ইসলামাবাদ: বাদ পড়লেন বাবর আজম। ছাঁটাই করা হল মহম্মদ রিজওয়ানকেও। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের দল থেকে দুই সিনিয়র ক্রিকেটারকে সরানো নিয়ে সরগরম পাক ক্রিকেট। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ লিগ থেকেই বিদায় নিয়েছে ইমরান-আক্রামের দেশ। বিশেষ করে ভারতের বিরুদ্ধে কার্যত আত্মসমর্পনের পর হাওয়া গরম হয়ে ওঠে পাক ক্রিকেটে। তার জেরেই কোপ পড়ল বাবরদের উপর। উল্লেখ্য, আগামী ১৬ মার্চ নিউজিল্যান্ডে শুরু হচ্ছে সিরিজ। পাঁচটি টি-২০ ম্যাচ ছাড়াও তিনটি ওডিআই খেলবে পাক দল। কুড়ি-কুড়ি ফরম্যাটে নতুন অধিনায়ক সলমন আলি আঘা। সহ-অধিনায়কের দায়িত্বে শাদাব খান। তবে একদিনের ক্রিকেটে বাবর, রিজওয়ানদের রেখেই স্কোয়াড ঘোষণা করেছেন নির্বাচকরা। তবে সেই দলে আবার জায়গা হয়নি শাহিন আফ্রিদি, হ্যারিস রউফের, যা দেখে অনেকেই বিস্মিত।
এদিকে, সাদা বলের ক্রিকেটে আপাতত আকিব জাভেদই কোচের দায়িত্বে রইলেন। এর আগে জেসন গিলেসপি, গ্যারি কার্স্টেনরা কোচ হলেও এক বছরের বেশি টিকতে পারেননি। সেই তুলনায় আকিব কিছুটা হলেও ভাগ্যবান। অন্তত প্রমাণের সুযোগ পাচ্ছেন প্রাক্তন পাক পেসার।