কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য ... বিশদ
ক্লাব কেরিয়ারে তাঁর সিংহভাগ কেটেছে রিয়াল মাদ্রিদে। এই পর্বে মেসির সঙ্গে রোনাল্ডোর দ্বৈরথ এল ক্লাসিকোর উত্তেজনা বাড়িয়ে দিত। তাঁদের মধ্যে সেরা কে, তা নিয়ে চর্চা আজও অব্যাহত। পর্তুগিজ মহাতারকা অবশ্য নিজেকেই এগিয়ে রাখছেন। এই প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘সেরা ফুটবলার হিসেবে অনেকেই মেসি, মারাদোনা কিংবা পেলেকে পছন্দ করেন। তাঁদের সম্মান করি। কিন্তু কমপ্লিট ফুটবলার আমিই।’ একইসঙ্গে মেসি ও তাঁর দ্বৈরথ প্রসঙ্গেও রোনাল্ডো জানান, ‘অনেকেই মেসির সঙ্গে আমার তুলনা টানেন। সেটাই স্বাভাবিক। আমরা দীর্ঘ ১৫ বছর একে অপরের বিরুদ্ধে লড়াই করেছি। তবে কখনওই আমাদের মধ্যে খারাপ সম্পর্ক ছিল না। মেসি বার্সেলোনার হয়ে ট্রফি জিততে সেরাটা মেলে ধরত। আমিও একই লক্ষ্যে মাঠে নামতাম।’
রিয়ালে থাকাকালীন এল ক্লাসিকো মহারণে প্রতিপক্ষের ডেরায় খেলাটা যে সহজ ছিল না, তা এদিন মেনে নেন রোনাল্ডো। জানান, ‘ক্যাম্প ন্যু’তে ম্যাচ সবসময় এক আলাদা মাত্রা পেত। মাঠে নামার পর থেকেই বার্সা সমর্থকরা আমায় উদ্দেশ্য করে টিটকিরি দিত, অপমান করত। আর তা ছিল আমার অনুপ্রেরণা। সত্যি বলতে, আজ সেই পরিবেশ বড্ড মিস করি।’