Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

সাবধান, জোর ঝাঁকুনি অপেক্ষা করে আছে সামনে
পি চিদম্বরম

রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতি বিষয়ক বিবৃতি যার কারণে শিরোনাম দখল করে তা হল—‘পলিসি রেপো রেট’। রেপো রেট হল সেই সুদের হার যার ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাঙ্ক (আরবিআই) দেশের বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে টাকা ধার দেয়। আরবিআই তাদের অর্থ ধার দেয় সিকিউরিটিজের বিনিময়ে, যেগুলি পরবর্তী কোনও একসময়ে পুনরায় কিনে নেওয়ার প্রতিশ্রুতি দেয় কেন্দ্রীয় ব্যাঙ্ক। রেপো রেট কমলে খুশি হন ঋণগ্রহীতারা। কারণ ব্যাঙ্কগুলি কম সুদের হারে ঋণ নিতে পারলে তারা কম সুদের হারে ঋণ দিতেও পারে। অন্যদিকে, রেপো রেট বাড়ানো হলে খুশি হন মুদ্রাস্ফীতি পর্যবেক্ষকরা। কারণ উচ্চ রেপো রেটকে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের হাতিয়ার বলে মনে করা হয়। আর অপরিবর্তিত রেপো রেট সংশ্লিষ্ট সব পক্ষকেই ফেলে দেয় জল্পনার মধ্যে।  
 গভর্নর এবং রেপো রেট
২০২০ সালের ২৭ মার্চ রেপো রেট ৫.০ শতাংশ থেকে কমিয়ে ৪.০ শতাংশ করা হয়। এটি ছিল রেপো রেটের একটি বড় রকমের হ্রাস এবং ন্যায্য পদক্ষেপ। কেননা, কোভিড-আক্রান্ত অর্থনীতি তখন মন্দার বিরুদ্ধে লড়ছিল। ৪.০ শতাংশের রেপো রেট স্থায়ী ছিল টানা ২৬ মাস। কোভিডের দাপট কমার পর অর্থনীতি পুনরুজ্জীবনের লক্ষণ ফিরে পায়। অতঃপর ২০২২ সালের মে মাসে রেপো রেট এক ধাক্কায় বাড়িয়ে ৪.৪০ শতাংশ করা হয়। পরিষ্কার যে মুদ্রাস্ফীতির প্রভাবকে বাগে আনতেই তা করা হয়েছিল। রেপো রেট ক্রমাগত বাড়তে বাড়তে ২০২৩ সালের ফেব্রুয়ারির মধ্যে ৬.৫০ শতাংশে উঠে যায়। এটি ২০ মাস যাবৎ ওখানেই রয়েছে। আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস ২০২২ সালের মে মাস থেকে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে লড়াই করে চলেছেন। সেখানে অপরিবর্তিত রেপো রেট এটাই বুঝিয়ে দেয় যে, রিজার্ভ ব্যাঙ্ক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে এখনও সফল হয়নি।
 কোনও আরবিআই গভর্নর সব পক্ষকে খুশি করতে পারেন না। গভর্নরের এই বোঝা ভাগ করে নেওয়ার জন্য ইউপিএ সরকার অবশ্য একটি আর্থিক নীতি কমিটি (এমপিসি) গঠন করেছিল। তবে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব এখনও গভর্নরেরই কাঁধে। গভর্নরকে বৃদ্ধি ও মুদ্রাস্ফীতির মধ্যে ভারসাম্য আনতে হবে এবং নিতে হবে সময়োচিত সিদ্ধান্ত। 
