কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য ... বিশদ
পরিবারের লোকজনেরও বক্তব্য, বৃদ্ধার সঙ্গে কারও কোনও ঝামেলা ছিল না। গলার নলি কেটে কেন খুন করা হল, তা আমরা বুঝতে পারছি না। তাঁর মেয়ে সহ পরিবারের সদস্যদের সঙ্গে দফায় দফায় কথা বলছেন পুলিসকর্তারা। ফুলজানের কাছে কারা কারা আসা-যাওয়া করতেন, তা জানার চেষ্টা করছেন তাঁরা। বৃদ্ধার প্রতিবেশীদের সঙ্গেও পুলিস কথা বলেছে। আশপাশে কোথাও কোনও সিসি ক্যামেরা রয়েছে কি না, তারও খোঁজও করছে পুলিস। ডিসি নর্থ গণেশ বিশ্বাস বলেন, খুনের মোটিভ আমাদের কাছে স্পষ্ট নয়। আমরা সব দিক খতিয়ে দেখে খুনের কারণ খোঁজার চেষ্টা করছি।