থা। সিতাইয়ে বিজেপি অনেকটাই ব্যাকফুটে। লড়াইয়ে ফিরতে মরিয়া বিজেপি নেমেছে ব্যক্তি আক্রমণে। তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় বাসনিয়ার সঙ্গে জগদীশবাবুর স্বামী-স্ত্রীর সম্পর্ক বৈধ না অবৈধ, এই প্রশ্ন তুলে বাজার গরম করছে। তাতে ভোটে প্রভাব পড়বে কি না বলা কঠিন। কিন্তু এই ঘটনায় ক্ষুব্ধ তৃণমূল কর্মীরা দলীয় প্রার্থীকে রেকর্ড ভোটে জেতানোর শপথ নিয়েছেন। সেটা বিজেপির জন্য একটু বেশিই চাপের হতে পারে।
বাঁকুড়ার তালডাংরা আসনে উপ নির্বাচন হচ্ছে। বাঁকুড়া লোকসভা কেন্দ্রে সিপিএমের বাসুদেব আচারিয়াকে হারিয়ে ‘জায়ান্ট কিলার’ হয়েছিলেন মুনমুন সেন। তাতে তৃণমূল এককালীন লাভ ঘরে তুলেছিল। কিন্তু ক্ষতি হয়েছিল দীর্ঘমেয়াদি। বীরভূমের শতাব্দী রায়ের মতো মুনমুন সেন ‘জনপ্রতিনিধি’ হতে পারেননি, ‘সেলিব্রিটি’ ইমেজেই আটকে ছিলেন। তারপর থেকে ‘সেলিব্রিটি’ ও কলকাতার প্রার্থীদের উপর বাঁকুড়ার ভোটারদের ভীষণ অনীহা। এই কারণেই মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের মতো ‘কাজের মানুষ’ও বাঁকুড়ায় হেরেছিলেন। একুশের ভোটে হেরেছেন অভিনেত্রী সায়ন্তিকাও। এবার ভূমিপুত্রকে প্রার্থী করার দাবি মানতেই কিস্তিমাত। জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তীকে টিকিট দিয়েছিল তৃণমূল। তাতেই সুভাষ সরকারের মতো হেভিওয়েট নেতাকেও অরূপবাবু হারিয়ে দিলেন। পৌঁনে দু’লক্ষ ভোটের ব্যবধান মুছে দিলেন অনায়াসে। অরূপ চক্রবর্তী জিতলেন প্রায় ৩৩ হাজার ভোটে।
এবার উপ নির্বাচনেও তালডাংরার প্রার্থী হওয়ার জন্য কলকাতার এক তৃণমূল নেতা ঝাঁপিয়ে পড়েছিলেন। কিন্তু লোকসভার কথা মাথায় রেখে তৃণমূল ভরসা রেখেছে সেই ভূমিপুত্রেই। অন্যদিকে বিজেপির প্রার্থী বাঁকুড়া পুরসভার কাউন্সিলার। তাঁর বিরুদ্ধে আঙুল তোলার কিছু নেই। কিন্তু গায়ে লেগে রয়েছে তৃণমূলের গন্ধ। প্রার্থী হওয়ার কয়েক দিন আগেই সুকান্ত মজুমদারের হাত ধরে বিজেপি হয়েছেন তিনি। তাই বিজেপিতে জমেছে ক্ষোভ। কেউ ক্ষোভে বসে গিয়েছেন, কেউ আবার ‘দলবদলু’দের টিকিট দেওয়ার প্রতিবাদ জানাতে তৃণমূলে যোগ দিয়েছেন। যোগদান প্রক্রিয়া অব্যাহত। তাতে বিজেপির জন্য লড়াইটা একটু বেশিই কঠিন হয়ে গেল।
প্রার্থী নির্বাচন সঠিক হলে কঠিন লড়াইও সহজ হয়। আর ভুল হলেই ‘সাগরদিঘি’। জেতা আসনও হাতছাড়া হয়। তাই উপ নির্বাচনে প্রার্থী বাছাইয়ে গুরুত্ব দিয়েছে তৃণমূল। মেদিনীপুরে তৃণমূলের প্রার্থী ভূমিপুত্র সুজয় হাজরা। জেলা সভাপতি। সাংগঠনিক মানুষ। এটা তৃণমূলের বাড়তি অ্যাডভান্টেজ। তবে, এখানে দিলীপ ঘোষকে বিজেপি প্রার্থী করলে ‘খেলা’টা জমে যেত। তৃণমূল লড়াইটা এত হালকা চালে নেওয়ার সাহস পেত না। 
