মানসিক উত্তেজনার বশে ঘরে বাইরে বিবাদে জড়িয়ে অপদস্থ হতে পারেন। হস্তশিল্পীদের পক্ষে দিনটি শুভ। মনে ... বিশদ
শনিবার রাতে এফএ কাপের তৃতীয় রাউন্ডে আবার দেখা গেল গোলের বন্যা। মোরেকামবেকে পাঁচ গোলের মালা পরাল চেলসি। কুইন্স পার্ক রেঞ্জার্সকে ৬-২ গোলে উড়িয়ে দিল লেস্টার সিটি। ওয়েস্ট ব্রমের বিরুদ্ধে ৫-১ গোলে জিতল বোর্নমাউথ। তবে সব থেকে বড় জয় ম্যাঞ্চেস্টার সিটির। পেপ গুয়ার্দিওলা ব্রিগেডের আট গোলের ঝাপটায় তছনছ সালফোর্ড সিটি। এই জয় অন্য কারণেও তাৎপর্যপূর্ণ। সালফোর্ডের কর্তাদের অধিকাংশই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন ফুটবলার। দলের ডিরেক্টর হিসেবে শনিবার ডাগআউটে বসেছিলেন রায়ান গিগস। ভিআইপি বক্সে ছিলেন দলের অন্যতম দুই মালিক পল স্কোলস ও নিকি বাট। সিটিজেনদের বিরুদ্ধে সালফোর্ডের ম্যাচকে ‘মিনি ডার্বি’র তকমা দেওয়াই যায়। তবে নীল ম্যাঞ্চস্টারের কাছে লজ্জার আঁধারে ডুবল গিগস-স্কোলসদের ক্লাব। হ্যাটট্রিক করলেন জেমস ম্যাকাটি। জোড়া গোল পেলেন জেরিমি ডকু। এছাড়াও গোল পান ডিবিন মুবামা, নিকো ও’রেইলি এবং জ্যাক গ্রিলিস।