বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন। ... বিশদ
আগামী ২০ নভেম্বর মহারাষ্ট্রে বিধানসভা ভোট। তা হয়ে যাওয়ার পর পরিস্থিতির কোনও পরিবর্তন হয় কি না, সেদিকে তাকিয়ে আছে ব্যবসায়ী মহল। সেই রাজ্যের প্রভাবশালী পেঁয়াজ চাষি ও ব্যবসায়ীদের খুশি করতে ভোটের আগে বিদেশে পেঁয়াজ রপ্তানির উপর বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। বাজারে জোগান কম থাকার পাশাপাশি রপ্তানির জন্য পেঁয়াজের দাম আরও বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ রাজ্যে উৎপাদিত পেঁয়াজের যে অংশ মজুত আছে, তার পরিমাণও খুব কম। তা থেকেই আবার বিভিন্ন গ্রামীণ এলাকায় পেঁয়াজ বিক্রি হচ্ছে। কেন্দ্রীয় সরকারি সংস্থা নাফেড ৩৫ টাকা কেজি দরে কিছু পেঁয়াজ সরবরাহ করলেও সেগুলির গুণগত মান খারাপ বলে অভিযোগ। অনেক পেঁয়াজ ফেলে দিতে হচ্ছে। ফলে যেটুকু ভালো পেঁয়াজ পাওয়া যাচ্ছে, তার দামও বেশি থাকছে।