নৈহাটি কেন্দ্রেও অর্জুন সিংকে প্রার্থী করার পক্ষে ছিল বিজেপির একাংশ। তাতেও লড়াই হাড্ডাহাড্ডি হতো, এমনটা বলা যায় না। কারণ লোকসভা ভোটে নৈহাটিতে তৃণমূলের পার্থ ভৌমিকের চেয়ে অর্জুনবাবু প্রায় সাড়ে ১৫ হাজার ভোট কম পেয়েছেন। অর্জুনকে প্রার্থী না করলেও নৈহাটি কেন্দ্র নজর কেড়েছে। সৌজন্যে সিপিএম। ডুবন্ত সিপিএম বাঁচার জন্য যাকে সামনে পাচ্ছে তাকেই আঁকড়ে ধরছে। এবার সঙ্গী নকশাল। তবে, এই ‘আচমকা জোট’ সিপিএমেরই অনেকে মানতে পারছেন না। এখানে কংগ্রেস প্রার্থী প্রত্যাশার চেয়ে বেশি ভোট পেলে বুঝতে হবে, সেলিম সাহেবদের বৃহত্তর বামঐক্য গড়ার ইচ্ছায় সায় নেই দলের নিচুতলার।
উত্তর ২৪ পরগনার হাড়োয়া কেন্দ্রের জয়-পরাজয় নিয়ে চর্চা অর্থহীন। লোকসভা নির্বাচনে বিজেপির ‘দেবী দুর্গা’র প্রতীক রেখা পাত্র হাড়োয়া বিধানসভা কেন্দ্রে পেয়েছিলেন ৩৪ হাজার ২৩৫টি ভোট। তৃণমূলের নুরুল ইসলাম পেয়েছিলেন ১ লক্ষ ৪৫ হাজার ৩৫৬টি ভোট। ব্যবধান প্রায় ১ লক্ষ ১১ হাজার। আর সিপিএমের নিরাপদ সর্দ্দার? সিপিএমের দাবি মোতাবেক, যিনি না থাকলে ‘সন্দেশখালি কাণ্ড’ মানুষ নাকি জানতেই পারত না, সেই নিরাপদবাবু পেয়েছেন ৭৪৭০ ভোট। সিপিএম বুঝেছে, আর জি কর নিয়ে সোশ্যাল মিডিয়ায় ফোলানো মিথ্যের ফানুসে আলপিন ফোটানোর জন্য হাড়োয়া একাই যথেষ্ট। সেইজন্যই কি সিপিএম দলীয় প্রার্থী না দিয়ে আইএসএফকে ‘হাড়িকাঠে’ চড়িয়ে দিল?
জুনিয়র ডাক্তারদের প্রতিবাদকে ‘গণআন্দোলনে’র পর্যায়ে নিয়ে যাওয়ার পিছনে সোশ্যাল মিডিয়ার অবদান অনস্বীকার্য। ব্যক্তিগত লালসার পরিণতিকে রাজনৈতিক স্বার্থে ‘প্রাতিষ্ঠানিক সন্ত্রাসে’র মোড়কে মোড়ার মরিয়া চেষ্টা হয়েছিল। নানা বিকৃত ও ভুয়ো তথ্যে ভরিয়ে দেওয়া হয়েছিল ফেসবুক পেজ। পরিকল্পিতভাবে ‘সূত্রের খবরে’র মোড়কে ছড়ানো হয়েছিল বিদ্বেষের বিষ। সেই বিষের ছোবলে ক্ষিপ্ত মানুষ শামিল হয়েছিল রাতদখল, ভোরদখল কর্মসূচিতে। একথা ঠিক, এমন আন্দোলন আগে দেখেনি বাংলা। তবে এমন পরিকল্পিত মিথ্যাচারও বাংলায় এই প্রথম। অনেকে মনে করেন, একমাত্র ১৪ আগস্টই হয়েছিল মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন। পরে বাম ও অতিবামেদের সৌজন্যে তা শাসক বিরোধী শহুরে মধ্যবিত্তের আন্দোলনে পরিণত হয়। কর্পোরেটের উস্কানিতে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে কালিমালিপ্ত করার সেই চক্রান্ত জারি আছে এখনও। সোশ্যাল মিডিয়ায় রক্তমাখা গ্লাভস ও অপারেশনের জংধরা ভাঙা কাঁচি সরকারি হাসপাতালের বলে চালানোর চেষ্টা, সেই প্রয়াসেরই অঙ্গ।
তাই এই উপ নির্বাচনে রাজ্যের শাসক দলকে শুধু বিরোধীদের সঙ্গে নয়, লড়তে হবে সোশ্যাল মিডিয়ার নেট নাগরিকদের বিরুদ্ধেও। এবারের লড়াইটা আক্ষরিক অর্থেই নেট নাগরিকের ভেকধারীদের মিথ্যে প্রচার ও আস্ফালনের সঙ্গে মানুষের বাস্তব উপলব্ধির। সোশ্যাল মিডিয়ার বিপ্লবীরা বাংলায় তিল তিল করে গড়ে তোলা মানুষের বিশ্বাসের প্রাসাদে আদৌ আঁচড় কাটতে পারল কি না, এবারের ভোটে হবে তারই অগ্নিপরীক্ষা।
09th  November, 2024
আমেরিকার ফলে ভারতের লাভ না ক্ষতি?
হিমাংশু সিংহ

