Bartaman Patrika
সম্পাদকীয়
 

দাম: আশু সুরাহা চায় মানুষ 

সাম্প্রতিক অতীতে ভারতে অর্থনীতির অবনমনের শুরু ডিমানিটাইজেশন থেকে। নোট বাতিলের ধাক্কায় ভারতবাসীর জীবন-জীবিকার যখন নাভিশ্বাস ওঠার উপক্রম, ঠিক সেইসময়ই নামিয়ে আনা হয় আরও এক আঘাত। চাপিয়ে দেওয়া হয় ত্রুটিপূর্ণ জিএসটি। নোটবন্দির ভয়াবহ হানার চার বছর ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে। জিএসটির খামখেয়ালের বয়স তার থেকে মাস আটেক কম। কংস রাজার বদ ফরমাসের বিরুদ্ধে লড়াই করেই বাঁচার চেষ্টা চালাচ্ছিল অর্থনীতি—পুরো কাজের বাজার—কৃষি, শিল্প ও পরিষেবা মিলিয়ে সুবৃহৎ উৎপাদন ক্ষেত্রটি। কিন্তু ২০২০ সাল ঠিকঠাক গতি নেওয়ার আগেই বিধি বাম হল আরও একবার। করোনা ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে ত্রাহি মধুসূদন রব উঠে গিয়েছে। শতাব্দীর প্রথম এই মহামারী থেকে ১৩৫ কোটি ভারতবাসীকে বাঁচাতে মার্চের শেষদিকে দেশজুড়ে জারি করা হল লকডাউন। প্রায় সমস্ত ক্ষেত্র স্তব্ধ হয়ে গেল টানা দু’মাসের বেশিকাল। জুনের গোড়ায় আনলক শুরু হলেও জীবন-জীবিকা এখনও স্বাভাবিক হয়নি। স্বভাবতই উৎপাদন ও আর্থিক বিকাশ স্বাভাবিক হওয়ার প্রশ্ন ওঠে না। সব মিলিয়ে গত সাড়ে তিন-চার বছর যাবৎ ভারতবাসী আর্থিক দিক থেকে মোটেও ভালো নেই। টাকা যে কথা বলে! টাকাই আমাদের বাকশক্তি। যার পকেটে যেমন টাকা সে তেমন কথা বলে। পকেট ভরা থাকলে আমাদের চোখে মুখে তার ছাপটা স্পষ্ট হয়ে ওঠে। কোথাও হাসি, সুখানুভবের প্রকাশ থাকে। উল্টো দিকে, পকেট ফাঁকা থাকলে চোখে মুখে রয়ে যায় তারও ছাপ। আমরা তখন মনমরা, বিষাদগ্রস্ত।
বিষাদ জীবনের অঙ্গ। মানুষই নিজের চেষ্টায় বিষাদ কাটিয়ে ওঠে। আনন্দের পরিবেশ গড়ে তোলে। তার জন্য মানুষকে অর্থোপার্জন করতে হয়। ভারতবাসী জুন থেকে সেই চেষ্টাতেই আছে। কিন্তু এই আটমাসে গণপরিবহণ স্বাভাবিক হয়নি। বাস, ট্যাক্সি, অটোরিকশ প্রভৃতি সীমিত পরিসরে আগেই চালু হয়েছে। অতি সম্প্রতি চলতে শুরু করেছে মেট্রো রেল এবং লোকাল ট্রেন। স্বাভাবিক হতে এখনও যে কিছুটা সময় নেবে তা বেশ বোঝা যাচ্ছে। সব মিলিয়ে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন পরিযায়ী শ্রমিকরা এবং অন্যান্য অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে যুক্ত মানুষজন। ছোটখাটো কাজ বা ব্যবসার সঙ্গে যুক্ত পরিবারগুলিও। অর্থাৎ এমএসএমই নামে চিহ্নিত যে শিল্পক্ষেত্র, তার সবচেয়ে বড় অংশটি। কমবেশি ১২ কোটির অধিক পরিবার আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল। লোকসংখ্যার হিসেবে কমপক্ষে ৫০ কোটি। আনলক পর্বে অর্থনীতিতে গতিসঞ্চার শুরু হয়েছে। কিন্তু যতটা প্রয়োজন তার ধারেকাছেও হয়নি গত পাঁচ-ছ’মাসে। গরিব মানুষের আয় নিশ্চিত হয়নি। আজ খাচ্ছেন বটে, কাল তাঁরা কী খাবেন, জানেন না।
অবস্থা এতটা খারাপ হতো না যদি জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখা যেত। চাল আটা ডাল তেল নুন সব্জি ডিম দুধ মাছ মাংস কোনওটাই যেন আর ছোঁয়ার মতো নেই। আলু পেঁয়াজ লঙ্কায় হাত দিলে ছ্যাঁকা লাগার অবস্থা! মানুষের হাতে যখন টাকা খুব কম, অথবা মোটে নেই, টানা অনেক দিন ধারদেনা করে চলছে—তখন নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দামটা যদি নাগালে থাকত—মানুষের কষ্ট এতটা জানান দিত না। সোমবার কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশিত পরিসংখ্যানেও রয়েছে মানুষের কষ্টেরই প্রতিফলন। পাইকারি এবং খুচরো দু’টি মূল্যসূচকই সাম্প্রতিককালের মধ্যে সর্বোচ্চ। অক্টোবরের পাইকারি মূল্যসূচক ছিল গত আটমাসের মধ্যে সবচেয়ে বেশি। একই সময়ে খুচরো মূল্যসূচকের যে হার চিহ্নিত হয়েছে সেটা গত সাত বছরে সর্বোচ্চ। এই প্রবণতার ভিতরে পাইকারি মূল্যসূচক আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন অর্থবাজারের বিশেষজ্ঞরা। প্রশ্ন উঠছে, সাধারণ মানুষের কষ্ট কি তাহলে আরও বাড়বে আগামীদিনে? কী করছে সরকার? মোদি সরকারের অর্থনীতি কি নিছকই বাগাড়ম্বর সর্বস্ব? মানুষ অত শত বোঝেন না। মানুষ আশু সুরাহা চায়। এটা তার প্রাপ্য, অর্জিত অধিকার। সরকারকে সেইমতো ব্যবস্থা করতে হবে। অতঃপর সরকার তার নীতির ঢাক যেমন খুশি পেটাক, সাধারণ মানুষ তা নিয়ে মাথা ঘামাতে যাবে না।
18th  November, 2020
যে মর্যাদা নেতাজির অবশ্যপ্রাপ্য

