নয়াদিল্লি: অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে যতই গর্জাক না কেন, দিল্লির ভোটে বিজেপির ভরসা সেই হিন্দুত্ব। এজন্য রমেশ বিধুরি, প্রবেশ ভার্মার পর আর এক কট্টরপন্থী নেতা কপিল মিশ্রকে টিকিট দিয়েছে দল। আর কপিলকে প্রার্থী করতে গিয়ে দলের দীর্ঘদিনের বিধায়ক মোহন সিং বিস্তকে ছেঁটে ফেলেছে বিজেপি। বিস্তের কারাওয়াল নগর আসনে টিকিট দেওয়া হয়েছে কপিলকে। আর এতেই দলের অন্দরের অসন্তোষ সামনে চলে এসেছে। দলের উপেক্ষা কিছুতেই মানতে পারছেন না দীর্ঘদিনের বিধায়ক বিস্ত। ২০২০ সালে কেজরিওয়াল-ঝড়েও বিজেপির হাতে গোনা যে ক’জন জিতেছিলেন, তাঁদের মধ্যে অন্যতম বিস্ত। শুধু তাই নয়, ১৯৯৮ সাল থেকে এই আসনে একবার ছাড়া টানা জিতেছেন তিনি। দলের সিদ্ধান্তে ক্ষুব্ধ বিস্ত ঘোষণা করেছেন, অন্য কোনও আসনে তিনি লড়াই করতে যাবেন না। কারাওয়াল নগর থেকেই মনোনয়ন জমা দেবেন। অর্থাৎ ভোটের আগে তিনি দলের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করলেন। হুঁশিয়ারির সুরে বিস্ত বলেছেন, বিজেপি বড়সড় ভুল করেছে। এজন্য দলকে খেসারত দিতে হবে।
দলকে নিশানা করে বিস্ত বলেছেন,যাকে খুশি প্রার্থী করে জেতা যাবে বলে মনে করছে বিজেপি। এটা ওদের বড়সড় ভুল। বুরারি, কারাওয়াল নগর, ঘোন্ডা, সীলমপুর, গোকালপুরী, নন্দ নাগ্রি আসনের ফল কী হবে, তা ভবিষ্যতই বলবে। আমি অন্য কোনও আসন থেকে লড়াই করব না। কারাওয়াল নগর আসনেই মনোনয়ন জমা দেব।
কারাওয়াল নগরে মাত্র একবার ২০১৬ সালে হেরেছিলেন বিস্ত। ওই নির্বাচনে কপিলের কাছেই হারতে হয়েছিল তাঁকে। সেই সময় কপিল আম আদমি পার্টি (আপ)-র প্রার্থী হিসেবে জিতেছিলেন। তারপর দল বদলে বিজেপিতে যোগ দেন। ক্রমেই ‘ঘৃণা ভাষণে’ অত্যন্ত দড় হয়ে ওঠেন। ২০২০ সালে দিল্লি হিংসায় উস্কানির অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। এবার কারাওয়াল নগর আসনে জিততে দলের এই কট্টর নেতাকে প্রার্থী করেছে বিজেপি।