একজনের বয়স ৭৪, অন্যজনের ৭৮। এই পূর্ণ বার্ধক্যেও দু’জনকেই তাঁদের নিজের দেশে আদ্যন্ত ‘ফ্যাসিস্ট’ বলে প্রতিনিয়ত আক্রমণ করেন বিরোধীরা। সেই ছুৎমার্গ থেকেই শিক্ষিত প্রগতিশীল বুদ্ধিজীবীরা দুই রাষ্ট্রপ্রধানের নাম শুনতে বিশেষ পছন্দ করেন না। বিশদ

পুরুষতন্ত্র নারী ক্ষমতায়নের বিরোধী
সমৃদ্ধ দত্ত

এই যে কয়েকশ বছর ধরে কোনও নারীকে বিশ্বের সবথেকে সম্পদশালী দেশ আমেরিকায় কিছুতেই রাষ্ট্রপ্রধান করা হল না, শুধু এটাই কি পুরুষতন্ত্রের উদাহরণ? অবশ্যই এর মধ্যে যতটা রাজনীতি আছে, ততটাই পুরুষতন্ত্রের আগ্রাসন আছে। বিশদ

08th  November, 2024
আমেরিকায় ট্রাম্পবাদের প্রত্যাবর্তন
মৃণালকান্তি দাস

ইজরায়েলি দার্শনিক ইউভাল নোয়া হারারি তাঁর ‘নেক্সাস: আ ব্রিফ হিস্ট্রি অব ইনফরমেশন নেটওয়ার্কস ফ্রম দ্য স্টোন এজ টু এআই’ বইটির ভূমিকায় লিখেছেন, ‘আমরা নিশ্চিতভাবে ধরে নিতে পারি না, যেসব সংবাদমাধ্যম বিভ্রান্তি ছড়ায়, তারা সব সময়ই ব্যর্থ হয়।’
বিশদ

07th  November, 2024
ভারতীয় ব্যবসার জন্য একটি নতুন ভাবনা
রাহুল গান্ধী

ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতকে চুপ করিয়ে দিয়েছিল। কোম্পানির ব্যবসায়িক দক্ষতা-মাহাত্ম্যে কেউ নির্বাক হয়ে যায়নি, বরং তারা ভারতবাসীর টুঁটি চেপে ধরেছিল। আমাদের দেশীয় মহারাজা ও নবাবদের সঙ্গে ব্যবস্থাক্রমে—ঘুষ এবং হুমকির মাধ্যমে এক শ্বাসরোধকারী পরিস্থিতি কায়েম করেছিল কোম্পানি। বিশদ

