মানসিক উত্তেজনার বশে ঘরে বাইরে বিবাদে জড়িয়ে অপদস্থ হতে পারেন। হস্তশিল্পীদের পক্ষে দিনটি শুভ। মনে ... বিশদ
এদিকে, ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে সোমবার অভিযান শুরু করতে চলেছেন নোভাক জকোভিচ। তাঁর প্রতিপক্ষ ভারতীয় বংশোদ্ভুত মার্কিন তরুণ নিশেষ বাসবরেড্ডি। এই প্রথম বড় মঞ্চে নামতে চলেছেন নিশেষ। আর প্রথম ম্যাচেই জোকারের সামনে তিনি। তাই ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিকের দ্বিতীয় রাউন্ডে যাওয়া নিশ্চিত বলেই মনে করছেন অনুরাগীরা। তবে সার্বিয়ান মহাতারকার সাম্প্রতিক ফর্ম খুব ভালো নয়। গত বছর তাঁর সাফল্য বলতে ওলিম্পিকসের সিঙ্গলসে সোনা। তাই খরা কাটাতে মরিয়া জকোভিচ। এছাড়া সোমবার অভিযান শুরু করছেন প্রতিযোগিতার শীর্ষ বাছাই জানিক সিনার। চিলির নিকোলাস জেরির বিরুদ্ধে খেলবেন তিনি। তবে জোকারের পরেই পুরুষদের সিঙ্গলসে সেরা আকর্ষণ কার্লোস আলকারাজ। একই দিনে মেলবোর্ন পার্কের সেন্টার কোর্টে নামবেন তিনিও। স্প্যানিশ তরুণের ঝুলিতে রয়েছে চারটি গ্র্যান্ড স্ল্যাম। চারটি মেজর টুর্নামেন্টের মধ্যে অধরা শুধুমাত্র অস্ট্রেলিয়ান ওপেন। গতবার এই কোর্টে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিলেন আলকারাজ। এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে পৌঁছনো স্প্যানিশ তারকার প্রথম প্রতিপক্ষ আলেকজান্ডার সেভচেঙ্কো।