Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

মোদির মন শুধু ফ্যাশনে,
আগ্রহ নেই শাসনে
সন্দীপন বিশ্বাস

আত্মপ্রেমী গ্রিক পুরুষ নার্সিসাসের গল্পটাই যেন আবার এক নতুন রূপে ফিরে আসছে। নার্সিসাস নিজেকে ছাড়া কাউকে ভালোবাসতে পারেননি। আপন সৌন্দর্যের তীব্র মোহবাসনা তাঁকে বাস্তব জগৎ থেকে বিপথগামী করেছিল। মোহের সেই অন্ধ কারায় আবদ্ধ হয়ে তিনি বারবার ভুল করেছিলেন। বিচ্যুত হয়েছিলেন বাস্তববোধ থেকে। এই ভ্রান্তি তাঁর জীবনে কিন্তু অভিশাপই ডেকে এনেছিল। 
গ্রিক পুরাণে আছে নদীর দেবতা সেফিসাস এবং জলপরি লিরিওপের পুত্র নার্সিসাস। অপ্রাকৃত সৌন্দর্যের অধিকারী ছিলেন তিনি। সকলেই তাঁর রূপের প্রশংসা করতেন। সেই প্রশংসাই তাঁর মাথা ঘুরিয়ে দিয়েছিল। অহঙ্কারী হয়ে পড়েছিলেন তিনি। সুন্দরীরা তাঁকে প্রেম নিবেদন করলে তাঁদের কুরূপা ভেবে তিনি অস্বীকার করতেন। নিজেকে ছাড়া সকলকে তিনি ঘৃণা করতেন। এমনকী কাউকে কাউকে ঘৃণায় হত্যাও করতেন। একদিন তিনি হঠাৎ স্বচ্ছ জলাশয়ের দিকে তাকালেন। সেখানে নিজের প্রতিবিম্বকে ভাবলেন অন্য কেউ। সেই প্রতিবিম্বের প্রেমে পড়ে তার দিকে হাত বাড়ালেন। প্রতিবিম্বও তাঁর দিকে হাত বাড়াল। হঠাৎ জলে আঙুলের স্পর্শ লাগতেই জল কেঁপে উঠল। কেঁপে উঠে হারিয়ে গেল প্রতিবিম্ব। তাকে ধরার জন্য পাগল হয়ে উঠলেন নার্সিসাস। আত্মবিস্মৃত হয়ে জলে ঝাঁপ দিলেন এবং তাঁর সলিল সমাধি হল। 
তাই আজও যখন কোনও মানুষ আপন সৌন্দর্যে, আত্মগরিমার মিথ্যে অহঙ্কারে উন্মাদ হয়ে যান, তাঁকে নার্সিসাসের সঙ্গেই তুলনা করা হয়। আমাদের প্রধানমন্ত্রীর মধ্যে এই আত্মগরিমা সংক্রান্ত অহঙ্কারের একটা লক্ষণ বারবার ফুটে ওঠে। তিনি আপন সৌন্দর্যের ব্যাপারে অত্যন্ত সচেতন এবং সাজতে খুব ভালোবাসেন। দামি জিনিস ছাড়া কিছুই ব্যবহার করেন না। তাঁর এই স্ব-রূপ প্রীতি প্রধানমন্ত্রীর আসনে বসার কয়েকদিনের মধ্যেই ধরা পড়ে গিয়েছিল। 
