হস্তশিল্পীদের প্রতিভার স্বীকৃতি ও সুনাম। আর্থিক ঝুঁকি নেওয়ায় বিরত হন। কর্ম বিষয়ে সুখবর পেতে পারেন। ... বিশদ
দিনের অপর ম্যাচে পার্ক দ্য প্রিন্সেসে লিভারপুলের বিরুদ্ধে লড়াইয়ে নামবে পিএসজি। টুর্নামেন্টে দুরন্ত ফর্মে রয়েছেন মহম্মদ সালাহরা। গ্রুপ পর্বে ৮টি ম্যাচের মধ্যে ৭টিতে জয় পেয়েছে তারা। এবার নক-আউট পর্বেও সেই ধারা বজায় রাখাই লক্ষ্য আর্নে স্লট-ব্রিগেডের। পক্ষান্তরে, প্লে-অফের লড়াইয়ে দু’লেগে ব্রেস্টকে ১০ গোলের মালা পরিয়ে রাউন্ড অব সিক্সটিন-এ পৌঁছেছে পিএসজি। এবার ঘরের মাঠে দ্য রেডস ব্রিগেডকে টেক্কা দিতে মরিয়া লুই এনরিকের ছেলেরা। চ্যাম্পিয়ন্স লিগের প্রি কোয়ার্টার-ফাইনালে স্বদেশীয় ক্লাব বেয়ার লেভারকুসেনের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ। আর ফেয়েনুর্ডের চ্যালেঞ্জ সামলাবে ইন্তার মিলান।