06th  November, 2024
ছাব্বিশের ইঙ্গিত দেবে এই উপ নির্বাচন
হারাধন চৌধুরী

বিজেপির আস্থা চমকেই। নরেন্দ্র মোদি যে অনবদ্য রাজনীতির আমদানি করেছেন, বঙ্গ বিজেপি আত্মস্থ করেছে সেটাই। জাতীয় রাজনীতিতে মোদির আবির্ভাব, উত্থান থেকে সরকার পরিচালনা এবং বিদেশ নীতি—সব মিলিয়ে এক চমকের সিরিজ উপহার পেয়েছে ভারত। বিশদ

06th  November, 2024
অথরিটি? মহারাষ্ট্র কিন্তু চাই মোদিজি
শান্তনু দত্তগুপ্ত

কপিল শর্মার সঙ্গে নীতীশ কুমারের মিল কোথায়? দু’জনেই ‘শোয়ের’ জন্য যে কোনও দিকে ঢলে পড়তে পারেন। বিশদ

05th  November, 2024
সাবধান, জোর ঝাঁকুনি অপেক্ষা করে আছে সামনে
পি চিদম্বরম

রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতি বিষয়ক বিবৃতি যার কারণে শিরোনাম দখল করে তা হল—‘পলিসি রেপো রেট’। রেপো রেট হল সেই সুদের হার যার ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাঙ্ক (আরবিআই) দেশের বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে টাকা ধার দেয়। বিশদ

04th  November, 2024
মার্কিন নির্বাচনেও কারচুপি, হিন্দুত্ব কার্ড!
হিমাংশু সিংহ

দুই বিপরীত গোলার্ধের গণতন্ত্রের দেশে এ যেন এক অদ্ভুত সমাপতন! বছরের শুরুতে পৃথিবীর বৃহত্তম জনসংখ্যার দেশে টানটান উত্তেজনার নির্বাচন। মোদিজি তৃতীয়বার ক্ষমতায় ফিরলেন বটে, কিন্তু প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে চারশো আসনের খোয়াব থামল মাত্র ২৪০-এ। বিশদ

03rd  November, 2024
যেখানে ধান্দা নেই সেখানে বিজেপিও নেই
তন্ময় মল্লিক

অপরাধীর সংখ্যা এক না একাধিক, তা নিয়ে বিতর্ক থাকলেও অভয়ার জাস্টিস পাওয়া নিয়ে দ্বিমত আগেও ছিল না, এখনও নেই। জুনিয়র ডাক্তারদের আন্দোলন আপাতত কমিটি গঠন ও স্বাস্থ্য ব্যবস্থার নিয়ন্ত্রক হওয়ার লড়াইয়ে সীমাবদ্ধ। বিশদ

02nd  November, 2024
সুপ্রিম কোর্ট এবং একটি আশ্চর্য অধ্যায়
সমৃদ্ধ দত্ত

১১ নভেম্বর বিচারপতি সঞ্জীব খান্না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে আসীন হবেন। ১০ নভেম্বর বর্তমান প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় অবসর নেবেন। আপাতভাবে অত্যন্ত স্বাভাবিক এবং রুটিন একটি প্রক্রিয়া। বিশদ

01st  November, 2024
শ্রীরামকৃষ্ণের কালী-দর্শন
মৃণালকান্তি দাস

‘আমার কালী-মা কোথায় গেলে গো’— শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পর শিশুর মতো কেঁদে উঠেছিলেন মা সারদামণি। কালী আর রামকৃষ্ণ তাঁর কাছে যে অভিন্ন। ইষ্ট আর ভক্ত এক। সন্তানের বশীভূত জননী। মায়ের সঙ্গে কখনও মান-অভিমানের পালা। কখনও বা নিঃশেষ আত্ম-সমর্পণের শান্ত মুহূর্ত।
বিশদ

31st  October, 2024
অজ্ঞানতার আঁধার পেরিয়ে আলোর উৎসব
সন্দীপন বিশ্বাস

সভ্যতার একেবারে আদিযুগ থেকে মানুষ ক্রমেই উত্তরণের পথে এগিয়ে যেতে চেয়েছে। এই উত্তরণ আসলে অন্ধকার থেকে আলোয় উৎসারণের প্রক্রিয়া। মানুষের কাছে আলো তাই একটা শক্তি, প্রতীক। জীবনে আলোর উদ্ভাস এনে সে অন্ধকারকে বা অশুভ শক্তিকে দূর করতে সচেষ্ট হয়েছে। বিশদ