মোদি জমানায় একটা কথা চালু আছে, সেটা হল কেউ তাঁকে পছন্দ করুন আর নাই করুন, কিন্তু তাঁর ফ্যাশনদুরস্ত মানসিকতাকে এড়িয়ে যাওয়া সম্ভব নয়। দুনিয়ার সেরা মূল্যবান পোশাক ও শৌখিন সামগ্রী ব্যবহার করার মধ্য দিয়ে তাঁর যে মানসিকতা ফুটে ওঠে, তা নজর টানবেই। সে পাশ্চাত্য আবরণের চোস্ত আবির্ভাবেই হোক অথবা ক্লাসিক এথনিক সজ্জাতেই হোক, তাঁর সাজবদলের ধারাবাহিক ছবিগুলি দেখলে মনে হয় ফ্যাশন প্যারেডের ক্যাটওয়াক। তাঁর ওয়ার্ডরোব হয়ে উঠতে পারে এক দৃষ্টিনন্দন প্রদর্শশালা। হবে নাই বা কেন, দেশ-বিদেশের সেরা ফ্যাশন ডিজাইনরা তাঁকে সাজানোর জন্য তাঁদের মেধা ও শ্রমকে ব্যবহার করেন। টাকার মূল্যে তাঁরা ধরা ছোঁয়ার বাইরে। মোদি ছাড়াও তাঁরা পৃথিবীর শীর্ষস্থানীয় বিলিওনারদের ফ্যাশন ডিজাইন করেন। সাজপোশাকের সঙ্গে বুলগারি ফ্রেমের চশমা, মঁ ব্লাঁ কলম এক অন্যধরনের বার্তা এনে দেয়। একসময় স্টেশনে চা বিক্রি করা বা খাকি হাফপ্যান্ট কুর্তা পড়ে সঙ্ঘের অনুশীলন করা মোদি আজ সরে গিয়েছেন অনেক দূরে। এই ফ্যাশনপ্রীতির কারণে অনেকেই তাঁকে নানাভাবে ব্যঙ্গও করেছেন। বাজপেয়ি জমানার মন্ত্রী অরুণ শৌরি একবার মোদির ফ্যাশনপ্রীতি নিয়ে মনস্তাত্ত্বিক ব্যাখ্যা করেছিলেন। তিনি বলেছিলেন, তাঁর জমানায় মানুষের ভিতরে যে অস্তিত্বের সঙ্কট ঘনিয়ে উঠেছে, সেই সঙ্কটের ছাপ মোদিকেও স্পর্শ করেছে। বারবার তাঁর মনে হয়, এই বুঝি তাঁর সিংহাসন চলে গেল। এই মানসিক অস্থিরতা দূর করতে তিনি মনস্তাত্ত্বিক লড়াই করেন। নিজের সঙ্কটত্রস্ত মানসিকতাকে অন্যের কাছ থেকে লুকাতে দামি দামি পোশাক পরিচ্ছদ ব্যবহার করেন। শৌরিজির এই ব্যাখ্যা সম্পূর্ণরূপে সত্য। নিজেকে নিজের কাছ থেকে লুকাতেই তিনি বেছে নিয়েছেন নার্সিসিজমকে। কবিগুরুর কবিতার লাইনগুলি অনায়াসে মনে এসে যায়, ‘পাগল হইয়া বনে বনে ফিরি / আপন গন্ধে মম,/  কস্তুরী মৃগ সম।’ 
শুধু পোশাকেই নয়, নিজের বক্তৃতা শুনতে শুনতে তিনি এতই মোহিত হয়ে যান যে, সেই বক্তৃতার মাঝেই হাততালি দিয়ে ওঠেন। যেন নিজেই নিজেকে বাহবা দিচ্ছেন। তিনি বলতে ভালোবাসেন, শুনতে নয়। সাংবাদিকদের মুখোমুখি হন না প্রশ্নবাণের ঝক্কি এড়াতে। পূর্বতন প্রধানমন্ত্রীদের সঙ্গে সাংবাদিকদের চিরকালই এক মধুর সম্পর্ক। জওহরলাল, লালবাহাদুর, ইন্দিরা, রাজীব, অটলবিহারী, মনমোহন পর্যন্ত সেই সম্পর্কের মধ্যে হৃদ্যতা দেখা গিয়েছে। কিন্তু মোদি ক্ষমতায় আসার পরই সাংবাদিকদের দূরে সরিয়ে দিয়েছেন। নিজের সামনে গড়ে তুলেছেন এক দুর্ভেদ্য প্রাচীর। সাংবাদিক করণ থাপারের