Bartaman Patrika
সম্পাদকীয়
 

কেন্দ্রের পঙ্গু অর্থনীতি

ছবিটা শরতের আকাশের মতোই ঝকঝকে পরিষ্কার। গত আগস্ট মাসেই দেশে বেকারের সংখ্যা পৌঁছেছে ৩ কোটি ৬০ লক্ষে। দেশের প্রতি দশ জন স্নাতক বা তার বেশি শিক্ষিত ছেলেমেয়ের মধ্যে ছ’জনই বেকার। বেকারত্বের সংখ্যা অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যার দেড় গুণ। মোদি জমানায় ‘উন্নত’ ভারতের এই পরিস্থিতি। তবে এতেও শাসক কুম্ভকর্মের ঘুম ভাঙছে না। বরং তাদের বাজনদাররা সাফল্যের ঢাক পিটিয়েই চলেছে! সরকারি পরিসংখ্যানের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠছে। ফলে এক্ষেত্রে ভারতের ভাবমূর্তিটিও ম্লান হতে বসেছে। বারবার ঋণ সর্বস্ব প্যাকেজ ঘোষণা করেও অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অর্থনীতির বেহাল পরিস্থিতি ঢাকতে ব্যর্থ হয়েছেন। তথ্য বলছে, চলতি অর্থবর্ষের এপ্রিল-জুন মাসের প্রথম ত্রৈমাসিকে তার আগের বছরের ঠিক ওই সময়ের তুলনায় দেশে নতুন বিনিয়োগের পরিমাণ কমেছে ২.১ লক্ষ কোটি টাকা। মুখ থুবড়ে পড়া বেহাল অর্থনীতি আরও দেখাচ্ছে, করোনার সময়কালে সংগঠিত ক্ষেত্রের অর্ধেক কর্মী অসংগঠিত ক্ষেত্রে চলে গিয়েছেন। কলকারখানার শ্রমিকরা পেটের দায়ে শহর ছেড়ে গ্রামে চাষের কাজে ফিরে গিয়েছেন। এহেন পরিস্থিতির জন্য সম্পূর্ণভাবেই মোদি সরকার দায়ী। অর্থনীতিকে চাঙ্গা করতে হলে মানুষের হাতে নগদ টাকার জোগান যে বাড়ানো দরকার সে কথা অর্থনীতি বিশেষজ্ঞরা একাধিকবার বললেও কেন্দ্র কর্ণপাত করেনি। তার ফল ভুগছে আমজনতা। শুধু তাই নয়, পেট্রল-ডিজেল-গ্যাসের অস্বাভাবিক দাম বৃদ্ধির সৌজন্যে সর্বস্তরে মূল্যবৃদ্ধির বাড়বাড়ন্ত। এর জেরে কেনাকাটা কমে যাওয়ায় বাজারে চলছে মন্দা। এমন এক পঙ্গু চেহারার অর্থনীতির যাবতীয় দায় অবশ্যই নরেন্দ্র মোদি, নির্মলা সীতারামনদের নিতে হবে। এই সরকার বাজারে চাহিদা তৈরির বদলে উৎপাদন বাড়িয়ে অর্থনীতিকে চাঙ্গা করার যে নীতি গ্রহণ করেছিল তা যে বাস্তব পরিস্থিতির সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল না সেটা বিনিয়োগ কমার সরকারি পরিসংখ্যানেই ধরা পড়েছে। বাজারে চাহিদা না বাড়লে শিল্পমহল লগ্নি করার আত্মবিশ্বাস যে পাবে না, আর চাহিদা বাড়ানোর জন্য দরকার নগদের জোগান— এই সহজ সত্যটিকে অগ্রাহ্য করে সরকার যে বিপরীত পন্থা নিয়েছিল তার ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। কেন্দ্রের ব্যর্থতায় মানুষের দুর্গতি বেড়েই চলেছে।
