কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য ... বিশদ
ময়নাগুড়িতে দীর্ঘদিনের বিজেপি নেতা ও কর্মী বলে পরিচিত অনুপ পাল। বিজেপির জেলা নেতৃত্বর সঙ্গে তাঁর দূরত্ব সকলের জানা। গত লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী জয়ন্তকুমার রায় অনুপ পালকে নিয়ে প্রচারে নেমেছিলেন ময়নাগুড়িতে। পুরনির্বাচনে তিনি ৯ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হন।
এদিনের সাক্ষাত্ ঘিরে বিজেপির জেলা সম্পাদক চঞ্চল সরকার বলেন, যে কেউ কারও সঙ্গে দেখা করতে পারে। তবে কেউ যদি দল ছেড়ে চলে যেতে চায়, তাঁকে আটকানো সম্ভব নয়। তৃণমূলের জেলা সভাপতি মহুয়া গোপ বলেন, এই বিষয়টি আমার জানা ছিল না। তবে, বিজেপির অনেক নেতাকর্মীরা আমাদের দলে আসার জন্য যোগাযোগ করছেন।
কাউন্সিলার ঝুলন বলেন, অনুপের সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়। ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য ছিলেন তিনি। উনি অসুস্থ। সে কারণে দেখা করে এলাম। দলের বিষয়ে কোনও আলোচনা হয়েছে কি না, সেটা আমি এই মুহূর্তে বলতে চাইছি না। অনুপ বলেন, দীর্ঘদিনের বন্ধু ঝুলন। যারা বৃহস্পতিবার বিজেপি থেকে তৃণমূলে গিয়েছে তারা কতটা আদর্শের লোক ছিল, বলে আমার জানা নেই। তৃণমূলে যোগদান করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে কি? অনুপবাবু সেই উত্তর এড়িয়ে গেলেন।
- নিজস্ব চিত্র