সঙ্গে সেই তিক্ত সাক্ষাৎকার পর্বের পর তিনি আর সাংবাদিকদের কাছে ঘেঁষেন না। সেই সাক্ষাৎকার পর্বে গোধরা হত্যাকাণ্ড নিয়ে প্রশ্নের উত্তর দিতে না পেরে একরকম অস্বস্তি এড়াতেই সাক্ষাৎকার অসম্পূর্ণ রেখে তিনি বেরিয়ে গিয়েছিলেন। অবাক লাগে, স্বাধীনতার ৭৫ বছরের উদযাপনকালে আমরা পেয়েছি এমন এক মানসিকতার দেশনেতা঩কে, যিনি কারও প্রশ্নের মুখোমুখি হন না। কখনও ইচ্ছে হলে তিনি মনোমতো সাংবাদিককে ডেকে নিজেরই তৈরি করা প্রশ্নের উত্তর দেন। প্রতিটি বক্তৃতার মধ্যে তিনি নিজের বিজ্ঞাপন করেন। নিজেকে মহান করে দেখানোর চেষ্টা করেন। এটাও এক ধরনের মানসিক ভীতি। এমনকী রাষ্ট্রসঙ্ঘের মঞ্চে দাঁড়িয়ে তিনি নিজেকে মহান করে তুলে ধরার লোভটুকুও সামলাতে পারেন না। আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে কাজের ফিরিস্তি দিয়ে বলেন, দেখুন আমরা কত কী করেছি। বারবার সেই চা বিক্রির গল্প বলে সহমর্মিতার ফাঁদ পাতেন। নিজের কীর্তি ব্যাখ্যা করেন। রাষ্টসঙ্ঘের মঞ্চের গুরুত্বটুকু তো বোঝা দরকার! আসলে উত্তরপ্রদেশে ভোটের আগে বেশ নার্ভাস মোদি। নব্বইয়ের ঘরে ব্যাট করার সময় ব্যাটসম্যানের যে অবস্থা হয়, বর্তমানে মোদির অবস্থাও তাই। উত্তরপ্রদেশ নিয়ে সংশয় থেকেই তাঁর আপন মহিমা কীর্তন।    
আসলে তিনি জানেন, তিনি পদে পদে ভুল করছেন। সেটাকে চাপা দিতেই মিথ্যা প্রচারের আশ্রয় নিতে হয়। তাঁর সরকার সত্যকে চাপা দিতে উন্নয়নের ভুয়ো রিপোর্ট প্রকাশ করে। সেই মিথ্যা কিন্তু চাপা থাকে না। তাঁর ব্যর্থতার সত্যটা বারবার প্রকাশিত হয়ে পড়ে। তাঁর সেই ব্যর্থতাকে চাপা দিতে তৎপর সরকারের বিজ্ঞাপন দপ্তর, তৎপর বিজেপির আইটি সেলও। ব্যর্থতা যত প্রকট হচ্ছে, বিজ্ঞাপনের দাপট তত বাড়ছে। গরিমা প্রকাশের ক্লিশে বিজ্ঞাপনে বার্নিশ মেরে চকচকে করে তোলা হচ্ছে। 
আসলে মোদির আত্মবিশ্বাস ভেঙে গিয়েছে। তার একমাত্র কারণ বাংলার ভোট। যেভাবে তিনি তুড়ি মেরে মমতা বন্দ্যোপাধ্যায়কে উড়িয়ে দেবেন ভেবেছিলেন, বাংলার মানুষের সেই তুড়িতে তিনি নিজেই উড়ে গেলেন। তারপর থেকেই আত্মবিশ্বাসে ভাটার টান তাঁর। শুধু বাংলার হারটুকু নিয়ে মোদি চিন্তিত নন। তিনি চিন্তিত মমতার উত্থান নিয়েও। যেভাবে তিনি একদিন গুজরাতের