অর্থনীতির বিশেষজ্ঞদের কথা শুনলে দেশের এমন হাল হতো না। অতিমারী শুরুর পরেই অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অনেক তাবড় বিশেষজ্ঞ, দেশের অধিকাংশ রাজনৈতিক দল, বাংলার অর্থমন্ত্রী অমিত মিত্রসহ অনেকেই বলেছিলেন, মানুষের হাতে নগদ পৌঁছে দেওয়া জরুরি। তাঁদের নীতিটা ছিল পরিষ্কার। করোনাকালে আয় কমেছে মানুষের। তাই হাতে নগদ না থাকলে তাঁরা কেনাকাটা করবেন কীভাবে? হাতে নগদ থাকলেই বাজারে চাহিদা তৈরি হবে। আর তাতেই অর্থনীতি ঘুরে দাঁড়াবে। নির্মলা সীতারামন ঠিক এর উল্টো পথে হেঁটেছেন। অর্থনীতি চাঙ্গা করতে তাঁর দাওয়াই ছিল ঋণসর্বস্ব প্যাকেজ। ব্যাঙ্কের ঋণ পেতে উৎসাহ দেওয়া, কর্পোরেট করে ছাড় দেওয়ার ব্যবস্থা করে পরিস্থিতি সামাল দিতে চেয়েছিলেন তিনি। এর ফল হয়েছে উল্টো। কেন্দ্রের এই নীতি সুপার ফ্লপ। পরিণতিতে কেনাকাটার উৎসাহ ঠেকেছে তলানিতে, বেড়েছে বেকারত্ব। সঙ্গত কারণেই কেন্দ্রের পরিসংখ্যান তুলে ধরে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র কেন্দ্রের নীতিকে পুরোপুরি ব্যর্থ ও ভুল বলে উল্লেখ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে কড়া চিঠি পাঠিয়েছেন। দিল্লির সরকারের অবশ্য তাতে ভ্রুক্ষেপ নেই। উল্টে এপ্রিল-জুনের ত্রৈমাসিকে জিডিপি ২০ শতাংশ বৃদ্ধির হার নিয়ে হইচই শুরু করেছে নির্লজ্জ গেরুয়া শিবির। কেন্দ্রের কোনটা সত্যি আর কোনটা অসত্য তা নিয়েই কটাক্ষ করে কোনও কোনও বিশেষজ্ঞ বলছেন, গত বছরের এই সময় জিডিপি ২৪ শতাংশ সঙ্কুচিত হয়েছিল। তার থেকে এবারের উন্নতির ছবিটা তুলে ধরে মানুষকে বিভ্রান্ত করছেন নরেন্দ্র মোদিরা। প্রকৃত সত্য হল, জিডিপি আগের জায়গায় ফেরেনি। কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চোখে আঙুল দিয়ে অমিত মিত্র দেখিয়েছেন, ২০১৯-২০’র তুলনায় জিডিপি ৭.৭৯ শতাংশ কম অর্থাৎ এখানেও কেন্দ্রের সেই মিথ্যার ফানুস ওড়ানোর খেলাটি ধরা পড়েছে।
দেশের অর্থনীতির যখন এই অবস্থা, কর্মহীন ৩ কোটির উপর, বিনিয়োগ কমেছে ২ লক্ষ কোটি তখন গেরুয়া বাহিনী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭১তম জন্মদিন পালনে নানা উদ্যোগ নিচ্ছে! অস্বচ্ছ নানা তথ্য তুলে ধরে কেন্দ্রের গুণগানেই তারা ব্যস্ত। সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কোনও লক্ষণই নেই দেশশাসকের। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর ব্যতিক্রম। আর্থিক অবস্থা ফেরাতে মানুষের হাতে নগদ টাকা নানা প্রকল্পের মাধ্যমে পৌঁছে দেওয়ার যে তাগিদ তিনি আন্তরিকভাবে অনুভব করেছেন তা মাথাতেও আনেননি ভারতেশ্বর। তাই গোটা দেশে সার্বিকভাবে আর্থিক বৃদ্ধির হার নেগেটিভ হলেও বাংলায় তা পজেটিভ। এক্ষেত্রেও বাংলাই পথ দেখাল। হেলদোল নেই কেন্দ্রের। কিন্তু ধর্মের কল বাতাসে নড়ে। সত্য প্রকাশ পাবেই। যেমন সামনে এল বিনিয়োগ কমা আর ভয়াবহ বেকারত্বের প্রকৃত তথ্য। যা আড়াল করতেও নরেন্দ্র মোদিরা ব্যর্থ হলেন। 
12th  September, 2021
কমিশনের অগ্নিপরীক্ষা