 মুদ্রাস্ফীতি ৪ শতাংশের লক্ষ্যমাত্রার পথে এখনও নেই। বিষয়গুলিকে জটিল করে তোলে খাদ্য এবং জ্বালানির দাম। সুদের হার পরিবর্তনে এই দুটি জিনিস সাড়া দেয় না। ২০২৪ সালের সেপ্টেম্বরে টোম্যাটো (৪২.৪ শতাংশ), পেঁয়াজ (৬৬.২ শতাংশ) এবং আলুর (৬৫.৩ শতাংশ) দাম গত বছরের একই সময়ের তুলনায় অনেকখানি বেড়ে গিয়েছে। বৃদ্ধির হারটি পণ্যের ডান পাশের বন্ধনীতে দেওয়া হল। রেপো রেট অপরিবর্তিত রাখাই যুক্তিযুক্ত হয়েছে বলে সওয়াল করেছেন আরবিআই গভর্নর। তবে পাল্টা যুক্তি এটাই যে, উচ্চ রেপো রেট অর্থনীতির বৃদ্ধির হার কমাবার প্রবণতা গড়ে দেয়। 
 বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি
বৃদ্ধি ও মুদ্রাস্ফীতি হল আরবিআই ও সরকারের উদ্বেগের দুটি প্রাথমিক বিষয়। চলতি বছরের জন্য প্রত্যাশিত বৃদ্ধির হার (প্রজেক্টেড গ্রোথ রেট) ৭.৫ শতাংশ জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শক্তিকান্ত দাস। একইসঙ্গে তাঁর অনুমান, মুদ্রাস্ফীতিও হবে ৪.৫ শতাংশ। মুদ্রাস্ফীতি এখনও সেই পর্যায়ে পৌঁছয়নি, বরং গত সেপ্টেম্বরে মুদ্রাস্ফীতির হার ছিল ৫.৪৯ শতাংশ, যা বেশ বেশি। সর্বভারতীয় ক্ষেত্রে খাদ্য মূল্য সূচক (কনজিউমার ফুড প্রাইস ইনডেক্স) ৯.২৪ শতাংশে পৌঁছেছে।
গত মাসে (অক্টোবরে) প্রকাশিত রিজার্ভ ব্যাঙ্কের মানিটারি পলিসি রিপোর্টের দুটি বিষয়ে আরও কিছু বলার আছে। রিপোর্টে সরকারি পরিসংখ্যানের ভিত্তিতে ‘আউটলুক ফর গ্রোথ’ শিরোনাম অধ্যায়ে বলা হয়েছে যে, ‘অনিশ্চিত বৈশ্বিক অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি, দীর্ঘস্থায়ী ভূ-রাজনৈতিক দ্বন্দ্ব, সাপ্লাই চেইনের উপর বেড়ে চলা চাপ এবং বিশ্ব অর্থনীতির অস্থিরতা, পরিস্থিতিকে বিরূপ করে তুলেছে।’ রিপোর্টে অন্যান্য কারণগুলিকেও চিহ্নিত করা হয়েছে। যেমন ‘ভূ-অর্থনৈতিক বিভাজন, বিশ্বজুড়ে চাহিদার পতন এবং ঘন ঘন আবহাওয়ার উপর জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব।’ আরবিআই রিপোর্টের ‘আউটলুক ফর ইনফ্লেশন’ অধ্যায়ে ঝুঁকিগুলিকে এইভাবে চিহ্নিত করা হয়েছে—‘বিশ্বব্যাপী সরবরাহের চাপ বৃদ্ধি, প্রতিকূল আবহাওয়া থেকে নানা বিপদ, বৃষ্টিপাতের অসম বণ্টন, দীর্ঘায়িত ভূ-রাজনৈতিক সংঘাত এবং ফলস্বরূপ সাপ্লাই চেইনে বিঘ্ন ঘটা, খাদ্য ও ধাতব দ্রব্যের দামবৃদ্ধি, অপরিশোধিত তেলের দামের অস্থিরতা এবং প্রতিকূল আবহাওয়ার ঘটনাবলি।’ তারা ওইসঙ্গে দশটি পর্যন্ত পৃথক অপ্রত্যাশিত ঝুঁকির কথাও যোগ করেছে।
 সোজা ঝাপটা
