Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

‘উপেক্ষিত নায়ক’ হয়েই
থেকে গেলেন দিলীপ
তন্ময় মল্লিক

বিজেপির দিল্লির নেতারা ৭৭-এ পৌঁছনোর অঙ্কটা ৩ থেকে শুরু না করে ১২১ থেকেই কষলেন। তাই মেয়াদ শেষের আগেই রাজ্য সভাপতির পদ থেকে অপসারিত হলেন দিলীপ ঘোষ। এটা কি বিজেপির ভাঙন ঠেকানোর পদক্ষেপ, 
নাকি শিক্ষিতদের পাশে পাওয়ার কৌশল! তবে, ব্যর্থতার দায় দিলীপ ঘোষের ঘাড়ে চাপিয়ে দিল্লির নেতাদের হাত ধুয়ে ফেলার অভিসন্ধিও অস্বীকার করা যাচ্ছে না। অপসারণের কারণ যাই হোক না কেন, টাইমিং নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। অনেকে বলছেন, উপনির্বাচনের ফল খারাপ হলে দিলীপবাবুকে 
সরাতে পারত। তাতে সাপও মরত, লাঠিও ভাঙত না। আর বঙ্গে বিজেপিকে প্রতিষ্ঠিত করার মূল কাণ্ডারীর বিদায়পর্বটাও অসম্মানজনক হতো না। তা সত্ত্বেও কেন এই আচমকা ‘ঘাড়ধাক্কা’? এটা কি বিজেপির আদিদের প্রতি বিশেষ কোনও বার্তা? প্রশ্নটা তোলা থাকল।
বাংলায় মুখ থুবড়ে পড়ার জন্য দিলীপ ঘোষকে ‘বলির পাঁঠা’ করা হলেও তাঁকে ‘সাইড লাইনে’ রেখেই ‘মিশন-২০২১’ সফল করতে চেয়েছিলেন দিল্লির নেতারা। তারজন্য তাঁরা তৃণমূল ভাঙতে মরিয়া হয়ে উঠেছিলেন। ওজন না বুঝেই দলবদলুদের জন্য পাঠিয়ে দিয়েছিলেন চার্টার্ড প্লেন। কারণ? মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে মরচে ধরা ‘মোদি ম্যাজিকে’র গায়ে রংয়ের প্রলেপ দিয়ে চকচকে করা। সেই বাসনা থেকেই নরেন্দ্র মোদি এবং অমিত শাহ বঙ্গে শুরু করেছিলেন ডেলি প্যাসেঞ্জারি। বাঘের গুহায় ঢুকে বাঘ মেরে তাঁরা ‘বাঘাযতীন’ হতে চেয়েছিলেন। উল্টে বাঘই তাঁদের গিলে খেয়েছে।
দিলীপবাবুর হাত ধরেই এরাজ্যে বিজেপির উত্থান। সেটা তাঁর অতি বড় সমালোচকও মানেন। তবে, যেটা তাঁর সাফল্যের উপাদান, সেটাই সমালোচনার কারণ। দিলীপবাবু সমালোচিত হয়েছেন তাঁর আলটপকা ও গরম গরম মন্তব্যের জন্য। শাসক দলের মোকাবিলায় তাঁর হুমকির ভাষা কখনও কখনও সিনেমায় ভিলেনের সংলাপকেও হার মানিয়েছে। মিঠুন চক্রবর্তীর মারব এখানে লাশ পড়বে শ্মশানের স্টাইলে তিনি তৃণমূলীদের উদ্দেশে বলেছেন, আসবে হেঁটে, ফিরবে খাটিয়ায় চেপে। মুখের ভূগোল এমন করে দেব, মা, বউ দেখলেও চিনতে পারবে না। বুদ্ধিজীবীদের সমালোচনার উত্তরে বলেছেন, ‘রগড়ে দেব’।
বহু ক্ষেত্রেই তাঁর ‘ভাষা-সন্ত্রাস’ শালীনতার গণ্ডি অতিক্রম করেছে। তার জেরে রাজ্যজুড়ে নিন্দার ঝড় বয়েছে। এমনকী, বিজেপির বহু নেতাও প্রকাশ্যে কড়া সমালোচনা করেছেন। কিন্তু, কখনও দিলীপবাবু নিজের কথা থেকে পিছিয়ে আসেননি। আর পাঁচজন রাজনীতিকের মতো বিপাকে পড়ে পাল্টি খাননি। একবারও বলেননি, আমার কথার অপব্যাখ্যা হচ্ছে। এটাই দিলীপ ঘোষের স্টাইল।