গত ১০ এপ্রিল ছিল বাংলায় চতুর্থ দফার ভোট। সেদিন সকালে কোচবিহারের শীতলকুচি বিধানসভা কেন্দ্রের একটি বুথের বাইরে আচমকা গুলি চালিয়ে বসে কেন্দ্রীয় বাহিনী। তাতে চারজন নিহত এবং চারজন জখম হন। তৃণমূল কংগ্রেসের দাবি ছিল, মৃতরা তাদের দলীয় কর্মী-সমর্থক। বিশদ

লাগাম ছাড়া হলেই বিপদ

আসন্ন উৎসবের রাজ্যে এর চেয়ে আর ভালো খবর হতেই পারে না। হাড়হিম করা অতীত অভিজ্ঞতা আর গায়ে কাঁটা দেওয়া আশঙ্কার মধ্যেই খবরটা শুনিয়েছে দেশের সর্বোচ্চ স্বাস্থ্য গবেষণা সংস্থা আইসিএমআর। কী সেই সন্দেশ? ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের আশ্বাস, করোনার তৃতীয় ঢেউ আসছে না। বিশদ

28th  September, 2021
সমুচিত জবাব

কাবুলের পতনের পর আফগানিস্তানের ‘দাসত্বমুক্তি’-র তত্ত্ব বাজারে ছেড়েছেন ইমরান খান। নাম না করে তিনি যে আমেরিকা এবং ভারতকেই কটাক্ষ করেছেন তা স্পষ্ট হয়েছে সারা দুনিয়ার কাছে। বিশদ

27th  September, 2021
নিরাপত্তায় গাফিলতি
 

একেবারে রোমহর্ষক চিত্রনাট্য। মিনিট দশেকের টানটান উত্তেজনা। সাদা জামা, কালো প্যান্টে আইনজীবীর পোশাকে আততায়ীরা প্রায় নিঃশব্দে ঢুকে পড়েছে বিচারক গগনদীপ সিংয়ের এজলাসে। সেখানে আগে থেকেই উপস্থিত আরও কয়েকজন আইনজীবী। বিশদ

26th  September, 2021
কিল মারার গোঁসাই

দেশ কোভিডের কবলে প্রায় দু’বছর। এ পর্যন্ত সারা ভারতে ৩ কোটি ৩৬ লক্ষ নানা বয়সি মানুষ সংক্রমণের শিকার হয়েছেন। মৃতের সংখ্যা সাড়ে ৪ লক্ষ ছুঁই ছুঁই। দ্বিতীয় ঢেউ কাটিয়ে ওঠার পথে আমরা। তবে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছেই। বিশদ

24th  September, 2021
ভ্যাকসিনের স্বীকৃতি সমস্যা  

কোভিড-১৯ মহামারীর দু’বছর পূর্তির কাল সামনেই। এই প্রায় দু’বছর ধরে সারা পৃথিবী বিপন্নপ্রায়। একটি দেশেরও নাম করা যাবে না যেখানে কোভিড-১৯ বা করোনা থাবা বসায়নি। সংক্রমণের প্রাবল্য, মৃত্যু, অর্থনৈতিক কর্মকাণ্ডের বিপর্যয় নিয়ে কমবেশি প্রতিটি দেশই সমস্যায় পড়েছে। বিশদ

23rd  September, 2021
অসমে ফের এনআরসি বিতর্ক

ফের মুখোশ খুলে পড়েছে কেন্দ্রের বিজেপি সরকারের। জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি নিয়ে ফরেনার্স ট্রাইব্যুনাল স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, ২০১৯ সালের ৩১ আগস্ট প্রকাশিত অসমের এনআরসি খসড়া তালিকাই চূড়ান্ত। এই তালিকায় দেখা যাচ্ছে, ৩ কোটি ১১ লক্ষের বেশি মানুষের নাম রয়েছে চূড়ান্ত খসড়ায়। বিশদ

22nd  September, 2021
সাংবিধানিক ব্যবস্থায় আঘাত

উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন খবর দেওয়ার কিছু নেই। এই ‘রামরাজ্য’ বহু বছর যাবৎ অন্তত এই একটি কারণে খবরের শিরোনাম দখল করে আছে। এনসিআরবি-ও এই সত্য শেষমেশ অস্বীকার করতে পারেনি। বিশেষ করে যোগী-যুগে ভারতের বৃহত্তম প্রদেশটি মোট অপরাধের নিরিখে পূর্বের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। বিশদ

20th  September, 2021
এক দিনের তৎপরতা!