নেতাজি সংক্রান্ত গোপন ফাইলপত্র প্রকাশ্যে আনবে ভারত সরকার। ১৪ অক্টোবর, ২০১৫ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘোষণা করে ভারতের রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছিলেন। ২০১৬ সালের ২৩ জানুয়ারি একশোটি গোপন ফাইল প্রকাশ করে বাহবা কুড়িয়েছিলেন তিনি। বিশদ

মন জয়ের চেষ্টা!

একটি শিশু যখন আধো আধো কথা বলতে শুরু করে তখন মিষ্টিই শোনায়। কিন্তু বড়বেলায় সেই আধো আধো কথা থেকে গেলে তা হয় হাস্যকর। কখনও মনে হয় বয়স কম দেখানোর অপচেষ্টা। বাংলাকে বঞ্চিত রেখে প্রধানমন্ত্রীর ভাঙা বাংলায় ভাষণ বা কবিতা পাঠের বঙ্গপ্রেম অনেকটা সেরকমই! বিশদ

01st  December, 2020
কৃষকদের সঙ্গে কথা বলুন মোদি

দু’মাসের বেশি হয়ে গেল মোদি সরকার বিতর্কিত কৃষি বিলগুলি পাশ করিয়ে নতুন আইনে পরিণত করেছে। সংসদে বিল উত্থাপনের শুরু থেকেই বিরোধিতা করেছিল সমস্ত বামপন্থী দল, অকালি দল, কংগ্রেস, তৃণমূল প্রভৃতি। বিজেপি-বিরোধী বেশিরভাগ দলই এই বিল তথা আইনের বিপক্ষে ছিল। বিশদ

30th  November, 2020
মন্দের ভালো

আমাদের দেশে বহু মানুষের কাছে এখনও শিক্ষার আলো পৌঁছয়নি। পণ্ডিতদের কাছে অর্থনীতিতে মন্দা, জিডিপি বৃদ্ধির হার ঋণাত্মক হওয়া ইত্যাদি বিষয় গুরুত্ব পেলেও আম জনতা এই বিষয়গুলি নিয়ে বিশেষ মাথা ঘামায় না। শিক্ষিত সমাজ বিষয়গুলির গুরুত্ব বুঝলেও দেশের সাধারণ মানুষ বিশেষত গরিব মানুষ অত শত বোঝে না। বিশদ

29th  November, 2020
স্বাস্থ্য বিপ্লব

দারিদ্র হল একটা দুষ্টচক্রের নিয়ন্তা। অশিক্ষা। তার থেকে অপুষ্টি। সেখান থেকে দুর্বল সমাজ। এই সমস্ত মন্দের কারণ হল দারিদ্র। অর্থাৎ একটা খারাপ থেকে আর একটা খারাপের মধ্য দিয়ে সমাজটাকে নিরন্তর টেনে-হিঁচড়ে নিয়ে যায় দারিদ্র। দরিদ্র সমাজের আয়ের বেশিরভাগটা খাদ্যের পিছনে খরচ হয়ে যায়। বিশদ

28th  November, 2020
বোর্ডের পরীক্ষা: উচিত সিদ্ধান্ত

লড়াই এখনও অব্যাহত। যে চ্যালেঞ্জ করোনা ভাইরাস ছুঁড়ে দিয়েছে তার মোকাবিলা সমানতালে চলছে। ভারতে আটমাস পেরিয়ে গিয়েছে। তবু বিশেষজ্ঞরা, সরকার, সাধারণ মানুষ কেউই নিশ্চিত নয় এই সংগ্রাম কবে শেষ হবে। এ এমন এক যুদ্ধ যাতে জয়লাভের বিকল্প নেই। অতএব অনেক ভেবেচিন্তেই পদক্ষেপ করতে হচ্ছে। বিশদ

27th  November, 2020
কবে ভ্যাকসিন: ধোঁয়াশা রইল

একেই বলে চর্বিতচর্বণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানেনই না দেশে কবে থেকে করোনা ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে বা তার ক’টি ডোজ। অথবা তার দাম কী! আর যদি জানেনও তাহলেও তিনি এব্যাপারে ভারতবাসীকে দিশা দেখাতে ব্যর্থ হলেন। বিশদ

26th  November, 2020
ভ্যাকসিন: ভীষণ স্বস্তির কথা

ইউনিক আইডেনটিফিকেশন আধার ইন্ডিয়া-র তরফে পশ্চিমবঙ্গের জন্য ২০২০ সালের মে মাসে প্রজেক্টেড পপুলেশন ছিল ৯ কোটি ৯৬ লক্ষের কিছু বেশি। সেই হিসেবে ভারতের চতুর্থ বৃহৎ জনসংখ্যার রাজ্য হল পশ্চিমবঙ্গ। অর্থাৎ ১০ কোটি জনসংখ্যার চাপ নিয়ে ২০২১ সালে প্রবেশ করতে চলেছে আমাদের রাজ্য। ভারত একটি গরিব দেশ। বিশদ

25th  November, 2020
এত দেরিতে বোধোদয়!

