বিশেষ কোনও পারিবারিক কারণে মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে। কাজকর্মের ক্ষেত্রে বিশেষ সুখবর পেতে পারেন। ... বিশদ
রবিবার যুবভারতীতে মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে নামবে ইস্ট বেঙ্গল। এই ম্যাচ থেকে যে কোনও মূল্যে তিন পয়েন্ট চান বিষ্ণুরা। তাহলেই সমর্থকদের কাটা ঘায়ে মলম পড়বে। কিন্তু চোটে জর্জরিত ইস্ট বেঙ্গল এখন মিনি হাসপাতাল। নয়া সংযোজন জিকসন ও সেলিস। মিনি ডার্বিতে দুই ফুটবলারকে পাচ্ছেন না কোচ। কার্ড সমস্যায় নেই লালচুংনুঙ্গা। তাই দল গড়তে সমস্যায় অস্কার। কিন্তু তিনি অন্য ধাতুতে গড়া। তাই মজুদ অস্ত্র নিয়েই মহমেডান বধের অঙ্ক কষছেন তিনি। এদিন দীর্ঘক্ষণ ম্যাচ সিচুয়েশনের উপর জোর দেওয়া হয়। কাঙ্ক্ষিত গোলের জন্য দিয়ামানতাকোসের পাশাপাশি ডেভিডকেও তৈরি রাখা হচ্ছে। উল্লেখ্য, এদিন অনুশীলনে গরহাজির ছিলেন ক্লেটন। এদিকে, ইনভেস্টর সমস্যায় জেরবার মহমেডান স্পোর্টিং। কিন্তু ইস্ট বেঙ্গলকে চ্যালেঞ্জ ছুড়তে তৈরি মেহরাজউদ্দিনের দল। এদিন তিনি বলেন, ‘মিনি নয়, রবিবারের ম্যাচ আমাদের কাছে ডার্বিই। অল্প সময়ের মধ্যে দারুণ কিছু করা সম্ভব নয়। কিন্তু ড্র নয়, জয়ের জন্যই ঝাঁপাব।’ উল্লেখ্য, কার্ড সমস্যায় এই ম্যাচে নেই কাসিমভ।