হস্তশিল্পীদের প্রতিভার স্বীকৃতি ও সুনাম। আর্থিক ঝুঁকি নেওয়ায় বিরত হন। কর্ম বিষয়ে সুখবর পেতে পারেন। ... বিশদ
একদিনের ক্রিকেট থেকে অবসর নিলেও টি-২০ এবং টেস্ট ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন স্মিথ। ২০২৭ সালে হবে ওয়ান ডে বিশ্বকাপ। পরবর্তী প্রজন্মকে জায়গা করে দিতেই তাঁর এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন স্মিথ। তিনি আরও বলেছেন, ‘দুটো বিশ্বকাপ জেতা আমার সেরা প্রাপ্তি। এতদিন ধরে খেলার সুবাদে বেশ কিছু বন্ধু ও সতীর্থকে পেয়েছি। মুহূর্তগুলো কখনও ভোলার নয়। পরের বিশ্বকাপের আগে এই সিদ্ধান্ত নেওয়াটা জরুরি ছিল। কারণ, আমার জায়গায় যে খেলবে, তারও সময় পাওয়া দরকার। আপাতত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নামার জন্য মুখিয়ে আছি।’
স্মিথের পাশাপাশি বুধবার একদিনের ক্রিকেটকে গুডবাই জানালেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তথা উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের ব্যর্থতার পরই এই সিদ্ধান্ত নিলেন তিনি। দেশের জার্সিতে ২৭৪টি ওডিআইয়ে ৭৭৯৫ রান রয়েছে তাঁর ঝুলিতে। শতরান ন’টি।