অর্থমন্ত্রকের মাসিক অর্থনৈতিক পর্যালোচনাতে একটি স্পষ্ট মূল্যায়ন রয়েছে। এটি ভারতীয় অর্থনীতির পারফরম্যান্সকে ‘সন্তোষজনক’ হিসেবে বর্ণনা করেও এই বলে সতর্ক করে দিয়েছে যে, ‘প্রাথমিক চাহিদার শর্তগুলির উপর নজর থাকছে। তদুপরি, ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক দ্বন্দ্ব, অর্থনৈতিক বিভাজনের গভীরতা বৃদ্ধি এবং অর্থের বাজারকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো—এসব থেকে কিছু উন্নত অর্থনীতিতে বৃদ্ধির সামনে ঝুঁকি উপস্থিত হয়।’
 এনসিএইআর-এর মাসিক অর্থনৈতিক পর্যালোচনা ভারসাম্যপূর্ণ। উজ্জ্বল দিকগুলি চিহ্নিত করার পর ওই রিভিউতে খারাপ দিকগুলির প্রতিও অঙ্গুলি নির্দেশ করা হয়েছে: ব্যাঙ্কঋণে লাগাম;  ব্যক্তিগত ঋণ, পরিষেবা, কৃষি ও শিল্প ক্ষেত্রে মন্দা;  ভারতীয় মুদ্রার অবমূল্যায়ন;  এবং বিদেশি লগ্নি (ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট বা এফপিআই) আসা কমে যাওয়া।
আমার দৃষ্টিতে, পক্ষীর দর্শন আর কীটের দর্শন একেবারে এক নয়, ভীষণই আলাদা। ম্যাক্রো-ইকনমি বা সামষ্টিক-অর্থনীতির দৃষ্টিভঙ্গির জন্য প্রথমোক্তটি গুরুত্বপূর্ণ। অন্যদিকে, দ্বিতীয়টি সাধারণ মানুষের সমস্যার সুরাহা এবং জীবনমানের উন্নয়নকে প্রতিফলিত করে। জনগণের উদ্বেগের বিষয়গুলি হল—বেকারত্ব, উচ্চ মুদ্রাস্ফীতি, অনড় নিম্নহারের মজুরি, ধনী ও দরিদ্রের মধ্যে বেড়ে চলা বৈষম্য, অতিরিক্ত নিয়ন্ত্রণ ও জিএসটি এবং কঠোর জিএসটি প্রশাসন, নিম্নমানের শিক্ষা, মানুষের নাগালের বাইরে চিকিৎসা পরিষেবার দাম, হৃদয়হীন আমলাতন্ত্র এবং সেই সরকারি ব্যয়নীতি যা ধনীর স্বার্থরক্ষা করে এবং দুয়ে নেয় গরিবকে। 
উপর্যুক্ত বিষয়গুলির পাশাপাশি, আরও কিছু জিনিস থেকে খারাপ পরিস্থিতির সৃষ্টি হতে পারে: মধ্য-প্রাচ্যের নৃশংস যুদ্ধের ভিতরে জড়িয়ে পড়তে পারে আরও একাধিক দেশ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ন্যাটো দেশগুলির জড়িয়ে পড়ার আশঙ্কা। মণিপুরে প্রাদুর্ভাব ঘটতে পারে আর একটি অশান্তি। চমক দিতে পারে মহারাষ্ট্র নির্বাচন। চীন-তাইওয়ান কিংবা দক্ষিণ কোরিয়া-উত্তর কোরিয়া উত্তপ্ত ক্ষেত্র হয়ে উঠতে পারে। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন ডোনাল্ড ট্রাম্প। তাই, দয়া করে আপনার সিটবেল্ট বেঁধে রাখুন, সামনে জোর ঝাঁকুনি অপেক্ষা করে আছে কিন্তু।
লেখক সাংসদ ও ভারতের প্রাক্তন অর্থমন্ত্রী। মতামত ব্যক্তিগত
04th  November, 2024
আমেরিকার ফলে ভারতের লাভ না ক্ষতি?
হিমাংশু সিংহ