মুখ্যমন্ত্রী থেকে দ্রুত মানুষের মন জয় করে দেশের শীর্ষ ক্ষমতা দখল করেছিলেন, আজ মমতার তেমনই উত্থানে তিনি সিঁদুরে মেঘ দেখছেন। বুঝতে পারছেন, বাংলার মুখ্যমন্ত্রী আজ উম-পুনের গতিতে ধেয়ে আসছেন। মমতা আজ টর্নেডোর বেগে ধেয়ে চলেছেন ভারতজয়ের বার্তা নিয়ে। ঠিক এইখানেই মমতাকে তাঁর ভয়। আর সেই ভয়ের তল কতটা, সেটা বোঝাই যাচ্ছে মমতার রোম যাত্রা বাতিল করার ভ্রষ্ট পদক্ষেপ নিয়ে। বিশ্ব শান্তি নিয়ে রোমে এক বিশ্ব সম্মেলনে মমতাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিদের বলার জন্য আহ্বান জানানো হয়েছিল। কিন্তু মমতাকে সেই সভায় যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। এই নিষেধজ্ঞা যে সম্পূর্ণরূপে রাজনৈতিক এবং শীর্ষকর্তার নির্দেশ ছাড়া হতে পারে না, এটা যে কোনও গো-মুখ্যুও বুঝবেন। এই যে আন্তর্জাতিক মঞ্চেও মমতা আজ মোদির সমকক্ষ হয়ে উঠছেন, জনপ্রিয়তায় তাঁকে ধীরে ধীরে চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছেন, এটা মোদিবাবুর না-পসন্দ। কিন্তু এভাবে দুরভিসন্ধি দিয়ে কাউকে আটকানো যায় না। একটা ছোট রাজ্যের প্রধান হয়ে মমতা যে কাজটুকু করেছেন, যে স্বপ্নটুকু তৈরি করে সীমিত ক্ষমতার মধ্য দিয়ে মানুষকে আলোর দিশা এনে দিতে চেয়েছেন, তা আগামী দিনে দৃষ্টান্ত হয়ে থাকবে। আগামী দিনে মমতা আন্তর্জাতিক ক্ষেত্রে আরও বড় পদক্ষেপ রাখবেন, মেয়েদের আলোর পথযাত্রী করে তোলা, মেয়েদের ক্ষমতায়নের স্বীকৃতি তিনি পাবেনই, বড় আন্তর্জাতিক পুরস্কারও পাবেন। সেদিন কিন্তু মোদি সরকার তাঁকে পিছন থেকে টেনে আটকে রাখতে পারবেন না।
রাত পোহালেই ভোট ভবানীপুরে। ‘খেলা হবে’ স্লোগানের পর্ব বোধহয় একেবারে শেষ হয়ে যায়নি। বাংলায় ২০২১ সালে সেমিফাইনাল খেলা হয়েছে। ফাইনাল ম্যাচ দেশজুড়ে ২০২৪ সালে। ভবানীপুরের ভোট সেই বার্তাই ছড়িয়ে দেবে। ভবানীপুরে যে পথের শুরু, সেই পথই একদিন ভারত বিজয়ের পথ দেখাবে। এই আতঙ্কটাও তো মোদির পক্ষে কম নয়! নার্সিসাসের মতো মোহান্ধ হয়ে তিনি ক্ষমতার দিকে হাত বাড়াচ্ছেন। কিন্তু সেই মোহ চুরমার হয়ে যাবে একদিন। স্বীয় কৃত ভ্রান্তিই হবে পতনের মূল কারণ।
আত্মবিশ্বাস ও আবেগের মিশেল...মমতা
শান্তনু দত্তগুপ্ত