তিনি যেন মধ্যযুগের কোনও রাজা। তাঁর ৭১ বছরের জন্মদিনে নরেন্দ্র মোদির বন্দনা করতে দিনভর পথে থাকলেন মন্ত্রী সান্ত্রি ভক্তরা। অন্যদিন যাঁদের টিকির সন্ধানও পাওয়া যায় না তাঁরাও গাছ লাগালেন, অনাথ শিশুদের খাওয়ালেন, পদযাত্রা হল, মোদির নাম লেখা রেশন ব্যাগ বিতরণও করা হল। তবে সবকিছুকে ছাপিয়ে গিয়েছে টিকাকরণ কর্মসূচি। বিশদ

19th  September, 2021
গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বিজেপি

এ রাজ্যে বিজেপির এখন কাছা খুলে যাওয়ার অবস্থা। পৃথিবীর সর্ববৃহৎ দল বলে নিজেদের দাবি করে গেরুয়া বাহিনী। আরএসএস, ভিএইচপির ভাবধারায় অনুপ্রাণিত হয়ে দল চালান নেতারা। দলীয় শৃঙ্খলার কথা উচ্চগ্রামে প্রচারও করেন। অথচ এরাজ্যে বিজেপির দশা দেখলে সবার করুণা হতেই পারে।
বিশদ

18th  September, 2021
জঙ্গি মোকাবিলা

আফগান পরিস্থিতি পাকিস্তানের ‘বডি ল্যাঙ্গুয়েজ’ পাল্টে দিয়েছে। ভারত চেয়েছিল আফগানিস্তানে একটি গণতান্ত্রিক সরকার থাক। তাহলে সেখানে মানবাধিকারের ছিটেফোঁটা অন্তত বজায় থাকবে। শ্বাস-প্রশ্বাস ক্রিয়া চালাতে পারবেন মহিলারা। সভ্য সমাজের সঙ্গে যোগাযোগটুকু পুরোপুরি ছিন্ন হতে পারবে না।
বিশদ

17th  September, 2021
কৃষকের অবদান বাংলা ভোলেনি

এখন শরৎ ঋতু। বাঙালির সবচেয়ে প্রিয়। কারণ এই ঋতু উৎসবে ভরা। কবি বুদ্ধদেব বসু একটি কবিতায় আক্ষেপ করেছেন, এমন উৎসবের ঋতুও তাঁকে সুখ দিতে পারছে না। কারণ তিনি ঋণজর্জর। তার জন্য জীবনটাই তাঁর জীর্ণ মনে হচ্ছে। শরতের উঁকিঝুঁকি কবি প্রত্যক্ষ করছেন। বিশদ

16th  September, 2021
মূর্খামি করছে সরকার

স্পাইওয়্যার পেগাসাস-এর নির্মাতা এনএসও গ্রুপের লিখিত বিবৃতিতে রয়েছে তাদের ‘কারবার শুধু সরকারগুলির সঙ্গে’। ভারতের রাজনৈতিক নেতা (বিরোধী সদস্য এবং মন্ত্রীরা), বিচারপতি, আমলা, ছাত্র, নাগরিক আন্দোলনের কর্মী, সাংবাদিক এবং ব্যবসায়ীদের উপর গোপন নজরদারির অভিযোগ জোরালো হওয়ার পর বিতর্কটা এই প্রশ্নেই দানা বেঁধেছে।
বিশদ

15th  September, 2021
যোগীর রামরাজ্যে মিথ্যাচার!

