কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য ... বিশদ
এদিন প্রথমে ফিল্ডিং কোচ টি দিলীপের তত্ত্বাবধানে ক্যাচিং ও থ্রোয়িংয়ের অনুশীলন চলে। এরপর বিরাট-রোহিতরা ব্যাট হাতে যান নেটে। পেস ও স্পিন— দু’ধরনের বোলিংয়ের বিরুদ্ধে ব্যাট করেন তাঁরা। হার্দিক পান্ডিয়াকেও দেখা গেল মেজাজে। টি-২০ সিরিজে বলে ব্যাটে ছন্দে ছিলেন তিনি। সেই ধারাবাহিকতা ধরে রাখাই তাঁর চ্যালেঞ্জ। লোকেশ রাহুল আবার কিপিং গ্লাভস পরে দীর্ঘক্ষণ প্র্যাকটিস করলেন। আভাস যা, তাতে পন্থ নন, তিনিই সম্ভবত কিপিং করবেন এই সিরিজে।
পেসারদের মধ্যে অনুশীলনে নজর কাড়েন মহম্মদ সামি। ওয়াংখেড়েতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম টি-২০ ম্যাচে তিন উইকেট নেন তিনি। সামিই ছিলেন দলের সফলতম বোলার। সেই আত্মবিশ্বাস এই সিরিজে সঙ্গী হবে বর্ষীয়ান পেসারের। সিরিজে নেই যশপ্রীত বুমরাহ। ফলে সামির কাঁধে বাড়তি দায়িত্ব। নেটে হাত ঘোরাতে দেখা গেল রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দরদেরও। বোলিং কোচ মর্নি মর্কেলকে আবার দীর্ঘসময় ধরে বোলারদের সঙ্গে কথা বলেন। তাঁর পরামর্শ মেনে বৈচিত্র্য বাড়ানোর দিকে জোর দেন বোলাররা।