এতটুকু ফাঁক রাখতে নারাজ তৃণমূল নেত্রী। রাজনীতির প্রোটোকল মেনে, গা বাঁচিয়ে, ঠুনকো সম্মানের চাদর গায়ে দিয়ে ভাষণ নয়, বরং মানুষের সঙ্গে মিশে আর্জিটুকু পৌঁছে দেওয়া... আপনাদের প্রত্যেকটা ভোট আমার কাছে গুরুত্বপূর্ণ। বিশদ

28th  September, 2021
বিদ্বেষপূর্ণ এবং মিথ্যে ধর্মযুদ্ধ

ইতিহাস বলছে, ক্রুসেডস হল কিছু ধর্মযুদ্ধ, যা একাদশ শতকের শেষাশেষি শুরু হয়েছিল। লড়াইগুলো হয়েছিল ১০৯৫ এবং ১২৯১ খ্রিস্টাব্দের ভিতরে। ইতিহাস সাক্ষ্য দেয় যে এসব সংঘটিত হয়েছিল ইউরোপীয় খ্রিস্টানদের দ্বারা। বিশদ

27th  September, 2021
ভবানীপুর থেকেই শুরু হোক নয়া ইতিহাস
হিমাংশু সিংহ

রাজ্য রাজনীতির এই সন্ধিক্ষণে ভবানীপুর থেকেই অশুভ শক্তির বিনাশের শপথ নিতে হবে। বাংলার পবিত্র মাটিতে ভিনদেশি ষড়যন্ত্রকে হারাতে হবে। ৩০ সেপ্টেম্বর ঝড় বৃষ্টি দুর্যোগ যাই হোক ভোট দেওয়া প্রত্যেক ভবানীপুরবাসীর অবশ্য কর্তব্য। বিশদ

26th  September, 2021
‘উপেক্ষিত নায়ক’ হয়েই
থেকে গেলেন দিলীপ
তন্ময় মল্লিক

মুখ বদলে ‘মুখরক্ষা’ মোদি-অমিত শাহ জমানার নয়া কৌশল। গুজরাত থেকে বাংলা, সর্বত্র একই ট্রেন্ড। কেন্দ্রের ব্যর্থতার দায় অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে মানুষকে বোকা বানানোর এই টেকনিক তাঁদেরই আমদানি। দিলীপ ঘোষকে সরিয়ে দিয়ে সুকান্ত মজুমদারকে বসানো তারই অঙ্গ। বিশদ

25th  September, 2021
ম্যানগ্রোভকে ঘিরেই
সুন্দরবনবাসীর হাসি-কান্না
শ্যামল মণ্ডল

লক্ষ্য সুন্দরবনের মধ্যে আরও একটি ‘সুন্দর’বন গড়ে তোলা। আর এই উদ্দেশ্য সফল করতে নদীবাঁধের ধার বরাবর বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ গাছের প্রাচীর গড়ে তোলা হচ্ছে। গত তিন বছর ধরে চলছে এই কৃত্রিম ‘ম্যানগ্রোভ বন’ তৈরির কাজ। বিশদ

25th  September, 2021
প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টায়
অন্যায়ের কী আছে?
সমৃদ্ধ দত্ত

উত্তমকুমার বাংলা সিনেমা জগতে সুপারস্টার হয়ে যাওয়ার পর স্থির করেছিলেন, এবার একবার হিন্দি চলচ্চিত্র সাম্রাজ্যে ভাগ্যান্বেষণের চেষ্টা করলে কেমন হয়? সেই প্রয়াস তিনি করেছিলেন। কিন্তু ভুল গাইডেন্স, সঠিক পরিকল্পনার অভাব এবং কিছু পারিষদবর্গের স্বার্থান্বেষী দিশানির্দেশের সম্মিলিত ফলাফল হিসেবে তাঁর সেই উদ্যোগটি সফল হতে পারেনি।
বিশদ