একেবারে হাতেনাতে ধরা পড়ে হাস্যাস্পদ হল উত্তরপ্রদেশের যোগী সরকার। নিজেদের শাসনের ক্যারিশ্মা বোঝাতে সংবাদপত্রে পাতাজোড়া বিজ্ঞাপন বেরল। আর তাতেই ধরা পড়ে গেল তাদের ভুয়ো প্রচার। বিশদ

14th  September, 2021
ঘরে বাইরে নাজেহাল মোদি
 

অটলবিহারী বাজপেয়ি দিল্লির কুর্সি দখলের পরই বিজেপি নিজেকে চেনার চেষ্টা করে। নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর দলকে বোঝালেন যে শুধু কেন্দ্রীয় ক্ষমতা নয়, রাজ্যে রাজ্যেও বিজেপির পক্ষে ক্ষমতাসীন হওয়া সম্ভব। বিশদ

13th  September, 2021
কমবয়সিদের টিকাকরণ কবে?

অক্টোবরে উৎসবের মরশুমে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় তটস্থ কেন্দ্র ও রাজ্য সরকারগুলি। সংক্রমণের হাত থেকে বাঁচতে উৎসবের ভিড় থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যবিশেষজ্ঞ থেকে শুরু করে সরকারও। আর করোনায় মৃত্যুর সম্ভাবনা কমাতে ভ্যাকসিনই যে একমাত্র বিকল্প তা বলছেন সকলে। বিশদ

11th  September, 2021
একনজরে
মালদহের চাঁচল থানার পুলিস অভিযান চালিয়ে তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতরা হল  সামাদ আলি, মর্তুজা আলি ও সাহেব আলি। ...

করোনার বাড়বাড়ন্তের জেরে গত বছর উচ্ছাসে কিছুটা ভাটা পড়লেও এবারে বিষ্ণুপুর মহকুমার তিন জমিদারবাড়ির পুজোয় দর্শনার্থীদের ঢল নামবে। এমনই আশা ব্যক্ত করেছেন জমিদার পরিবারের সদস্যরা। ...

করোনা আবহে নেই দুর্গা প্রতিমার বায়না। রোজগারে টান আরামবাগের প্রতিমা শিল্পীদের। কাজ না মেলায় এই বছর কর্মহীন হয়ে পড়েছেন মৃৎশিল্পের সঙ্গে যুক্ত বহু কর্মী। যাঁরা ...

দীর্ঘ ১২ বছর পর ম্যাঞ্চেস্টার ইউনাইটেড জার্সিতে ফিরেই জাল কাঁপিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রথম তিনটি ম্যাচে চারটি গোল লেখা হয়েছিল তাঁর নামের পাশে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মে সাফল্য ও সুনাম বৃদ্ধি। উকিল, মৃৎশিল্পীদের শুভ। সংক্রমণ থেকে শারীরিক অসুস্থতা হতে পারে। আর্থিক ... বিশদ


