বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন। ... বিশদ
বৈঠকে এক শীর্ষ সরকারি কর্তা বলেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের আর্থিক অনুদান দেওয়ার প্রকল্পে আধার নম্বর নথিভুক্ত করা হয়। এই প্রকল্পে অনুদান প্রাপকের সংখ্যা এখন ২ কোটি ছাড়ালেও ভুল অ্যাকাউন্টে টাকা যাওয়ার অভিযোগ নেই। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটিকে মডেল হিসেবে নেওয়া যেতে পারে বলে অভিমত প্রকাশ করা হয়। যেহেতু নারী, শিশু ও সমাজকল্যাণ দপ্তর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি পরিচালনা করে তাই তাদের সঙ্গে আলোচনা করার পরামর্শ দেওয়া হয়েছে স্কুলশিক্ষা দপ্তরকে। আগামী বছর থেকে ট্যাবের টাকা দেওয়ার ক্ষেত্রে যাতে একটি অনিয়মও না-হয় তার জন্য কড়া নির্দেশ দেওয়া হয়েছে স্কুলশিক্ষা দপ্তরকে।
ট্যাব কেনার টাকা দেওয়ার জন্য ‘বাংলার শিক্ষা’ পোর্টালে স্কুলের ছাত্রছাত্রীদের নাম নথিভুক্ত করতে হয় স্কুলগুলিকে। যেসব স্কুলে একাদশ-দ্বাদশে বৃত্তিমূলক কোর্স পড়ানো হয় সেখানে ‘তরুণের স্বপ্ন’ নামে পৃথক একটি পোর্টালেও নাম নথিভুক্ত করা যায়। স্কুলের শিক্ষকরা জানিয়েছেন, পোর্টালে ছাত্রছাত্রীদের নাম নথিভুক্ত করার সময় সেখানে আধার নম্বর দেওয়ার ব্যবস্থা নেই। শিক্ষার্থীর নাম, ব্যাঙ্কের নাম, শাখা, আইএফএসসি ও অ্যাকাউন্ট নম্বর পোর্টালে দিয়ে নথিভুক্তকরণ করা হয়। ওই পোর্টালে এখন শিক্ষার্থীদের আধার নম্বর দেওয়ার কোনও ব্যবস্থা নেই। এক শিক্ষক জানিয়েছেন, একাদশ-দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের আধার নম্বর ভর্তির সময়ই নেওয়া হয়। তাই স্কুলের কাছে আধার সংক্রান্ত তথ্য থাকেই। তাই পোর্টালে আধার নম্বর যুক্ত করার ব্যবস্থা চালু করা হলে তা কার্যকর করতে কোনও সমস্যা হবে না। এখন ব্যাঙ্ক বা ডাকঘরের অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর যোগ থাকে। এটা অনিয়ম আটকানোর ক্ষেত্রে সহায়ক হবে বলে সরকারি কর্তারা মনে করছেন।
রাজ্য সরকারের একাধিক প্রকল্পে সুবিধা প্রাপকদের পরিচিতি নিশ্চিত করার জন্য এখন আধারের বায়োমেট্রিক যাচাই করা হয়। রেশনে এবং সরকারের কাছে ধান বেচতেও আধারের বায়োমেট্রিক যাচাই করা হয়। এই ব্যবস্থা চালুর পর দুটি প্রকল্পেই অনিয়ম কার্যত পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। বছর খানেক আগে আধার সূত্রে খাদ্যদপ্তরে ধানের দাম মেটানোর ক্ষেত্রে বড় ধরনের অনিয়ম দ্রুত চিহ্নিত করা গিয়েছিল। ট্যাব দেওয়ার ক্ষেত্রে আধার নম্বর নেওয়া হলে তার বায়োমেট্রিক যাচাই করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।