24th  September, 2021
বিমা দুর্নীতির ইতিহাস
ভুলে গিয়েছেন মোদি
মৃণালকান্তি দাস

সরকারি জীবন বিমা সংস্থায় আমজনতা টাকা রাখেন নিরাপদ মনে করে। একের পর এক দুরবস্থা সামাল দিতে তাকেই এগিয়ে দিয়ে সাধারণ মানুষের কষ্টার্জিত পুঁজিকে ঝুঁকির মুখে ফেলা হচ্ছে কেন? যে রুগ্ন সংস্থাগুলিকে এলআইসি টাকা ধার দিয়েছে, তা শোধ না হলে কী হবে?
বিশদ

23rd  September, 2021
আফগান মেয়েদের কথা
ভাবলই না চীন, রাশিয়া
হারাধন চৌধুরী

চীন-রাশিয়ারই অস্ত্রে বলীয়ান হয়ে তালিবান এই যে মানবাধিকারকে লাগাতার বলাৎকার করে যাচ্ছে, তাতে সিলমোহর দিচ্ছে কোন নীতিতে এই দুই ‘মহান’ রাষ্ট্র? শুধু চীন, রাশিয়ার ‘অর্ধেক আকাশ’ মুক্ত থাকলেই হল, তাই তো! বিশদ

22nd  September, 2021
লগ্ন মেনেই টিকা!
মোদির ভারতের ভবিতব্য
শান্তনু দত্তগুপ্ত

আপনার জন্মদিনের প্রোপাগান্ডায় আড়াই কোটি ভ্যাকসিনের ডোজ আমাদের মনে কিছু প্রশ্নের ঝড় তুলে দেয়। সেখানেও হিসেবে গরমিলের অভিযোগ ওঠে। আমরা ভাবতে বাধ্য হই, আপনি শুধুই নিজের তূণীর সমৃদ্ধ করতে বেশি আগ্রহী। একদিন ২৫ লক্ষ ভ্যাকসিন, আর একদিন আড়াই কোটি ডোজের অঙ্কে সাধারণ মানুষের জীবনের পথ মসৃণ হয় না। তাতে কাঁটার সংখ্যা বাড়তেই থাকে। 
বিশদ

21st  September, 2021
বৈষম্য ও অবিচার
বড্ড চোখে লাগছে
পি চিদম্বরম

রাজ্য সরকারগুলি রাজ্যের করদাতাদের টাকায় কেন সরকারি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা করবে? কেন ছেলেমেয়েরা মাতৃভাষার মাধ্যমে পড়বে? কেন রাজ্য বোর্ডের পরীক্ষায় বসবে? রাজ্য শিক্ষা বোর্ড রেখে দেওয়ার আদৌ যুক্তি আছে কি আর? শহুরে ছাত্ররা কি পিএইচসি এবং মফস্‌সলের হাসপাতালগুলিতে রোগীর সেবা করবে? ‘মেরিট’ সম্পর্কে এক সন্দেহজনক তত্ত্ব খাড়া করে নিট মারাত্মক বৈষম্য ও অবিচারের এক নতুন যুগের সূচনা করছে।
বিশদ

20th  September, 2021
মোদির গৌরব, অগৌরব
ও বিপন্ন সাংবাদিকতা
হিমাংশু সিংহ

আমেদাবাদের সাংবাদিক ধবল প্যাটেল গত প্রায় এক বছর দেশছাড়া। তাঁর অপরাধ কী? সওয়া এক বছর আগে তিনি লিখেছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানিকে সরতে হচ্ছে। আজ ১৬ মাস বাদে তাঁর পূর্বাভাস মিলেও গিয়েছে হুবহু। গত ১১ সেপ্টেম্বর নিজেই ইস্তফা দিয়েছেন কিংবা বাধ্য হয়ে সরে গিয়েছেন মুখ্যমন্ত্রী রুপানি। বিশদ

