উকিল ও ডাক্তারদের কর্মব্যস্ততা বাড়বে। পত্নী/পতির স্বাস্থ্য আকস্মিক ভোগাতে পারে। মানসিক অস্থিরভাব। ... বিশদ
সূত্রের খবর, ঝাড়খণ্ডে বেআইনি মদ বিক্রি ও অবৈধ খাদান নিয়ে সম্প্রতি ইডি ও সিবিআই তদন্ত শুরু করেছে। সেই তদন্তের সূত্র ধরেই এদিন আয়কর দপ্তর তল্লাশি চালায়। ইন্ডিয়া শিবিরের বক্তব্য, বিরোধী শাসিত রাজ্যে ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সিগুলির তৎপরতা নতুন কিছু নয়। বিজেপি এভাবেই রাজনৈতিক স্বার্থে ইডি, সিবিআই ও আয়করের মতো এজেন্সিগুলির অপব্যবহার করে। কংগ্রেস নেতা রাকেশ সিনহা বলেছেন, বিজেপি এভাবে বিরোধী নেতাদের উপর চাপ তৈরি করতে চায়। ওদের উদ্দেশ্য সফল হবে না। এর আগে জমি দুর্নীতি মামলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করেছিল ইডি। পরে তাঁকে জামিন দেয় হাইকোর্ট।
যদিও এদিনের আয়কর অভিযানের সঙ্গে ভোটের যোগসূত্র মানতে নারাজ বিজেপি। দলের মুখপাত্র প্রতুল শাহদেও বলেন, ‘আমি বুঝতে পারিছ না কেন রাজ্যের শাসক জোট এই তল্লাশির সঙ্গে নির্বাচনকে জুড়তে চাইছে। আয়কর দপ্তর সরকারিভাবে কী বলছে, তার জন্য ওদের অপেক্ষা করা উচিত।