পরিযায়ী শব্দটার সঙ্গে আমরা অল্প বিস্তর পরিচিত। আমাদের মাতামাতি মূলত পরিযায়ী পাখিদের ঘিরে। শীতের সময়ে দূরদূরান্ত থেকে ঝাঁকে ঝাঁকে উড়ে আসা পরিযায়ী পাখি দেখার আকর্ষণ কম নয়। আর মানুষের ক্ষেত্রে? বিশদ

24th  November, 2020
জঙ্গিদের লক্ষ্য যদি ভ্যাকসিন 

করোনা মহামারী শতাব্দীর সবচেয়ে বড় বিপদ হিসেবে চিহ্নিত হয়েছে। তবে সভ্য সমাজের এই চিন্তার উল্টো দিকে হেঁটে চলেছে জঙ্গি গোষ্ঠীগুলি। তারা এটাকে বরং এক দুর্লভ মওকা হিসেবে বেছে নিয়েছে। জঙ্গি গোষ্ঠীগুলি জানে, এই পরিস্থিতিতে গণতান্ত্রিক রাষ্ট্রগুলি মানুষকে বাঁচাতে নানাভাবে ব্যস্ত রয়েছে। বিশদ

23rd  November, 2020
মড়ার উপর খাঁড়ার ঘা

করোনাকালে বহু মানুষেরই আয় কমেছে, অথচ বেড়েছে জিনিসপত্রের দাম। দু’মাস এক জায়গায় দাঁড়িয়ে থাকার পর ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম। তাই আশঙ্কাও বাড়ল। এমনিতেই গরিব-মধ্যবিত্তের এখন নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা। মূল্যবৃদ্ধির আঁচে দগ্ধ আম জনতা। প্রায় সব খাদ্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী। বিশদ

22nd  November, 2020
জীববৈচিত্র রক্ষার দায়িত্ব মানুষের

জীববৈচিত্রের জন্য ভারত একটি উল্লেখযোগ্য দেশ। গোরু, মহিষ, ছাগল, কুকুর, বিড়াল, হাঁস, মুরগির মতো অল্প কিছু প্রাণী গৃহপালিত। কিন্তু এর বাইরে জলে, জঙ্গলে আছে আরও কয়েকশো প্রাণী। কিছু নিরীহ, কিছু হিংস্র। মানুষের সংস্রবের বাইরে, প্রাকৃতিক পরিবেশে যেসব প্রাণী রয়েছে ভারতে তাদের সংরক্ষণ করা হয় মূলত তিনভাবে। বিশদ

21st  November, 2020
শাঁখের করাত! 

শুধু আবেগ নয়, প্রশ্নটা অধিকারের। তথ্য জানার অধিকার। নেতাজি অন্তর্ধান রহস্যের প্রকৃত সত্যটা কী তা জানার অধিকার দেশবাসী, বিশেষ করে বাংলার মানুষের আছে। এ প্রসঙ্গে কেন্দ্রের হাতে কী তথ্য আছে তা জানতে আগ্রহী বঙ্গবাসী। নেতাজির বিষয়ে যাবতীয় তথ্য এবার অন্তত কেন্দ্র সামনে আনুক। 
বিশদ

20th  November, 2020
স্বাগত উন্নয়নের রাজনীতি 

নির্ঘণ্ট ঘোষণা শুধু বাকি। সে নিতান্তই আনুষ্ঠানিকতা। এটুকু উপেক্ষা করলে পশ্চিমবঙ্গে ভোটের ঢাকে কাঠি কিন্তু পড়ে গিয়েছে। কোভিড পরিস্থিতিতে ভোট গ্রহণ নিয়ে যে আশঙ্কা ছিল সেটাও দূর করে দিয়েছে বিহার। পাশের রাজ্যে সফল ভোট গ্রহণের পর নতুন সরকারও তৈরি হয়ে গিয়েছে।  
বিশদ