দিলীপবাবু এমন একটা সময় বিজেপির সভাপতি হয়েছিলেন, যখন এরাজ্যে বিরোধী বলে প্রায় কিছুই ছিল না। ভয়ে ঘরে ঢুকে গিয়েছিল সিপিএম। বিজেপি সবে অঙ্কুরিত হচ্ছে। ফাঁকা মাঠে তখন শুধুই শাসক দলের মাতব্বরদের দাপাদাপি। মানুষ ভয়ে প্রতিবাদ করার সাহস পেত না। তেমনই এক সময়ে বিজেপির হাল ধরেছিলেন দিলীপবাবু। তিনি বুঝেছিলেন, সিপিএমের ঘরে ঢুকে যাওয়া কর্মীদের কাছে টানতে হলে আগে সাহস জোগাতে হবে। আর তার একটাই রাস্তা, গরম গরম ভাষণ। তাই কথার ফুলঝুরির আগুনে তিনি মিইয়ে যাওয়া বাম কর্মীদের মনোবল সেঁকেছিলেন। তাঁর সেই গেমপ্ল্যান যে সফল, সেটা সবচেয়ে বেশি বুঝতে পারছেন সিপিএম নেতারা।
সভ্য সমাজ যাকে মান্যতা দেয় না সেটাই অশালীন, অশোভন। দিলীপবাবুর বহু কথা সভ্য সমাজে পাতে দেওয়ার অযোগ্য। তবুও তিনি সেই রাস্তাতেই হেঁটেছেন। কারণ দিলীপবাবু রাজ্য সভাপতির দায়িত্ব নিয়েই বুঝেছিলেন, ঢাল, তরোয়াল বিহীন দলের তিনি হলেন ‘নিধিরাম সর্দার’। তাই সংগঠন দিয়ে তৃণমূলের মোকাবিলা অসম্ভব। টক্কর নেওয়ার রাস্তা একটাই, রক্ত গরম করা ভাষণ। রাজ্য সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকে সেটাই তিনি নিষ্ঠাভরে করে গিয়েছেন। তারজন্য সুশীল সমাজ তাঁকে অপছন্দ করলেও তিনি লাইন বদল করেননি। কারণ তিনি জানেন, তাঁর গরম গরম ভাষণ দলের নিচুতলার কর্মীদের কাছে ‘ভোকাল টনিকে’র কাজ করে।
ব্যর্থতার যাবতীয় দায় যে দিলীপ ঘোষের ঘাড়েই চাপতে চলেছে, তা তাঁকে দিল্লি তলবের দিন‌ই স্পষ্ট হয়ে গিয়েছিল। নাড্ডাজির জরুরি তলবের পরেও তাঁকে একটা দিন ‘ওয়েটিং রুমে’ ফেলে রাখা হয়েছিল। তখনই বোঝা গিয়েছিল, রাজ্য সভাপতির পদ থেকে তাঁর বিদায় স্রেফ সময়ের অপেক্ষা। দিলীপবাবুকে না সরালে বঙ্গে ব্যর্থতার দায় 
বিজেপির দিল্লির নেতাদের ঘাড়ে গিয়ে চাপত। কিন্তু রাজা কখনও ভুল করতে পারেন না। তাই দিলীপই হলেন ‘বলির পাঁঠা’।
তাৎপর্যপূর্ণ হল, রাজ্য সভাপতি বদলের টাইমিং। পরিবর্তন নির্দিষ্ট সময়ে হলে চর্চা হয় কম। মেয়াদ শেষে বা উপনির্বাচনের পর দিলীপবাবুকে সরানো হলে হয়তো কোনও প্রশ্নই উঠত না। কিন্তু মমতার উপনির্বাচনের মুখে বিজেপি রাজ্য সভাপতি বদল করায় অনেকের মনে প্রশ্ন জাগছে, এই সময়ে সভাপতি পরিবর্তনের পিছনে কি অন্য কোনও কৌশল রয়েছে?
ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হওয়ার প্রস্তাব যে অনেকেই ফিরিয়ে দিয়েছেন, সেকথা নিজে মুখে কবুল করেছিলেন দিলীপ ঘোষ। শেষপর্যন্ত প্রিয়াঙ্কা টিবরিওয়ালকে প্রার্থী করে মুখরক্ষার লড়াইয়ে নেমেছে বিজেপি। মমতার সঙ্গে ধারেভারে কোনও কিছুতেই বিজেপি প্রার্থীর তুলনা চলে না। বিধানসভা নির্বাচনে মোদি-অমিত শাহ জুটি ‘ঝড়’ তোলার পরেও ভবানীপুরে তৃণমূল জিতেছিল প্রায় ২৮ হাজার ভোটে। তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। মমতা একের পর এক নির্বাচনী প্রতিশ্রুতি পালন করেছেন। তাঁর লক্ষ্মীর ভাণ্ডার সমস্ত সামাজিক প্রকল্পের জনপ্রিয়তাকে ছাপিয়ে গিয়েছে। এই অবস্থায় মানুষের চর্চার মধ্যে থাকাটাই বিজেপির কাছে মস্ত বড় চ্যালেঞ্জ।
