উকিল ও ডাক্তারদের কর্মব্যস্ততা বাড়বে। পত্নী/পতির স্বাস্থ্য আকস্মিক ভোগাতে পারে। মানসিক অস্থিরভাব। ... বিশদ
এদিন সকাল ন’টা নাগাদ স্টেশনের একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস। ট্রেনে ওঠার জন্য তখন যাত্রীদের ব্যস্ততা তুঙ্গে। এরইমধ্যে বিস্ফোরণের প্রচণ্ড আওয়াজে কেঁপে ওঠে প্লাটফর্ম। বিস্ফোরণের তীব্রতায় ক্ষতিগ্রস্ত হয় প্ল্যাটফর্মের ছাদ। আতঙ্কে আর্তচিৎকার শুরু করেন লোকজন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন পুলিস ও উদ্ধারকারী দলের সদস্যরা। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলেই অনেকের মৃত্যু হয়।
কয়েক বছর ধরে বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গিদের হামলার সাক্ষী থেকেছে বালুচিস্তান ও খাইবার পাখতুনওয়া প্রদেশ। গত সপ্তাহে বালুচিস্তানের মাস্তুং জেলায় মেয়েদের স্কুল ও হাসাপাতালের কাছে ঘটানো বিস্ফোরণে আটজনের মৃত্যু হয়। সরকারি হিসেব বলছে চলতি বছরে বিভিন্ন হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৫৩৪ জনের মৃত্যু হয়েছে। যা আগের বছরের তুলনায় বেশি। বালোচ লিবারেশন আর্মির অভিযোগ, প্রশাসন আঞ্চলিক সম্পদ ব্যবহার করছে। অথচ প্রদেশের উন্নয়ন নিয়ে কোনও ভাবনা চিন্তা করছে না। যাবতীয় অভিযোগ অবশ্য অস্বীকার করেছে পাক সরকার। প্রশাসনের দাবি, বেশ কিছু বিদেশি শক্তি বিচ্ছিন্নতাবাদীদের উস্কানি দিচ্ছে। তার জেরেই এই হামলা।