মানসিক উত্তেজনার বশে ঘরে বাইরে বিবাদে জড়িয়ে অপদস্থ হতে পারেন। হস্তশিল্পীদের পক্ষে দিনটি শুভ। মনে ... বিশদ
যদিও স্বপনের সাফাই, ২০১৮ ও ২০২২ এর তালিকায় ছিল তাঁদের নাম। সেই সময় কাঁচা বাড়ি ছিল। গত তিন মাস হাসপাতালে ভর্তি ছিলাম। এলাকায় না থাকার কারণে আমার অগোচরেই আত্মীয়দের নাম তালিকায় এসেছে। নাম বাদ দেওয়ার জন্য বিডিওকে জানিয়েছি।
অভিযোগকারী মশালদহ অঞ্চলের কংগ্রেসের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা বলেন, যাদের কাঁচা বাড়ি রয়েছে, তাঁরাই ঘর পাওয়ার যোগ্য। কাটমানি দিতে পারেননি বলে তাঁদের নাম বাদ দিয়েছে। পাকা বাড়ি থাকা সত্ত্বেও আত্মীয়দের নাম ঢুকিয়েছেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি। এখানে পুরোপুরি স্বজনপোষণ হয়েছে। প্রশাসনের লোকেরাও এরসঙ্গে জড়িয়ে আছে। বিডিও, এসডিও ও জেলাশাসকের কাছে অভিযোগ জানিয়েছি।
হরিশ্চন্দ্রপুর-২ এর বিডিও তাপস কুমার পাল বলেন, মেল মারফত অভিযোগ পেয়েছি। পাকা বাড়ি থাকা উপভোক্তাদের নাম হোল্ড করা হয়েছে। আপাতত তারা কোনও টাকা পাবে না। এ বিষয়ে জেলাতেও জানানো হয়েছে। (কংগ্রেস কর্মীদের বিক্ষোভ। - নিজস্ব চিত্র)