বিজেপির ৩৮ শতাংশ ভোটের বেশিরভাগটাই সিপিএম থেকে আসা। মমতার সরকার উল্টে যাবে এমন আশায় বহু কট্টর বামকর্মীও বিজেপিকে ভোট দিয়েছিলেন। কিন্তু এখন তাঁরা বুঝেছেন, সবটাই ছিল প্রচারের ধাপ্পাবাজি। তাই তাঁদের অনেকেরই মোহভঙ্গ হচ্ছে। এর পাশাপাশি যত দিন যাচ্ছে বিজেপি ততই ভাঙছে। দলবদলু নেতারা একে একে ফিরছেন তৃণমূলে। এমনকী, ঘরের ছেলেদেরও বিজেপি ধরে রাখতে পারছে না। এই অবস্থায় বিজেপির ভোট কোথায় গিয়ে ঠেকবে বলা কঠিন।
ভবানীপুরের উপনির্বাচনের লড়াইয়ে কংগ্রেস না থাকলেও আছে সিপিএম। বিজেপির সেটাই চিন্তার জায়গা। ভবানীপুরে বিজেপিকে সিপিএম টেক্কা দিয়ে বেরিয়ে যাবে, এমনটা নয়। কিন্তু সিপিএমের কিছুটা শক্তি বাড়ালেই চাপে পড়বে বিজেপি। আচমকা দিলীপ ঘোষকে সরিয়ে সেই চাপ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন অমিত শাহরা। এর আগেও একইভাবে নানা ইস্যু তৈরি করে প্রাসঙ্গিকতা ফিরে পাওয়ার চেষ্টা করেছে বিজেপি।
২০১৯ সালে লোকসভা ভোটে ১৮টি আসন পাওয়ার পর দিলীপ ঘোষকে নিয়ে কর্মী সমর্থকদের বাড়াবাড়ি বিজেপির প্রভাবশালীরা ভালো চোখে দেখেননি। সম্ভবত তখন থেকেই দিলীপবাবুকে টেনে নামানোর ব্লুপ্রিন্ট তৈরি শুরু। তাঁর ‘ডানহাত’ বলে পরিচিত সুব্রত চট্টোপাধ্যায়কে সংগঠন থেকে সরিয়ে দেওয়াটা ছিল সেই নীল নকশার প্রথম পদক্ষেপ। বাংলার ভোটেও তাঁকে গুরুত্বহীন করে রাখা 
হয়েছিল। প্রার্থী ঠিক করার ব্যাপারে তাঁর চেয়েও অনেক বেশি গুরুত্ব পেয়েছেন ‘দলবদলু’ নেতারা। এমনকী, বিজেপি ক্ষমতা দখল নিশ্চিত বোঝাতে মন্ত্রিসভা গঠনের জন্য চার চারজন সাংসদকে বিধানসভার টিকিট দেওয়া হয়েছিল। সেখানেও দিলীপ ঘোষের নাম ছিল না। মোদিজির মন্ত্রিসভায় বাংলায় তাঁর হাঁটুর বয়সি নেতারা জায়গা পেলেও 
তাঁর ঠাঁই হয়নি। এরপরেও যাঁরা দিলীপবাবুর সর্বভারতীয় সহ সভাপতি হওয়াকে প্রোমোশন বলছেন, তাঁরা বিদ্রুপ করছেন।
মুখ বদলে ‘মুখরক্ষা’ মোদি-অমিত শাহ জমানার নয়া কৌশল। গুজরাত থেকে বাংলা, সর্বত্র একই ট্রেন্ড। কেন্দ্রের ব্যর্থতার দায় অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে মানুষকে বোকা বানানোর এই টেকনিক তাঁদেরই আমদানি। দিলীপ ঘোষকে সরিয়ে দিয়ে সুকান্ত মজুমদারকে বসানো তারই অঙ্গ। 
এভাবে দলের ভাঙন ঠেকানো যাবে কি না, বিভাজনের রাজনীতি চালিয়ে গিয়েও সুশীল সমাজকে পাশে পাবে কি না, সেটা সময়ের উপর ছেড়ে দেওয়াই ভালো। তবে, বঙ্গে বিজেপিকে প্রতিষ্ঠিত করার কাণ্ডারীর এই ‘ঘাড়ধাক্কা’ খাওয়াটা দলের আদিদের জন্য অশনি সঙ্কেত। ৩ থেকে ৭৭-এ পৌঁছে দিয়েও দিলীপ ঘোষ সম্মান পেলেন না। বঙ্গ বিজেপির ইতিহাসে তিনি ‘উপেক্ষিত নায়ক’ হয়েই থেকে গেলেন।
25th  September, 2021
মোদির মন শুধু ফ্যাশনে,
আগ্রহ নেই শাসনে
সন্দীপন বিশ্বাস