19th  September, 2021
মোদিকে টক্কর দিচ্ছেন মমতা
তন্ময় মল্লিক

ক্ষমতায়, পদমর্যাদায়, দাপটে, প্রভাবে যে কোনও মুখ্যমন্ত্রীর চেয়ে প্রধানমন্ত্রী অনেক অনেক এগিয়ে। কিন্তু টাইমের সমীক্ষায় ফারাকটা তেমন কিছু নয়, বরং খুব কাছাকাছি। পৃথিবীর বিখ্যাত ম্যাগাজিন ‘টাইম’ জানিয়ে দিল, এই মুহূর্তে নরেন্দ্র মোদির সঙ্গে টক্কর দেওয়ার ক্ষমতা ভারতবর্ষের একজনেরই আছে। নাম তাঁর মমতা।
বিশদ

18th  September, 2021
একনজরে
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পেতে সরকারি আধিকারিকদের ঘুষ দেওয়া ‘বৈধ’। এমনই ‘সিলমোহর’ দিয়ে বিতর্কে জড়ালেন মধ্যপ্রদেশের বিএসপি বিধায়ক রমাবাঈ পারিহার। শুধু তাই নয়, কত টাকা ...

দীর্ঘ ১২ বছর পর ম্যাঞ্চেস্টার ইউনাইটেড জার্সিতে ফিরেই জাল কাঁপিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রথম তিনটি ম্যাচে চারটি গোল লেখা হয়েছিল তাঁর নামের পাশে। ...

২০১৬ সালে নবম ও দশম শ্রেণির জন্য ইতিহাসের শিক্ষক নিয়োগের উদ্যোগ নিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। ওই বছরেই নেওয়া পরীক্ষার উত্তরপত্রে ভুল থাকার অভিযোগ ওঠে। মামলা ...

ফার্স্ট সেক্রেটারি স্নেহা দুবের পর রাষ্ট্রসঙ্ঘে কাশ্মীর ইস্যুতে ফের পাকিস্তানকে তীব্র আক্রমণ শানাল ভারত। জম্মু ও কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে — এই দাবিতে ইউএনএইচআরসির ৪৮তম সাধারণ বিতর্ক সভায় সরব হয় পাকিস্তান। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মে সাফল্য ও সুনাম বৃদ্ধি। উকিল, মৃৎশিল্পীদের শুভ। সংক্রমণ থেকে শারীরিক অসুস্থতা হতে পারে। আর্থিক ... বিশদ


