কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য ... বিশদ
সাধারণত ভোরবেলায় কিংবা রাতের দিকে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের চেষ্টা হয়। পাচারকারীরাও নানা কায়দায় এই সময়েই ভারতে বিভিন্ন জিনিস পাচার করার চেষ্টা করে। তাই রাতে অতিরিক্ত জওয়ান মোতায়েন করা হবে। সীমান্তরক্ষী বাহিনীর আশঙ্কা, সাধারণতন্ত্র দিবসের আগে বা পরে সীমান্তের পরিস্থিতি খারাপ করার জন্য ওপার বাংলা থেকে উস্কানি আসতে পারে। মুর্শিদাবাদ জেলায় ১২৫.৩৫ কিলোমিটার সীমান্ত রয়েছে। যার মধ্যে মাত্র ৪২.৩৫ কিলোমিটার স্থলভূমি। বাকি অংশ জল সীমানা। জেলার বেশিরভাগ সীমান্ত এলাকা সম্পূর্ণ খোলা। এইসব এলাকা দিয়েই চলে পাচার। অবৈধভাবে বহু অনুপ্রবেশকারী এপারে চলে আসে। বিএসএফ তাই বাড়তি সতর্ক।
বিএসএফের পূর্বাঞ্চলীয় কম্যান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, সাধারণত স্বাধীনতা দিবস, সাধারণতন্ত্র দিবসের মতো জাতীয় ছুটির আগে বিএসএফের তরফে এই ধরনের সতর্কতা জারি করা হয়। এবার এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করা হয়েছে। ওই সময়ে উত্তর-পূর্ব ভারত এবং পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্তে মহড়া চালানো হবে। এই বিষয়ে সীমান্ত লাগোয়া গ্রামগুলোর বাসিন্দাদের ভালো করে বোঝাতে হবে।
গত কয়েকদিন ধরে সীমান্তবর্তী গ্রামগুলিতে বিএসএফের জনসংযোগ কর্মসূচি বেড়েছে। বাসিন্দাদের সঙ্গে নিবিড় যোগাযোগ তৈরি করতে পারলে সীমান্ত সমস্যা অনেকটাই মিটবে বলে মনে করছেন আধিকারিকরা। তাই বিভিন্ন গ্রামে সচেতনতামূলক কর্মসূচি এবং সিভিক অ্যাকশন প্রোগ্রাম নিয়ে মানুষের সঙ্গে জনসংযোগ বাড়িয়েছে তারা। মুর্শিদাবাদ জেলার এক বিএসএফ আধিকারিক বলেন, এই জেলার সীমান্তের সবথেকে বড় সমস্যা হল ভারত ও বাংলাদেশের দু’টি গ্রামের মধ্যে কোনও বিভাজন রেখা নেই। দেখা যায় একটি মাঠের এপাশে ভারত, ওপারে বাংলাদেশ। তাই খুব সহজেই দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে চোরাচালান চলতে থাকে। মানুষদের বুঝতে হবে, এগুলি সম্পূর্ণ অবৈধ কাজ। মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ গড়ে তোলা হচ্ছে। আমরা এই সময়ে বাড়তি নজরদারি চালাচ্ছি, যাতে কোনও পাচার এবং অনুপ্রবেশ না হয়। সাগরপাড়ার সীমান্তবর্তী এলাকার বাসিন্দা নুরুল হাসান শেখ বলেন, এখন সীমান্তের মাঠে সর্ষে চাষ হয়েছে। অনেক চাষি সকাল বিকেলে সেখানে কাজে যান। আমরা মাঠের দিকে গেলে দেখতে পাচ্ছি দিনরাত বিএসএফ টহল দিচ্ছে। আগে এতো টহল ছিল না। আমরা গ্রামবাসীরাও সতর্ক।