তাঁর আত্মবিশ্বাসে ভাটার টান । তিনি চিন্তিত মমতার উত্থান নিয়েও। যেভাবে তিনি একদিন গুজরাতের মুখ্যমন্ত্রী থেকে দ্রুত মানুষের মন জয় করে দেশের শীর্ষ ক্ষমতা দখল করেছিলেন, আজ মমতার তেমনই উত্থানে তিনি সিঁদুরে মেঘ দেখছেন।
বিশদ

আত্মবিশ্বাস ও আবেগের মিশেল...মমতা
শান্তনু দত্তগুপ্ত

এতটুকু ফাঁক রাখতে নারাজ তৃণমূল নেত্রী। রাজনীতির প্রোটোকল মেনে, গা বাঁচিয়ে, ঠুনকো সম্মানের চাদর গায়ে দিয়ে ভাষণ নয়, বরং মানুষের সঙ্গে মিশে আর্জিটুকু পৌঁছে দেওয়া... আপনাদের প্রত্যেকটা ভোট আমার কাছে গুরুত্বপূর্ণ। বিশদ

28th  September, 2021
বিদ্বেষপূর্ণ এবং মিথ্যে ধর্মযুদ্ধ

ইতিহাস বলছে, ক্রুসেডস হল কিছু ধর্মযুদ্ধ, যা একাদশ শতকের শেষাশেষি শুরু হয়েছিল। লড়াইগুলো হয়েছিল ১০৯৫ এবং ১২৯১ খ্রিস্টাব্দের ভিতরে। ইতিহাস সাক্ষ্য দেয় যে এসব সংঘটিত হয়েছিল ইউরোপীয় খ্রিস্টানদের দ্বারা। বিশদ

27th  September, 2021
ভবানীপুর থেকেই শুরু হোক নয়া ইতিহাস
হিমাংশু সিংহ

রাজ্য রাজনীতির এই সন্ধিক্ষণে ভবানীপুর থেকেই অশুভ শক্তির বিনাশের শপথ নিতে হবে। বাংলার পবিত্র মাটিতে ভিনদেশি ষড়যন্ত্রকে হারাতে হবে। ৩০ সেপ্টেম্বর ঝড় বৃষ্টি দুর্যোগ যাই হোক ভোট দেওয়া প্রত্যেক ভবানীপুরবাসীর অবশ্য কর্তব্য। বিশদ

