কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য ... বিশদ
কিন্তু প্রশ্ন হচ্ছে, কার জায়গায় খেলবেন তিনি? ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দু’টি ওয়ান ডে ম্যাচের জন্য ভারতের যে দল ঘোষণা হয়েছে, তাতে একমাত্র স্পেশালিস্ট স্পিনার কুলদীপ যাদব। চোট সারিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরেছেন তিনি। রনজি ট্রফিতে উত্তর প্রদেশের হয়ে মাঠে নেমে তিনটি উইকেটও ঝুলিতে পুরেছেন। তবে গত অক্টোবরের পর আন্তর্জাতিক ক্রিকেটে খেলেননি ‘চায়নাম্যান স্পিনার’। তাই কি তাঁকে নিয়ে আশ্বস্ত হতে পারছেন না কোচ গৌতম গম্ভীর? নাকি ওয়াশিংটন সুন্দরের উপর কোপ পড়বে? তিনি টি-২০ সিরিজে খুব বেশি বোলিংয়ের সুযোগ পাননি। উল্লেখ্য, ১১ ফেব্রুয়ারি মিনি বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার শেষদিন। তার আগে কোচ গম্ভীর হয়তো স্পিন ব্রিগেডকে ঝালিয়ে নিতে চাইছেন। কারণ, ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলি খেলবে দুবাইয়ে, যেখানে স্পিনারদের বাড়তি সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই অঙ্কে জাদেজা, অক্ষর, সুন্দর এবং কুলদীপকেও রাখা হয়েছে স্কোয়াডে। এবার সেই বৃত্তে বরুণ ঢুকে পড়ায় বিস্মিত অনেকেই। তবে দেরিতে হলেও নির্বাচকদের ঘুম ভাঙায় প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই খুশি। তাঁদের যুক্তি, ফর্মে থাকা ক্রিকেটারকে সব সময় বড় মঞ্চে সুযোগ দেওয়া উচিত। তাই বরুণের আগমনে সুন্দর, অক্ষররা সিঁদূরে মেঘ দেখতে শুরু করেছেন।
এদিকে, ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে শর্তসাপেক্ষে দলে ছিলেন বুমরাহ। কিন্তু পরিমার্জিত স্কোয়াডে তাঁর নাম অনুপস্থিত। তাহলে কি ফিটনেস টেস্টে পাস করতে ব্যর্থ ভারতীয় স্পিডস্টার? চিন্তায় সমর্থকরা।