একজনের বয়স ৭৪, অন্যজনের ৭৮। এই পূর্ণ বার্ধক্যেও দু’জনকেই তাঁদের নিজের দেশে আদ্যন্ত ‘ফ্যাসিস্ট’ বলে প্রতিনিয়ত আক্রমণ করেন বিরোধীরা। সেই ছুৎমার্গ থেকেই শিক্ষিত প্রগতিশীল বুদ্ধিজীবীরা দুই রাষ্ট্রপ্রধানের নাম শুনতে বিশেষ পছন্দ করেন না। বিশদ

এই লড়াই অপপ্রচারের সঙ্গে মানুষের বিশ্বাসের
তন্ময় মল্লিক

আর জি কর ইস্যুতে বিজেপির অবস্থা অনেকটা ‘বেল পাকলে কাকের কী!’ জাস্টিসের দাবিতে লাগাতার আন্দোলন হয়েছে, মানুষও হয়েছে আলোড়িত। কিন্তু তার সুবিধে বিরোধীরা ভোটে পাবে কি না, এই উপ নির্বাচনে হবে তার পরীক্ষা। বিশদ

09th  November, 2024
পুরুষতন্ত্র নারী ক্ষমতায়নের বিরোধী
সমৃদ্ধ দত্ত

এই যে কয়েকশ বছর ধরে কোনও নারীকে বিশ্বের সবথেকে সম্পদশালী দেশ আমেরিকায় কিছুতেই রাষ্ট্রপ্রধান করা হল না, শুধু এটাই কি পুরুষতন্ত্রের উদাহরণ? অবশ্যই এর মধ্যে যতটা রাজনীতি আছে, ততটাই পুরুষতন্ত্রের আগ্রাসন আছে। বিশদ

08th  November, 2024
আমেরিকায় ট্রাম্পবাদের প্রত্যাবর্তন
মৃণালকান্তি দাস

ইজরায়েলি দার্শনিক ইউভাল নোয়া হারারি তাঁর ‘নেক্সাস: আ ব্রিফ হিস্ট্রি অব ইনফরমেশন নেটওয়ার্কস ফ্রম দ্য স্টোন এজ টু এআই’ বইটির ভূমিকায় লিখেছেন, ‘আমরা নিশ্চিতভাবে ধরে নিতে পারি না, যেসব সংবাদমাধ্যম বিভ্রান্তি ছড়ায়, তারা সব সময়ই ব্যর্থ হয়।’
বিশদ

07th  November, 2024
ভারতীয় ব্যবসার জন্য একটি নতুন ভাবনা
রাহুল গান্ধী

ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতকে চুপ করিয়ে দিয়েছিল। কোম্পানির ব্যবসায়িক দক্ষতা-মাহাত্ম্যে কেউ নির্বাক হয়ে যায়নি, বরং তারা ভারতবাসীর টুঁটি চেপে ধরেছিল। আমাদের দেশীয় মহারাজা ও নবাবদের সঙ্গে ব্যবস্থাক্রমে—ঘুষ এবং হুমকির মাধ্যমে এক শ্বাসরোধকারী পরিস্থিতি কায়েম করেছিল কোম্পানি। বিশদ

06th  November, 2024
ছাব্বিশের ইঙ্গিত দেবে এই উপ নির্বাচন
হারাধন চৌধুরী

বিজেপির আস্থা চমকেই। নরেন্দ্র মোদি যে অনবদ্য রাজনীতির আমদানি করেছেন, বঙ্গ বিজেপি আত্মস্থ করেছে সেটাই। জাতীয় রাজনীতিতে মোদির আবির্ভাব, উত্থান থেকে সরকার পরিচালনা এবং বিদেশ নীতি—সব মিলিয়ে এক চমকের সিরিজ উপহার পেয়েছে ভারত। বিশদ