26th  September, 2021
ম্যানগ্রোভকে ঘিরেই
সুন্দরবনবাসীর হাসি-কান্না
শ্যামল মণ্ডল

লক্ষ্য সুন্দরবনের মধ্যে আরও একটি ‘সুন্দর’বন গড়ে তোলা। আর এই উদ্দেশ্য সফল করতে নদীবাঁধের ধার বরাবর বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ গাছের প্রাচীর গড়ে তোলা হচ্ছে। গত তিন বছর ধরে চলছে এই কৃত্রিম ‘ম্যানগ্রোভ বন’ তৈরির কাজ। বিশদ

25th  September, 2021
প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টায়
অন্যায়ের কী আছে?
সমৃদ্ধ দত্ত

উত্তমকুমার বাংলা সিনেমা জগতে সুপারস্টার হয়ে যাওয়ার পর স্থির করেছিলেন, এবার একবার হিন্দি চলচ্চিত্র সাম্রাজ্যে ভাগ্যান্বেষণের চেষ্টা করলে কেমন হয়? সেই প্রয়াস তিনি করেছিলেন। কিন্তু ভুল গাইডেন্স, সঠিক পরিকল্পনার অভাব এবং কিছু পারিষদবর্গের স্বার্থান্বেষী দিশানির্দেশের সম্মিলিত ফলাফল হিসেবে তাঁর সেই উদ্যোগটি সফল হতে পারেনি।
বিশদ

24th  September, 2021
বিমা দুর্নীতির ইতিহাস
ভুলে গিয়েছেন মোদি
মৃণালকান্তি দাস

সরকারি জীবন বিমা সংস্থায় আমজনতা টাকা রাখেন নিরাপদ মনে করে। একের পর এক দুরবস্থা সামাল দিতে তাকেই এগিয়ে দিয়ে সাধারণ মানুষের কষ্টার্জিত পুঁজিকে ঝুঁকির মুখে ফেলা হচ্ছে কেন? যে রুগ্ন সংস্থাগুলিকে এলআইসি টাকা ধার দিয়েছে, তা শোধ না হলে কী হবে?
বিশদ

23rd  September, 2021
আফগান মেয়েদের কথা
ভাবলই না চীন, রাশিয়া
হারাধন চৌধুরী

চীন-রাশিয়ারই অস্ত্রে বলীয়ান হয়ে তালিবান এই যে মানবাধিকারকে লাগাতার বলাৎকার করে যাচ্ছে, তাতে সিলমোহর দিচ্ছে কোন নীতিতে এই দুই ‘মহান’ রাষ্ট্র? শুধু চীন, রাশিয়ার ‘অর্ধেক আকাশ’ মুক্ত থাকলেই হল, তাই তো! বিশদ

22nd  September, 2021
লগ্ন মেনেই টিকা!
মোদির ভারতের ভবিতব্য
শান্তনু দত্তগুপ্ত

আপনার জন্মদিনের প্রোপাগান্ডায় আড়াই কোটি ভ্যাকসিনের ডোজ আমাদের মনে কিছু প্রশ্নের ঝড় তুলে দেয়। সেখানেও হিসেবে গরমিলের অভিযোগ ওঠে। আমরা ভাবতে বাধ্য হই, আপনি শুধুই নিজের তূণীর সমৃদ্ধ করতে বেশি আগ্রহী। একদিন ২৫ লক্ষ ভ্যাকসিন, আর একদিন আড়াই কোটি ডোজের অঙ্কে সাধারণ মানুষের জীবনের পথ মসৃণ হয় না। তাতে কাঁটার সংখ্যা বাড়তেই থাকে। 
বিশদ

21st  September, 2021
বৈষম্য ও অবিচার
বড্ড চোখে লাগছে
পি চিদম্বরম

রাজ্য সরকারগুলি রাজ্যের করদাতাদের টাকায় কেন সরকারি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা করবে? কেন ছেলেমেয়েরা মাতৃভাষার মাধ্যমে পড়বে? কেন রাজ্য বোর্ডের পরীক্ষায় বসবে? রাজ্য শিক্ষা বোর্ড রেখে দেওয়ার আদৌ যুক্তি আছে কি আর? শহুরে ছাত্ররা কি পিএইচসি এবং মফস্‌সলের হাসপাতালগুলিতে রোগীর সেবা করবে? ‘মেরিট’ সম্পর্কে এক সন্দেহজনক তত্ত্ব খাড়া করে নিট মারাত্মক বৈষম্য ও অবিচারের এক নতুন যুগের সূচনা করছে।
বিশদ