ইতিহাসে আজকের দিন

আন্তর্জাতিক কফি দিবস
বিশ্ব হার্ট দিবস
বিশ্ব শিশু অধিকার দিবস

১৭২৫- ভারতের প্রথম ইংরেজ শাসক রবার্ট ক্লাইভের জন্ম
১৮৪১ - ভারতে প্রথম সর্বোচ্চ ফরাসি সম্মান - 'লেজিয়ঁ দনার' এ সম্মানিত বাঙালি উদ্যোগপতি দুর্গাচরণ রক্ষিতের জন্ম
১৮৯২: প্রথম রাতে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়
১৯২৯: বিবিসি প্রথম পরীক্ষামূলক টিভি সম্প্রচার শুরু করে
১৯৩২: অভিনেতা মেহমুদের জন্ম
১৯৩৫ - ছাপাখানায় প্রথম বাংলা লাইনোটাইপ ব্যবহৃত হয়
১৯৩৯ - ব্রিটেনে পরিচয়পত্র প্রথা চালু হয়
১৯৪২ - স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরা শহীদ হন
১৯৭১: ওড়িশা, পশ্চিমবঙ্গে ঝড় ও সামুদ্রিক জলোচ্ছ্বাসে অন্তত ১০ হাজার মানুষের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭২.৯৯ টাকা ৭৪.৭০ টাকা
পাউন্ড ৯৯.৪৫ টাকা ১০২.৯৪ টাকা
ইউরো ৮৪.৭৮ টাকা ৮৭.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৬,৮০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৪, ৪০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৫,০৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬০,৪০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬০,৫০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১২ আশ্বিন ১৪২৮, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১। অষ্টমী ৩৭/২৭ রাত্রি ৮/৩০। আর্দ্রা নক্ষত্র ৪৪/৪৬ রাত্রি ১১/২৬। সূর্যোদয় ৫/৩০/৫৮, সূর্যাস্ত ৫/২৩/১৪।  অমৃতযোগ দিবা ৬/১৮ মধ্যে পুনঃ ৭/৬ গতে ৭/৫৩ মধ্যে পুনঃ ১০/১৫ গতে ১২/৩৯ মধ্যে। রাত্রি  ৬/১১ গতে ৬/৫৯ মধ্যে পুনঃ ৮/৩৭ গতে ৩/৬ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৬/১৮ গতে ৭/৬ মধ্যে পুনঃ ১/২৬ গতে ৩/৪৭ মধ্যে। বারবেলা ৮/২৯ গতে ৯/৫৮ মধ্যে পুনঃ ১১/২৮ গতে ১২/৫৭ মধ্যে। কালরাত্রি ২/২৯ গতে ৪/০ মধ্যে। 
১২ আশ্বিন ১৪২৮, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১। অষ্টমী  অপরাহ্ন ৪/৩৭। আর্দ্রা নক্ষত্র রাত্রি ৯/১৮। সূর্যোদয় ৫/৩১, সূর্যাস্ত ৫/২৫। অমৃতযোগ দিবা ৬/২১ মধ্যে ও ৭/৮ গতে ৭/৫৪ মধ্যে ও ১০/১৪ গতে ১২/৩৩ মধ্যে এবং রাত্রি ৬/১ গতে ৬/৫১ মধ্যে ও ৮/৩০ গতে ৩/৬ মধ্যে। মাহেন্দ্রযোগ  দিবা ৬/২১ গতে ৭/৮ মধ্যে ও ১/১৯ গতে ৩/৩৯ মধ্যে। কালবেলা ৮/২৯ গতে ৯/৫৯ মধ্যে ও ১১/২৮ গতে ১২/৫৭ মধ্যে। কালরাত্রি  ২/২৯ গতে ৪/০ মধ্যে। 
২১ শফর।

ছবি সংবাদ

এই মুহূর্তে
কেন্দ্রীয় বাহিনী বাড়ছে ভবানিপুরে
রাত পোহালেই ভবানিপুরে উপনির্বাচন। তার আগে কেন্দ্র বাহিনী বাড়ানো হচ্ছে ...বিশদ

05:54:46 PM

তৃণমূলে যোগ দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী
তৃণমূলে যোগ দিলেন লুইজিনহো। আজ, বুধবার গোয়ার এই প্রাক্তন মুখ্যমন্ত্রী ...বিশদ

04:49:35 PM

ভারত ও আফগানিস্তানের মধ্যে চালু হোক বিমান পরিষেবা, আর্জি তালিবানের
ফের চালু করা হোক ভারত ও আফগানিস্তানের মধ্যে বিমান পরিষেবা। ...বিশদ

03:02:47 PM

রঘুনাথপুরে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় মৃত্যু গবাদি পশুর
গতকাল রাত থেকেই অতিরিক্ত বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার জের। যার ...বিশদ

02:33:00 PM

মালদহে ব্রাউন সুগার ও এক লক্ষ টাকার জাল নোট সহ গ্রেপ্তার ৩
৩৫১ গ্রাম ব্রাউন সুগার ও এক লক্ষ টাকার জাল নোট ...বিশদ

02:17:37 PM

দুর্গাপুর শিল্পাঞ্চলে প্রবল বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত দুর্গাপুজোর মণ্ডপ
দুর্গাপুর শিল্পাঞ্চলে নিম্নচাপের জেরে অতিরিক্ত বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় ক্ষতিগ্রস্ত ...বিশদ

02:07:46 PM