বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন। ... বিশদ
কয়েকমাস আগেই দেশের জনসংখ্যা কমে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন পুতিন। এই পরিস্থিতিতে জন্মহার বাড়াতে একাধিক পদক্ষেপের কথা চিন্তাভাবনা করছে রুশ সরকার। শারীরিক সম্পর্কে উৎসাহ দিতে রাত্রি দশটা থেকে দু’টো পর্যন্ত আলো ও ইন্টারনেট বন্ধ রাখার কথা ভাবা হচ্ছে। বাড়িতে থাকা মহিলাদের সন্তান পালনের সুবিধার্থে আর্থিক সহায়তা, প্রথমবার ডেটে গেলে মহিলাদের ৫ হাজার রুবেল পর্যন্ত অনুদানের প্রস্তাব নিয়েও চিন্তাভাবনা চলছে বলে খবর। একইসঙ্গে বিয়ের দিনের অনুষ্ঠান আযোজনের জন্য আর্থিক সাহায্য হিসেবে ২৬ হাজার ৩০০ রুবেল দেওয়ার কথাও বিবেচনা করা হচ্ছে। এখানেই শেষ নয়। দেশের কোনও কোনও অঞ্চলে ইতিমধ্যেই প্রথমবার মা হওয়ার ক্ষেত্রে ১৮ থেকে ২৩ বছরের তরুণীদের ভারতীয় মুদ্রায় ৯৭ হাজার ৩১১ টাকা দেওয়ার ব্যবস্থা করেছে প্রশাসন। স্থান বিশেষে অবশ্য আর্থিক সহায়তার পরিমাণ ৯ লক্ষ টাকা ছাপিয়ে যেতে পারে।