20th  September, 2021
মোদির গৌরব, অগৌরব
ও বিপন্ন সাংবাদিকতা
হিমাংশু সিংহ

আমেদাবাদের সাংবাদিক ধবল প্যাটেল গত প্রায় এক বছর দেশছাড়া। তাঁর অপরাধ কী? সওয়া এক বছর আগে তিনি লিখেছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানিকে সরতে হচ্ছে। আজ ১৬ মাস বাদে তাঁর পূর্বাভাস মিলেও গিয়েছে হুবহু। গত ১১ সেপ্টেম্বর নিজেই ইস্তফা দিয়েছেন কিংবা বাধ্য হয়ে সরে গিয়েছেন মুখ্যমন্ত্রী রুপানি। বিশদ

19th  September, 2021
মোদিকে টক্কর দিচ্ছেন মমতা
তন্ময় মল্লিক

ক্ষমতায়, পদমর্যাদায়, দাপটে, প্রভাবে যে কোনও মুখ্যমন্ত্রীর চেয়ে প্রধানমন্ত্রী অনেক অনেক এগিয়ে। কিন্তু টাইমের সমীক্ষায় ফারাকটা তেমন কিছু নয়, বরং খুব কাছাকাছি। পৃথিবীর বিখ্যাত ম্যাগাজিন ‘টাইম’ জানিয়ে দিল, এই মুহূর্তে নরেন্দ্র মোদির সঙ্গে টক্কর দেওয়ার ক্ষমতা ভারতবর্ষের একজনেরই আছে। নাম তাঁর মমতা।
বিশদ

18th  September, 2021
একনজরে
দীর্ঘ ১২ বছর পর ম্যাঞ্চেস্টার ইউনাইটেড জার্সিতে ফিরেই জাল কাঁপিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রথম তিনটি ম্যাচে চারটি গোল লেখা হয়েছিল তাঁর নামের পাশে। ...

করোনার বাড়বাড়ন্তের জেরে গত বছর উচ্ছাসে কিছুটা ভাটা পড়লেও এবারে বিষ্ণুপুর মহকুমার তিন জমিদারবাড়ির পুজোয় দর্শনার্থীদের ঢল নামবে। এমনই আশা ব্যক্ত করেছেন জমিদার পরিবারের সদস্যরা। ...

প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পেতে সরকারি আধিকারিকদের ঘুষ দেওয়া ‘বৈধ’। এমনই ‘সিলমোহর’ দিয়ে বিতর্কে জড়ালেন মধ্যপ্রদেশের বিএসপি বিধায়ক রমাবাঈ পারিহার। শুধু তাই নয়, কত টাকা ...

২০১৬ সালে নবম ও দশম শ্রেণির জন্য ইতিহাসের শিক্ষক নিয়োগের উদ্যোগ নিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। ওই বছরেই নেওয়া পরীক্ষার উত্তরপত্রে ভুল থাকার অভিযোগ ওঠে। মামলা ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মে সাফল্য ও সুনাম বৃদ্ধি। উকিল, মৃৎশিল্পীদের শুভ। সংক্রমণ থেকে শারীরিক অসুস্থতা হতে পারে। আর্থিক ... বিশদ


