শিশির ঘোষ, কলকাতা: ৭০-৩০। ডার্বির আগে এভাবেই এগিয়ে রেখেছিলাম মোহন বাগানকে। দু’দলের শক্তির তফাত অনেকটাই। তার উপর চোটের কারণে পাঁচ ফুটবলারকে পায়নি ইস্ট বেঙ্গল। লাল-হলুদের কট্টর সমর্থকরা পর্যন্ত আশাবাদী ছিলেন না। কামিংসদের জয়ে আমি তাই এতটুকুও অবাক নই। তবে এক বালতি দুধে কয়েক ফোঁটা চোনা ফেলে দিলেন রেফারি ভেঙ্কটেশ। জঘন্য রেফারিং ভারতীয় ফুটবলের জ্বলন্ত ইস্যু। ডার্বিও তার ব্যতিক্রম নয়। প্রথমার্ধে গোলমুখী বল আপুইয়ার হাতে লাগলেও নির্বিকার দক্ষিণী রেফারি। নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত হয় ইস্ট বেঙ্গল। রেফারির ভুলে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন ক্লাব আর ফ্র্যাঞ্চাইজি। ভেঙ্কটেশ, তেজস, রাহুল গুপ্তার মতো রেফারিদের অবিলম্বে ফ্রিজ করা উচিত। খেপের মাঠেও ম্যাচ পরিচালনার যোগ্যতা নেই ওদের। ফেডারেশনও দায় এড়াতে পারে না। রেফারিদের মানোন্নয়নের লক্ষ্যে ঘটা করে কমিটি করা হয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগের প্রাক্তন রেফারি ট্রেভর কেটেল প্রধান উপদেষ্টা। তাঁকে পুষতে গিয়ে মোটা টাকা অপচয় হচ্ছে। অধিকাংশ ম্যাচেই কাঠগড়ায় রেফারির ভুল সিদ্ধান্ত। যেন ফুটবল নয়, সার্কাস। মনে পড়ছে, পুরনো দিনের কথা। বড় ম্যাচে মনাদা, ভাস্করদাকে টপকে দু’গোল করি আমি। তৃতীয়বার লক্ষ্যভেদ করলেও নিশ্চিত গোল বাতিল করেন সেদিনের রেফারি। ডার্বিতে আমার হ্যাটট্রিক কেড়ে নিয়েছিলেন তিনি। সেই আক্ষেপ আজও কুরে কুরে খায়। ওই ম্যাচের পর প্রায় সাড়ে তিন দশক অতিক্রান্ত। তবে নিম্নমানের রেফারির সেই ট্র্যাডিশন আজও অব্যাহত। এখন ঝাঁ চকচকে লাইভ টেলিকাস্টের জন্য বিষয়টি আরও প্রকট দেখাচ্ছে।
এবার ডার্বির দিকে মুখ ফেরানো যাক। নিজেরা বড় ভুল না করলে এই মোহন বাগানকে হারানো কঠিন। জেতার অভ্যাস তৈরি করে ফেলেছে দলটা। শুধুমাত্র ওদের রিজার্ভ বেঞ্চ দিয়েই শক্তিশালী একটা একাদশ গড়া যায়। হোসে মোলিনার হাত ধরে তরতরিয়ে এগচ্ছে পালতোলা নৌকা। দৃঢ় বিশ্বাস, এবারও আইএসএলের ‘লিগ-শিল্ড’ মোহন বাগানই জিতবে। পাশাপাশি পেনাল্টি ইস্যু বাদ দিলে ইস্ট বেঙ্গলকে দেখে খুবই হতাশ। হিজাজির নামের পাশে বসু, দাস বা ঘোষ থাকলে ঘাড়ধাক্কা নিশ্চিত ছিল। অস্কারের উচিত, বাকি ম্যাচে চাকু মান্ডিকে খেলানো। ক্লেটন সিলভা অতীতের ছায়া। ব্রাজিলিয়ান ফুটবলার ভেটারেন ফুটবলে সাফল্য পেতে পারেন, আইএসএলে নয়। দিয়ামানতাকোসও বড় বোঝা। অহেতুক হাত ছোড়া ছাড়া কোনও ভূমিকা নেই। বরং বিষ্ণুর ভবিষ্যৎ উজ্জ্বল। আমি নিশ্চিত, দ্রুত জাতীয় দলে ডাক পাবে এই কেরালাইট ফুটবলার।