কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য ... বিশদ
বুধবার পুলিসের তরফে জানানো হয়েছে, চলতি শিক্ষাবর্ষের বকেয়া ১৫ হাজার টাকা স্কুল ফি দিতে পারেননি ওই ছাত্রীর বাবা-মা। হেনস্তার মুখে পড়ে গত ১৪ জানুয়ারি উত্তরায়ণ উৎসবের পরই স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল মেয়েটি। গত সোমবার সন্ধ্যায় মেয়েটির বাবা-মা বাড়িতে ছিলেন না। সেই সময়ই ওই ছাত্রী আত্মহত্যা করে। তার বাবা রাজু কার্তিকের অভিযোগের ভিত্তিতে পুলিস ও জেলা শিক্ষা দপ্তর তদন্ত শুরু করেছে।