19th  November, 2020
তৎপর হতেই বায়ুদূষণ কমল 

পশ্চিমবঙ্গে নানা জাতি ও ধর্মের মানুষের বাস। ভিন রাজ্যের বহু মানুষকে বাংলা আপন করে নিয়েছে। স্বাভাবিকভাবেই এখানে অন্যান্য অনেক রাজ্যের তুলনায় জনঘনত্ব বেশি। এই কারণে যে-কোনও ধরনের সংক্রমণ মোকাবিলার কাজটি করাও এখানে বেশ কঠিন। তবে হাল ছাড়েনি বাংলার প্রশাসন।   বিশদ

17th  November, 2020
ভরসার দৃষ্টান্ত

শরৎ-হেমন্ত হল পশ্চিমবঙ্গে উৎসবের কাল। প্রধান উৎসব দুর্গাপুজো। তার রেশ কাটার আগেই চলে আসে কালীপুজো। কালীপুজোর দিন পুরো বাংলায় পালিত হয় আলোর উৎসব—দীপাবলি। দীপাবলি আলোর উৎসব হলেও বাঙালি এদিন শুধু রকমারি প্রদীপ জ্বালিয়ে এবং বিদ্যুতের আলোয় সবদিক সাজিয়ে আর সন্তুষ্ট হয় না। আলোর উৎসবের আনন্দকে বহুবর্ধিত করে নিতে বাজি পোড়ায়। বিশদ

16th  November, 2020
একনজরে
পরিবার পরিকল্পনার অধিকাংশ সূচকে দেশে এক নম্বরে বাংলা। কেন্দ্রীয় সরকারের অক্টোবর মাসের তথ্য থেকে একথা জানা গিয়েছে। এই সূচকগুলির মধ্যে গর্ভনিরোধক ওষুধ বা পিল থেকে শুরু করে বন্ধ্যাত্বকরণ, মেয়েদের আইইউসিডি থেকে শুরু করে ছেলেদের নিরোধ ব্যবহার— অধিকাংশ ক্ষেত্রেই দেশে শীর্ষে ...

কৃষক বিক্ষোভের আঁচ ছড়াল দেশান্তরেও। কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বিক্ষোভরত ‘রোদে পোড়া, তামাটে’ মানুষগুলোর পরিবার ও বন্ধুদের জন্য চিন্তিত বলে জানিয়েছেন তিনি। ...

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে কুৎসামূলক প্রচার নিয়ে এবার বিজেপি’র এক উগ্র সমর্থকের বিরুদ্ধে কলকাতা পুলিসে অভিযোগ দায়ের হল। মঙ্গলবার শেক্সপিয়র সরণী থানায় এই অভিযোগ দায়ের করেন প্রয়াত প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর ছেলে তথা দলের সাধারণ সম্পাদক রোহন মিত্র। ...

সাখির (বাহরিন): গত সাতদিনে তিনবার কোভিড টেস্ট রিপোর্ট পজিটিভ এল ফর্মুলা-ওয়ান তারকা লুইস হ্যামিলটনের। যার জেরে আসন্ন সাখির গ্রাঁ প্রি’তে অংশ নিতে পারবেন না সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন রেসারটি। মঙ্গলবারই মার্সিডিজ-এএমজি পেট্রোনাস এফওয়ান দলের পক্ষ থেকে হ্যামিলটনের করোনায় আক্রান্তের খবর প্রকাশ্যে আনা ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