06th  November, 2024
অথরিটি? মহারাষ্ট্র কিন্তু চাই মোদিজি
শান্তনু দত্তগুপ্ত

কপিল শর্মার সঙ্গে নীতীশ কুমারের মিল কোথায়? দু’জনেই ‘শোয়ের’ জন্য যে কোনও দিকে ঢলে পড়তে পারেন। বিশদ

05th  November, 2024
মার্কিন নির্বাচনেও কারচুপি, হিন্দুত্ব কার্ড!
হিমাংশু সিংহ

দুই বিপরীত গোলার্ধের গণতন্ত্রের দেশে এ যেন এক অদ্ভুত সমাপতন! বছরের শুরুতে পৃথিবীর বৃহত্তম জনসংখ্যার দেশে টানটান উত্তেজনার নির্বাচন। মোদিজি তৃতীয়বার ক্ষমতায় ফিরলেন বটে, কিন্তু প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে চারশো আসনের খোয়াব থামল মাত্র ২৪০-এ। বিশদ

03rd  November, 2024
যেখানে ধান্দা নেই সেখানে বিজেপিও নেই
তন্ময় মল্লিক

অপরাধীর সংখ্যা এক না একাধিক, তা নিয়ে বিতর্ক থাকলেও অভয়ার জাস্টিস পাওয়া নিয়ে দ্বিমত আগেও ছিল না, এখনও নেই। জুনিয়র ডাক্তারদের আন্দোলন আপাতত কমিটি গঠন ও স্বাস্থ্য ব্যবস্থার নিয়ন্ত্রক হওয়ার লড়াইয়ে সীমাবদ্ধ। বিশদ

02nd  November, 2024
সুপ্রিম কোর্ট এবং একটি আশ্চর্য অধ্যায়
সমৃদ্ধ দত্ত

১১ নভেম্বর বিচারপতি সঞ্জীব খান্না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে আসীন হবেন। ১০ নভেম্বর বর্তমান প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় অবসর নেবেন। আপাতভাবে অত্যন্ত স্বাভাবিক এবং রুটিন একটি প্রক্রিয়া। বিশদ

01st  November, 2024
শ্রীরামকৃষ্ণের কালী-দর্শন
মৃণালকান্তি দাস

‘আমার কালী-মা কোথায় গেলে গো’— শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পর শিশুর মতো কেঁদে উঠেছিলেন মা সারদামণি। কালী আর রামকৃষ্ণ তাঁর কাছে যে অভিন্ন। ইষ্ট আর ভক্ত এক। সন্তানের বশীভূত জননী। মায়ের সঙ্গে কখনও মান-অভিমানের পালা। কখনও বা নিঃশেষ আত্ম-সমর্পণের শান্ত মুহূর্ত।
বিশদ

31st  October, 2024
অজ্ঞানতার আঁধার পেরিয়ে আলোর উৎসব
সন্দীপন বিশ্বাস

সভ্যতার একেবারে আদিযুগ থেকে মানুষ ক্রমেই উত্তরণের পথে এগিয়ে যেতে চেয়েছে। এই উত্তরণ আসলে অন্ধকার থেকে আলোয় উৎসারণের প্রক্রিয়া। মানুষের কাছে আলো তাই একটা শক্তি, প্রতীক। জীবনে আলোর উদ্ভাস এনে সে অন্ধকারকে বা অশুভ শক্তিকে দূর করতে সচেষ্ট হয়েছে। বিশদ

30th  October, 2024
একনজরে
জেলা তৃণমূল সভাপতি পদে বদল হতে পারে। তেমন সম্ভাবনার অআঁচ করে শক্তি বাড়াতে চেষ্টা করছে বিপ্লব মিত্রের বিরোধী গোষ্ঠী। জেলার রাজনীতিতে ‘ত্রিশক্তি’ বলে পরিচিত মৃণাল সরকার, গৌতম দাস ও অম্বরীশ সরকারকে দুর্গাপুজোর সময় থেকেই বিভিন্ন মঞ্চে একছাতার তলায় দেখা যাচ্ছে। ...

