কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য ... বিশদ
প্রয়াগরাজের ন’টি স্টেশনের জন্যই বিশেষ ট্রেনের ব্যবস্থা থাকছে। তবে সবচেয়ে বেশি ট্রেনের ব্যবস্থা হয়েছে প্রয়াগরাজ জংশন স্টেশন থেকে। প্রয়াগরাজ রেল ডিভিশনের সিনিয়র জনসংযোগ আধিকারিক অমিত মালব্য একথা জানিয়েছেন। উল্লেখ্য, মকর সংক্রান্তিতে অমৃতস্নানের সময় ১০১টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল। মৌনী অমাবস্যায় সেই সংখ্যাও ছাড়িয়ে যাবে। শুধু ট্রেনের সংখ্যায় নয়, পুণ্যার্থী আগমনের নিরিখেও মকর সংক্রান্তিকে মৌনী অমাবস্যা পিছনে ফেলতে চলেছে বলে অনুমান কুম্ভমেলা কর্তৃপক্ষের।