30th  October, 2024
একনজরে
তিন মেয়ে ও দুই ছেলের মা ফের অন্তঃসত্ত্বা হয়েছিলেন। বড় মেয়ের বিয়ে হয়েছে আগেই। কিছুদিন আগে তিনিও অন্তঃসত্ত্বা হয়েছেন। এত বয়সে তিনি মা হলে সমাজ কী বলবে, তা ভেবে অবসাদে ভুগতে শুরু করেছিলেন মন্দিরবাজার থানার চাঁদপুর ধোপাহাটের বাসিন্দা কাজল কয়াল। ...

রাজ্যের শিক্ষাব্যবস্থা এবং কেন্দ্রীয় সংস্থাগুলির সঙ্গে সার্বিক সহযোগিতার প্রশংসা করলেন এনসিইআরটি-পরখের সিইও এবং প্রধান ইন্দ্রাণী ভাদুড়ি। শনিবার স্বভূমি রাজকুটীরে বণিকসভা সিআইআই আয়োজিত শিক্ষা সম্মেলন ‘এডুকেশন ইস্ট সামিট ২০২৪’-এ  উপস্থিত ছিলেন তিনি। ...

ফের ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় রক্তাক্ত পাকিস্তানের বালুচিস্তান প্রদেশ। শনিবারের সকালে জোরালো আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে ওঠে প্রাদেশিক রাজধানী কোয়েটার রেল স্টেশন চত্বর। ঘটনায় কমপক্ষে ২৭ জনের ...

বেলদা থানার নেকুড়সেনী স্টেশনে কয়লাবোঝাই একটি মালগাড়িতে আগুন ধরে যাওয়ায় আতঙ্ক ছড়াল। খড়্গপুর থেকে দমকলের একটি ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে, শনিবার দুপুরে খড়্গপুর থেকে ওড়িশার দিকে যাওয়ার সময় বেলদা স্টেশনের কাছে রেলকর্মীরা কয়লাবোঝাই মালগাড়ির একটি বগিতে ধোঁয়া ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