বেলদা থানার নেকুড়সেনী স্টেশনে কয়লাবোঝাই একটি মালগাড়িতে আগুন ধরে যাওয়ায় আতঙ্ক ছড়াল। খড়্গপুর থেকে দমকলের একটি ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে, শনিবার দুপুরে খড়্গপুর থেকে ওড়িশার দিকে যাওয়ার সময় বেলদা স্টেশনের কাছে রেলকর্মীরা কয়লাবোঝাই মালগাড়ির একটি বগিতে ধোঁয়া ...

রাজ্যের শিক্ষাব্যবস্থা এবং কেন্দ্রীয় সংস্থাগুলির সঙ্গে সার্বিক সহযোগিতার প্রশংসা করলেন এনসিইআরটি-পরখের সিইও এবং প্রধান ইন্দ্রাণী ভাদুড়ি। শনিবার স্বভূমি রাজকুটীরে বণিকসভা সিআইআই আয়োজিত শিক্ষা সম্মেলন ‘এডুকেশন ইস্ট সামিট ২০২৪’-এ  উপস্থিত ছিলেন তিনি। ...

শেষ বাঁশি বাজতেই ইস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁর চোখেমুখে স্বস্তি। সঙ্গে সঙ্গে মাঠে দৌড়ে গিয়ে ফুটবলারদের জড়িয়ে ধরলেন তিনি। তারপর নিজেদের মধ্যে বৃত্ত তৈরি করে ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

