সন্তানের বিদ্যাশিক্ষায় নজর দেওয়া প্রয়োজন। অতিরিক্ত পরিশ্রমে শরীরে অবনতি। নানাভাবে অর্থ অপচয়। কর্মপরিবর্তনের সম্ভাবনা বৃদ্ধি।প্রতিকার: ... বিশদ
বনবিভাগ জানিয়েছে, ধৃতরা হল শিবম মাহালি, গৌতম নায়েক ও বিকাশ মুণ্ডা। এরা সকলে মাটিগাড়ার বাসিন্দা। এসএসবি’র সংশ্লিষ্ট ব্যাটেলিয়নের এক আধিকারিক বলেন, সূত্র মারফত খবর পেয়ে বাগডোগরা বনাঞ্চলের জংলিবাবা মন্দির সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। জঙ্গলের মধ্যে ওই সময়ে তিন যুবক সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। তল্লাশি করা হলে তাদের কাছে হরিণের সিং মেলে। বনবিভাগ জানিয়েছে, বন্যপ্রাণ আইনের নির্দিষ্ট ধারায় ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হচ্ছে। বৃহস্পতিবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।