ইতিহাসে আজকের দিন

আন্তর্জাতিক কফি দিবস
বিশ্ব হার্ট দিবস
বিশ্ব শিশু অধিকার দিবস

১৭২৫- ভারতের প্রথম ইংরেজ শাসক রবার্ট ক্লাইভের জন্ম
১৮৪১ - ভারতে প্রথম সর্বোচ্চ ফরাসি সম্মান - 'লেজিয়ঁ দনার' এ সম্মানিত বাঙালি উদ্যোগপতি দুর্গাচরণ রক্ষিতের জন্ম
১৮৯২: প্রথম রাতে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়
১৯২৯: বিবিসি প্রথম পরীক্ষামূলক টিভি সম্প্রচার শুরু করে
১৯৩২: অভিনেতা মেহমুদের জন্ম
১৯৩৫ - ছাপাখানায় প্রথম বাংলা লাইনোটাইপ ব্যবহৃত হয়
১৯৩৯ - ব্রিটেনে পরিচয়পত্র প্রথা চালু হয়
১৯৪২ - স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরা শহীদ হন
১৯৭১: ওড়িশা, পশ্চিমবঙ্গে ঝড় ও সামুদ্রিক জলোচ্ছ্বাসে অন্তত ১০ হাজার মানুষের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭২.৯৯ টাকা ৭৪.৭০ টাকা
পাউন্ড ৯৯.৪৫ টাকা ১০২.৯৪ টাকা
ইউরো ৮৪.৭৮ টাকা ৮৭.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৬,৮০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৪, ৪০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৫,০৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬০,৪০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬০,৫০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১২ আশ্বিন ১৪২৮, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১। অষ্টমী ৩৭/২৭ রাত্রি ৮/৩০। আর্দ্রা নক্ষত্র ৪৪/৪৬ রাত্রি ১১/২৬। সূর্যোদয় ৫/৩০/৫৮, সূর্যাস্ত ৫/২৩/১৪।  অমৃতযোগ দিবা ৬/১৮ মধ্যে পুনঃ ৭/৬ গতে ৭/৫৩ মধ্যে পুনঃ ১০/১৫ গতে ১২/৩৯ মধ্যে। রাত্রি  ৬/১১ গতে ৬/৫৯ মধ্যে পুনঃ ৮/৩৭ গতে ৩/৬ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৬/১৮ গতে ৭/৬ মধ্যে পুনঃ ১/২৬ গতে ৩/৪৭ মধ্যে। বারবেলা ৮/২৯ গতে ৯/৫৮ মধ্যে পুনঃ ১১/২৮ গতে ১২/৫৭ মধ্যে। কালরাত্রি ২/২৯ গতে ৪/০ মধ্যে। 
১২ আশ্বিন ১৪২৮, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১। অষ্টমী  অপরাহ্ন ৪/৩৭। আর্দ্রা নক্ষত্র রাত্রি ৯/১৮। সূর্যোদয় ৫/৩১, সূর্যাস্ত ৫/২৫। অমৃতযোগ দিবা ৬/২১ মধ্যে ও ৭/৮ গতে ৭/৫৪ মধ্যে ও ১০/১৪ গতে ১২/৩৩ মধ্যে এবং রাত্রি ৬/১ গতে ৬/৫১ মধ্যে ও ৮/৩০ গতে ৩/৬ মধ্যে। মাহেন্দ্রযোগ  দিবা ৬/২১ গতে ৭/৮ মধ্যে ও ১/১৯ গতে ৩/৩৯ মধ্যে। কালবেলা ৮/২৯ গতে ৯/৫৯ মধ্যে ও ১১/২৮ গতে ১২/৫৭ মধ্যে। কালরাত্রি  ২/২৯ গতে ৪/০ মধ্যে। 
২১ শফর।

ছবি সংবাদ

এই মুহূর্তে
কেন্দ্রীয় বাহিনী বাড়ছে ভবানিপুরে
রাত পোহালেই ভবানিপুরে উপনির্বাচন। তার আগে কেন্দ্র বাহিনী বাড়ানো হচ্ছে ...বিশদ

05:54:46 PM

তৃণমূলে যোগ দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী
তৃণমূলে যোগ দিলেন লুইজিনহো। আজ, বুধবার গোয়ার এই প্রাক্তন মুখ্যমন্ত্রী ...বিশদ

04:49:35 PM

ভারত ও আফগানিস্তানের মধ্যে চালু হোক বিমান পরিষেবা, আর্জি তালিবানের
ফের চালু করা হোক ভারত ও আফগানিস্তানের মধ্যে বিমান পরিষেবা। ...বিশদ

03:02:47 PM

রঘুনাথপুরে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় মৃত্যু গবাদি পশুর
গতকাল রাত থেকেই অতিরিক্ত বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার জের। যার ...বিশদ

02:33:00 PM

মালদহে ব্রাউন সুগার ও এক লক্ষ টাকার জাল নোট সহ গ্রেপ্তার ৩
৩৫১ গ্রাম ব্রাউন সুগার ও এক লক্ষ টাকার জাল নোট ...বিশদ

02:17:37 PM

দুর্গাপুর শিল্পাঞ্চলে প্রবল বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত দুর্গাপুজোর মণ্ডপ
দুর্গাপুর শিল্পাঞ্চলে নিম্নচাপের জেরে অতিরিক্ত বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় ক্ষতিগ্রস্ত ...বিশদ

02:07:46 PM