কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য ... বিশদ
টি-২০ ফরম্যাটে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম শতরান (৩৭ বলে) হাঁকিয়ে গুরু যুবরাজকেই কৃতিত্ব দিয়েছেন অভিষেক। বাঁহাতি ওপেনার বলছিলেন, ‘তিন-চার বছর আগেই যুবি পাজি আমার কানে সাফল্যের মন্ত্র দিয়েছিলেন। প্র্যাকটিসে উনি বলতেন, নিজের উপর বিশ্বাস রেখে সহজাত ব্যাটিং করে যাও। বরাবর আমায় ভরসা জুগিয়েছেন তিনি। জাতীয় দলের খেলার ব্যাপারে স্বপ্নও দেখিয়েছেন। এত বড় মাপের একজন ক্রিকেটারের হাত কাঁধে থাকলে আত্মবিশ্বাস বেড়ে যায়। এখনও উনি আমার ভুলত্রুটি শুধরে দেন।’ অভিষেক কি পারবেন যুবরাজের এক ওভারে ছয় ছক্কার রেকর্ড স্পর্শ করতে? ২৪ বছরের মারকুটে ব্যাটারের জবাব, ‘ওই রেকর্ড ছোঁয়া সহজ কাজ নয়। তাছাড়া পরিকল্পনা করে ওভারে ছ’টি ছক্কা মারাও অসম্ভব। যুবি পাজিও বলছিলেন, স্টুয়ার্টের ওভারে ছয় ছক্কা মারার কথা তিনি কল্পনাও করেননি।’ সিরিজের শেষ টি-২০’তে অভিষেকের ইনিংস মুগ্ধ করেছে যুবরাজকেও। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘ওর জন্য আমি গর্বিত।’ যুবরাজ ছাড়াও অভিষেকের ব্যাটিংয়ের উন্নতিতে বড় অবদান রয়েছে পাঞ্জাবের রনজি টিমের কোচ ওয়াসিম জাফর ও কিংবদন্তি ব্রায়ান লারার। ভারতীয় তরুণ ওপেনার বলছিলেন, ‘লারা স্যারের মূল্যবান পরামর্শেও দারুণ উপকৃত হয়েছি। উনি বলতেন, নিজের সহজাত আগ্রাসী ব্যাটিং করে যাও। তবে সহজে উইকেট ছুড়ে দিও না।’
এদিকে, চোটের জন্য পাঁচ-ছয় সপ্তাহ মাঠের বাইরে ছিটকে গেলেন সঞ্জু স্যামসন। রবিবার ব্যাটিংয়ের সময় জোফ্রা আর্চারের বলে আঙুলে আঘাত পান তিনি। স্ক্যানের পর দেখা গিয়েছে, তাঁর তর্জনিতে চিড় ধরেছে।