উকিল ও ডাক্তারদের কর্মব্যস্ততা বাড়বে। পত্নী/পতির স্বাস্থ্য আকস্মিক ভোগাতে পারে। মানসিক অস্থিরভাব। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৪৮৩ - জার্মান সন্ন্যাসী ও পুরোহিত প্রোটেস্ট্যান্ট সংস্কার নেতা মার্টিন লুথারের জন্ম
১৪৯৩ - ক্রিস্টোফার কলম্বাস দ্বিতীয় সমুদ্রযাত্রায় অ্যান্টিগুয়া আবিষ্কার করেন
১৬৫৯ - ইষ্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা, সুতানুটি ও গোবিন্দপুরের কর্তৃত্ব গ্রহণ করে
১৮২২ - বাংলা ভাষায় বিজ্ঞান গ্রন্থ রচনার পথিকৃৎ উইলিয়াম কেরির পুত্র ফেলিঙ্ কেরির মৃত্যু
১৮৪৮ - ভারতের জাতীয়তাবাদী রাজনীতিবিদ রাষ্ট্রগুরু স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্ম
১৮৮৮ - ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদের জন্ম
১৯০৭ -  অভিনেতা হরিধন মুখোপাধ্যায়ের জন্ম
১৯০৮ - বিপ্লবী কানাইলাল দত্তের ফাঁসি কার্যকর হয়
১৯১৮ - প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি
১৯৫৪ - কবি ও সাহিত্যিক জয় গোস্বামীর জন্ম
১৯৫৫ – চলচ্চিত্র ও টেলিভিশন পরিচালক রাজা সেনের জন্ম
১৯৬৭ – অভিনেতা আশুতোষ রানার জন্ম
১৯৮২ - পৃথিবীতে ১৯১০ সালের পর আবার হ্যালির ধূমকেতু দেখা গেল
১৯৯১ - আন্তর্জাতিক ক্রিকেট থেকে একুশে বছরের নির্বাসন শেষে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দল আবার আন্তর্জাতিক খেলায় অংশ নেয় কলকাতার ইডেনে ভারতের বিরুদ্ধে
২০০৯ – অভিনেত্রী তথা ফ্যাশন ডিজাইনার সিম্পল কাপাডিয়ার মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.৫৩ টাকা ৮৫.২৭ টাকা
পাউন্ড ১০৭.৬২ টাকা ১১১.৪০ টাকা
ইউরো ৮৯.৩৬ টাকা ৯২.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
09th  November, 2024
পাকা সোনা (১০ গ্রাম) ৭৭,৬০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৮,০০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭৪,১৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯১,৬০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯১,৭০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৩ কার্তিক, ১৪৩১, শনিবার, ৯ নভেম্বর ২০২৪। অষ্টমী ৪২/২৩ রাত্রি ১০/৪৬। শ্রবণা নক্ষত্র ১৪/৫৮ দিবা ১১/৪৮। সূর্যোদয় ৫/৪৯/২৭, সূর্যাস্ত ৪/৫১/৩২। অমৃতযোগ প্রাতঃ ৬/৩৪ মধ্যে পুনঃ ৭/১৮ গতে ৯/৩০ মধ্যে পুনঃ ১১/৪২ গতে ২/৩৮ মধ্যে পুনঃ ৩/২২ গতে অস্তাবধি। রাত্রি ১২/৩৯ গতে ২/২২ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ২/২২ গতে ৩/১৪ মধ্যে। বারবেলা ৭/১২ মধ্যে পুনঃ ১২/৪৩ গতে ২/৬ মধ্যে পুনঃ ৩/২৯ গতে অস্তাবধি। কালরাত্রি ৬/২৯ মধ্যে পুনঃ ৪/১২ গতে উদয়াবধি। 
২৩ কার্তিক, ১৪৩১, শনিবার, ৯ নভেম্বর ২০২৪। অষ্টমী রাত্রি ৬/২২। শ্রবণা নক্ষত্র দিবা ৮/৪৪। সূর্যোদয় ৫/৫০, সূর্যাস্ত ৪/৫২। অমৃতযোগ দিবা ৬/৪৮ মধ্যে ও ৭/৩১ গতে ৯/৩৯ মধ্যে ও ১১/৪৮ গতে ২/৩৯ মধ্যে ও ৩/২১ গতে ৪/৫২ মধ্যে এবং রাত্রি ১২/৪৬ গতে ২/৩৩ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ২/৩৩ গতে ৩/২৬ মধ্যে। কালবেলা ৭/১৩ মধ্যে ও ১২/৪৪ গতে ২/৭ মধ্যে ও ৩/৩০ গতে ৪/৫২ মধ্যে। কালরাত্রি ৬/৩০ মধ্যে ও ৪/১৩ গতে ৫/৫১ মধ্যে। 
৬ জমাদিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
দ্বিতীয় টি২০: ভারতকে ৩ উইকেটে হারাল দঃ আফ্রিকা

11:12:00 PM

নয়ডায় ইলেকট্রিক টাওয়ারের উপর উঠে নাচ এক ব্যক্তির, চক্ষু চড়কগাছ পুলিসের
রবিবার দুপুরে নয়ডা সেক্টর ৭৬-এ তাজ্জব কাণ্ড। একটি ইলেকট্রিক টাওয়ারের ...বিশদ

10:57:46 PM

ভুয়ো বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগে কলকাতা বিমান বন্দর থেকে আটক ১

10:57:00 PM

দ্বিতীয় টি২০: ৭ রানে আউট আন্দিলে, দঃ আফ্রিকা ৮৬/৭ (১৫.৪ ওভার), টার্গেট - ১২৫

10:53:00 PM

দ্বিতীয় টি২০: ০ রানে আউট মিলার, দঃ আফ্রিকা ৬৬/৬ (১২.২ ওভার), টার্গেট - ১২৫

10:33:00 PM

দ্বিতীয় টি২০: ২ রানে আউট ক্লাসেন, দঃ আফ্রিকা ৬৬/৫ (১২.১ ওভার), টার্গেট - ১২৫

10:31:00 PM