ইতিহাসে আজকের দিন

আন্তর্জাতিক কফি দিবস
বিশ্ব হার্ট দিবস
বিশ্ব শিশু অধিকার দিবস

১৭২৫- ভারতের প্রথম ইংরেজ শাসক রবার্ট ক্লাইভের জন্ম
১৮৪১ - ভারতে প্রথম সর্বোচ্চ ফরাসি সম্মান - 'লেজিয়ঁ দনার' এ সম্মানিত বাঙালি উদ্যোগপতি দুর্গাচরণ রক্ষিতের জন্ম
১৮৯২: প্রথম রাতে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়
১৯২৯: বিবিসি প্রথম পরীক্ষামূলক টিভি সম্প্রচার শুরু করে
১৯৩২: অভিনেতা মেহমুদের জন্ম
১৯৩৫ - ছাপাখানায় প্রথম বাংলা লাইনোটাইপ ব্যবহৃত হয়
১৯৩৯ - ব্রিটেনে পরিচয়পত্র প্রথা চালু হয়
১৯৪২ - স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরা শহীদ হন
১৯৭১: ওড়িশা, পশ্চিমবঙ্গে ঝড় ও সামুদ্রিক জলোচ্ছ্বাসে অন্তত ১০ হাজার মানুষের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭২.৯৯ টাকা ৭৪.৭০ টাকা
পাউন্ড ৯৯.৪৫ টাকা ১০২.৯৪ টাকা
ইউরো ৮৪.৭৮ টাকা ৮৭.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৬,৮০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৪, ৪০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৫,০৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬০,৪০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬০,৫০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১২ আশ্বিন ১৪২৮, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১। অষ্টমী ৩৭/২৭ রাত্রি ৮/৩০। আর্দ্রা নক্ষত্র ৪৪/৪৬ রাত্রি ১১/২৬। সূর্যোদয় ৫/৩০/৫৮, সূর্যাস্ত ৫/২৩/১৪।  অমৃতযোগ দিবা ৬/১৮ মধ্যে পুনঃ ৭/৬ গতে ৭/৫৩ মধ্যে পুনঃ ১০/১৫ গতে ১২/৩৯ মধ্যে। রাত্রি  ৬/১১ গতে ৬/৫৯ মধ্যে পুনঃ ৮/৩৭ গতে ৩/৬ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৬/১৮ গতে ৭/৬ মধ্যে পুনঃ ১/২৬ গতে ৩/৪৭ মধ্যে। বারবেলা ৮/২৯ গতে ৯/৫৮ মধ্যে পুনঃ ১১/২৮ গতে ১২/৫৭ মধ্যে। কালরাত্রি ২/২৯ গতে ৪/০ মধ্যে। 
১২ আশ্বিন ১৪২৮, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১। অষ্টমী  অপরাহ্ন ৪/৩৭। আর্দ্রা নক্ষত্র রাত্রি ৯/১৮। সূর্যোদয় ৫/৩১, সূর্যাস্ত ৫/২৫। অমৃতযোগ দিবা ৬/২১ মধ্যে ও ৭/৮ গতে ৭/৫৪ মধ্যে ও ১০/১৪ গতে ১২/৩৩ মধ্যে এবং রাত্রি ৬/১ গতে ৬/৫১ মধ্যে ও ৮/৩০ গতে ৩/৬ মধ্যে। মাহেন্দ্রযোগ  দিবা ৬/২১ গতে ৭/৮ মধ্যে ও ১/১৯ গতে ৩/৩৯ মধ্যে। কালবেলা ৮/২৯ গতে ৯/৫৯ মধ্যে ও ১১/২৮ গতে ১২/৫৭ মধ্যে। কালরাত্রি  ২/২৯ গতে ৪/০ মধ্যে। 
২১ শফর।

ছবি সংবাদ

এই মুহূর্তে
কেন্দ্রীয় বাহিনী বাড়ছে ভবানিপুরে
রাত পোহালেই ভবানিপুরে উপনির্বাচন। তার আগে কেন্দ্র বাহিনী বাড়ানো হচ্ছে ...বিশদ

05:54:46 PM

তৃণমূলে যোগ দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী
তৃণমূলে যোগ দিলেন লুইজিনহো। আজ, বুধবার গোয়ার এই প্রাক্তন মুখ্যমন্ত্রী ...বিশদ

04:49:35 PM

ভারত ও আফগানিস্তানের মধ্যে চালু হোক বিমান পরিষেবা, আর্জি তালিবানের
ফের চালু করা হোক ভারত ও আফগানিস্তানের মধ্যে বিমান পরিষেবা। ...বিশদ

03:02:47 PM

রঘুনাথপুরে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় মৃত্যু গবাদি পশুর
গতকাল রাত থেকেই অতিরিক্ত বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার জের। যার ...বিশদ

02:33:00 PM

মালদহে ব্রাউন সুগার ও এক লক্ষ টাকার জাল নোট সহ গ্রেপ্তার ৩
৩৫১ গ্রাম ব্রাউন সুগার ও এক লক্ষ টাকার জাল নোট ...বিশদ

02:17:37 PM

দুর্গাপুর শিল্পাঞ্চলে প্রবল বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত দুর্গাপুজোর মণ্ডপ
দুর্গাপুর শিল্পাঞ্চলে নিম্নচাপের জেরে অতিরিক্ত বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় ক্ষতিগ্রস্ত ...বিশদ

02:07:46 PM