কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য ... বিশদ
শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ নাগপুর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে অর্ডন্যান্স কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়। কারখানার এলটিপি সেকশনে বিস্ফোরণটি ঘটে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। বিস্ফোরণে তীব্রতা এতটাই বেশি ছিল যে, পাঁচ কিলোমিটার দূর থেকে শব্দ শোনা গিয়েছে। জেলাশাসক সঞ্জয় কোলতে বলেন, ঘটনার পর সেখানে পৌঁছে যায় উদ্ধারকারী দল ও দমকল বাহিনী। অ্যাম্বুলেন্সে আহত শ্রমিকদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ধ্বংসস্তূপের নীচে আটকে পড়া শ্রমিকদের বের আনার চেষ্টা চলছে। বিকেলে সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাদকারিও বলেন, বিস্ফোরণে মৃত্যু হয়েছে আটজনের। এছাড়াও জখম হয়েছেন সাতজন। আটকে পড়া শ্রমিকদের দ্রুত উদ্ধারের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে সরকার। এদিকে ঘটনাটি নিয়ে শুরু হয়েছে রাজনীতি। কারখানায় বিস্ফোরণের জন্য মোদি সরকারের ব্যর্থতাকে দায়ী করেছেন মহারাষ্ট্রের কংগ্রেস সভাপতি নানা পাটোলে। ঠিকঠাক রক্ষণাবেক্ষণ না হওয়ায় জেরে বিস্ফোরণ ঘটেছে বলে তাঁর অভিযোগ।