প্রেম-প্রণয়ে কিছু নতুনত্ব থাকবে যা বিশেষভাবে মনকে নাড়া দেবে। কোনও কিছু অতিরিক্ত আশা না করাই ... বিশদ
পাল্টা অনশন করে চাপ বাড়ালেন শারদ পাওয়ারও। কৃষি বিল ইস্যুতে বিরোধী এমপিদের সমর্থন করে ২৪ ঘণ্টার অনশন পালন করলেন তিনিও। এদিকে, সামনেই যে বিহার নির্বাচন! তাই হরিবংশ-পর্বকে কৌশলে রাজনৈতিকভাবে কাজে লাগানোর চেষ্টা চালালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিরোধীদের জন্য সকালের চা নিয়ে যাওয়া হরিবংশের আচরণের প্রভূত প্রশংসা করলেন তিনি। বললেন, যাঁরা হরিবংশজিকে অপমান করলেন, আক্রমণ করলেন আবার ধর্নাতেও বসে গেলেন, তাঁদের জন্যই আবার তিনি ব্যক্তিগতভাবে চা নিয়ে গেলেন। বিহার আমাদের শেখাল গণতন্ত্রের সঠিক মূল্য কী! বলা বাহুল্য, গণতন্ত্রকে অক্ষত রাখতে কৃষি বিলকে ইস্যু করেই সোমবার দুপুর থেকে সারা রাত সংসদ চত্বরে ধর্না অবস্থান জারি রাখলেন সাসপেন্ড হওয়া আট এমপি। এ জিনিস আগে কোনওদিন দেখেনি দেশ। সেই সঙ্গে সরকার বিরোধী গান গেয়ে পোস্টার হাতে প্রতিবাদের ছবি সোশ্যাল মিডিয়ায় আপডেটও করলেন তাঁরা। অন্য বিরোধী দলের এমপিরাও সেখানে ঘুরিয়ে ফিরিয়ে যোগ দিলেন। তারই মধ্যেই পালন হল সাসপেন্ড হওয়া কংগ্রেস এমপি রাজীব সতাপের জন্মদিন। নৈশভোজে ডিএমকে পাঠাল ইডলি। শিবসেনা নিয়ে এল ফলের রস। পাঞ্জাবের কংগ্রেস এমপিরা আনলেন আঙুর। আম আদমি পার্টি ব্যবস্থা করল বিছানার। গোটা রাতের ঘটনার নীরব সাক্ষী হয়ে রইল সংসদের গান্ধী মূর্তি!