সম্পত্তিজনিত মামলা-মোকদ্দমায় সাফল্য প্রাপ্তি। কর্মে দায়িত্ব বৃদ্ধিতে মানসিক চাপবৃদ্ধি। খেলাধূলায়  সাফল্যের স্বীকৃতি। শত্রুর মোকাবিলায় সতর্কতার ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯৭৬: কিউবার প্রেসিডেন্ট হলেন ফিদেল কাস্ত্রো
১৯৮৪: ভোপাল গ্যাস দুর্ঘটনায় কমপক্ষে আড়াই হাজার মানুষের মৃত্যু
১৯৮৮: পাকিস্তানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন বেনজির ভুট্টো
১৯৮৯: ভারতের সপ্তম প্রধানমন্ত্রী হলেন ভিপিসিং 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৩.১৭ টাকা ৭৪.৮৮ টাকা
পাউন্ড ৯৭.২১ টাকা ১০০.৬৪ টাকা
ইউরো ৮৬.৯৬ টাকা ৯০.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৮,৯৮০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৬,৪৭০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৭,১৭০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬০,৯০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬১,০০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৬ অগ্রহায়ণ, ১৪২৭, বুধবার, ২ ডিসেম্বর ২০২০, দ্বিতীয়া ৩০/৪৪ সন্ধ্যা ৬/২৩। মৃগশিরা নক্ষত্র ১১/২২ দিবা ১০/৩৮। সূর্যোদয় ৬/৪/৪৩, সূর্যাস্ত ৪/৪৭/২৫। অমৃতযোগ দিবা ৬/৪৬ মধ্যে পুনঃ ৭/২৯ গতে ৮/১২ মধ্যে পুনঃ ১০/২১ গতে ১২/৩০ মধ্যে। রাত্রি ৫/৪০ গতে ৬/৩৩ মধ্যে পুনঃ ৮/২০ গতে ৩/২৫ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৬/৪৬ গতে ৭/২৯ মধ্যে পুনঃ ১/১৩ গতে ৩/২২ মধ্যে। বারবেলা ৮/৪৫ গতে ১০/৫ মধ্যে পুনঃ ১১/২৬ গতে ১২/৪৭ মধ্যে। কালরাত্রি ২/৪৫ গতে ৪/২৫ মধ্যে। 
 ১৬ অগ্রহায়ণ, ১৪২৭, বুধবার, ২ ডিসেম্বর ২০২০, দ্বিতীয়া সন্ধ্যা ৫/৪। মৃগশিরা নক্ষত্র দিবা ১০/২৪। সূর্যোদয় ৬/৬, সূর্যাস্ত ৪/৪৮। অমৃতযোগ দিবা ৬/৫৬ মধ্যে ও ৭/৩৮ গতে ৮/২০ মধ্যে ও ১০/২৮ গতে ১২/৩৫ মধ্যে এবং রাত্রি ৫/৪৩ গতে ৬/৩৬ মধ্যে ও ৮/২৫ গতে ৩/৩২ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৬/৫৬ গতে ৭/৩৮ মধ্যে ও ১/১৭ গতে ৩/২৪ মধ্যে। কালবেলা ৮/৪৬ গতে ১০/৭ মধ্যে ও ১১/২৭ গতে ১২/৪৭ মধ্যে। কালরাত্রি ২/৪৬ গতে ৪/২৬ মধ্যে। 
১৬ রবিয়ল সানি।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আপনার আজকের দিনটি
মেষ: সম্পত্তিজনিত মামলা-মোকদ্দমায় সাফল্য প্রাপ্তি। বৃষ: নানা উপায়ে অর্থপ্রাপ্তির সুযোগ। ...বিশদ

04:29:40 PM

ইতিহাসে আজকের দিনে
  ১৯৭৬: কিউবার প্রেসিডেন্ট হলেন ফিদেল কাস্ত্রো ১৯৮৪: ভোপাল গ্যাস ...বিশদ

04:28:18 PM

আইএসএল: হায়দরাবাদ ও জামশেদপুরের ম্যাচ ১-১ গোলে ড্র

09:33:58 PM

জিএসটি ফাঁকি: কলকাতা সহ রাজ্যের ১০৪টি ময়দা মিলে হানা আধিকারিকদের

06:29:00 PM

তৃতীয় একদিনের ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৩ রানে জয়ী ভারত

05:15:15 PM

কোভ্যাক্সিনের পরীক্ষামূলক প্রয়োগ: টিকা নিতে নাইসেডে ফিরহাদ হাকিম

04:15:35 PM