উকিল ও ডাক্তারদের কর্মব্যস্ততা বাড়বে। পত্নী/পতির স্বাস্থ্য আকস্মিক ভোগাতে পারে। মানসিক অস্থিরভাব। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৪৮৩ - জার্মান সন্ন্যাসী ও পুরোহিত প্রোটেস্ট্যান্ট সংস্কার নেতা মার্টিন লুথারের জন্ম
১৪৯৩ - ক্রিস্টোফার কলম্বাস দ্বিতীয় সমুদ্রযাত্রায় অ্যান্টিগুয়া আবিষ্কার করেন
১৬৫৯ - ইষ্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা, সুতানুটি ও গোবিন্দপুরের কর্তৃত্ব গ্রহণ করে
১৮২২ - বাংলা ভাষায় বিজ্ঞান গ্রন্থ রচনার পথিকৃৎ উইলিয়াম কেরির পুত্র ফেলিঙ্ কেরির মৃত্যু
১৮৪৮ - ভারতের জাতীয়তাবাদী রাজনীতিবিদ রাষ্ট্রগুরু স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্ম
১৮৮৮ - ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদের জন্ম
১৯০৭ -  অভিনেতা হরিধন মুখোপাধ্যায়ের জন্ম
১৯০৮ - বিপ্লবী কানাইলাল দত্তের ফাঁসি কার্যকর হয়
১৯১৮ - প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি
১৯৫৪ - কবি ও সাহিত্যিক জয় গোস্বামীর জন্ম
১৯৫৫ – চলচ্চিত্র ও টেলিভিশন পরিচালক রাজা সেনের জন্ম
১৯৬৭ – অভিনেতা আশুতোষ রানার জন্ম
১৯৮২ - পৃথিবীতে ১৯১০ সালের পর আবার হ্যালির ধূমকেতু দেখা গেল
১৯৯১ - আন্তর্জাতিক ক্রিকেট থেকে একুশে বছরের নির্বাসন শেষে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দল আবার আন্তর্জাতিক খেলায় অংশ নেয় কলকাতার ইডেনে ভারতের বিরুদ্ধে
২০০৯ – অভিনেত্রী তথা ফ্যাশন ডিজাইনার সিম্পল কাপাডিয়ার মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.৫৩ টাকা ৮৫.২৭ টাকা
পাউন্ড ১০৭.৬২ টাকা ১১১.৪০ টাকা
ইউরো ৮৯.৩৬ টাকা ৯২.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
09th  November, 2024
পাকা সোনা (১০ গ্রাম) ৭৭,৬০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৮,০০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭৪,১৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯১,৬০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯১,৭০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৩ কার্তিক, ১৪৩১, শনিবার, ৯ নভেম্বর ২০২৪। অষ্টমী ৪২/২৩ রাত্রি ১০/৪৬। শ্রবণা নক্ষত্র ১৪/৫৮ দিবা ১১/৪৮। সূর্যোদয় ৫/৪৯/২৭, সূর্যাস্ত ৪/৫১/৩২। অমৃতযোগ প্রাতঃ ৬/৩৪ মধ্যে পুনঃ ৭/১৮ গতে ৯/৩০ মধ্যে পুনঃ ১১/৪২ গতে ২/৩৮ মধ্যে পুনঃ ৩/২২ গতে অস্তাবধি। রাত্রি ১২/৩৯ গতে ২/২২ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ২/২২ গতে ৩/১৪ মধ্যে। বারবেলা ৭/১২ মধ্যে পুনঃ ১২/৪৩ গতে ২/৬ মধ্যে পুনঃ ৩/২৯ গতে অস্তাবধি। কালরাত্রি ৬/২৯ মধ্যে পুনঃ ৪/১২ গতে উদয়াবধি। 
২৩ কার্তিক, ১৪৩১, শনিবার, ৯ নভেম্বর ২০২৪। অষ্টমী রাত্রি ৬/২২। শ্রবণা নক্ষত্র দিবা ৮/৪৪। সূর্যোদয় ৫/৫০, সূর্যাস্ত ৪/৫২। অমৃতযোগ দিবা ৬/৪৮ মধ্যে ও ৭/৩১ গতে ৯/৩৯ মধ্যে ও ১১/৪৮ গতে ২/৩৯ মধ্যে ও ৩/২১ গতে ৪/৫২ মধ্যে এবং রাত্রি ১২/৪৬ গতে ২/৩৩ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ২/৩৩ গতে ৩/২৬ মধ্যে। কালবেলা ৭/১৩ মধ্যে ও ১২/৪৪ গতে ২/৭ মধ্যে ও ৩/৩০ গতে ৪/৫২ মধ্যে। কালরাত্রি ৬/৩০ মধ্যে ও ৪/১৩ গতে ৫/৫১ মধ্যে। 
৬ জমাদিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
দ্বিতীয় টি২০: ভারতকে ৩ উইকেটে হারাল দঃ আফ্রিকা

11:12:00 PM

নয়ডায় ইলেকট্রিক টাওয়ারের উপর উঠে নাচ এক ব্যক্তির, চক্ষু চড়কগাছ পুলিসের
রবিবার দুপুরে নয়ডা সেক্টর ৭৬-এ তাজ্জব কাণ্ড। একটি ইলেকট্রিক টাওয়ারের ...বিশদ

10:57:46 PM

ভুয়ো বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগে কলকাতা বিমান বন্দর থেকে আটক ১

10:57:00 PM

দ্বিতীয় টি২০: ৭ রানে আউট আন্দিলে, দঃ আফ্রিকা ৮৬/৭ (১৫.৪ ওভার), টার্গেট - ১২৫

10:53:00 PM

দ্বিতীয় টি২০: ০ রানে আউট মিলার, দঃ আফ্রিকা ৬৬/৬ (১২.২ ওভার), টার্গেট - ১২৫

10:33:00 PM

দ্বিতীয় টি২০: ২ রানে আউট ক্লাসেন, দঃ আফ্রিকা ৬৬/৫ (১২.১ ওভার), টার্গেট - ১২৫

10:31:00 PM