মানসিক উত্তেজনার বশে ঘরে বাইরে বিবাদে জড়িয়ে অপদস্থ হতে পারেন। হস্তশিল্পীদের পক্ষে দিনটি শুভ। মনে ... বিশদ
এদিকে, রবিবার বোর্ডের এসজিএমের পর সহ-সভাপতি রাজীব শুক্লা জানিয়েছিলেন, ২৩ মার্চ আইপিএল শুরু হবে। তবে তাঁর ভুল শুধরে আইপিএল গভর্নিং কাউন্সিলের এক সদস্য সংবাদসংস্থাকে জানিয়েছেন, আগামী ২১ মার্চ ক্রোড়পতি লিগের ঢাকে কাঠি পড়তে চলেছে। গতবার চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তাই নিয়ম অনুযায়ী পরের আইপিএলের উদ্বোধনী ম্যাচ নাইটদের হোমগ্রাউন্ড ইডেনে হবে। শুধু তাই নয়, ২৫ মে ফাইনালও হওয়ার কথা কলকাতায়। শহরের ক্রিকেটপ্রেমীরা প্লে-অফের একটি ম্যাচও দেখার সুযোগ পাবেন। তবে পঁচিশের আইপিএলে কেকেআর কিছু হোম ম্যাচ ত্রিপুরায় খেলার পরিকল্পনা নিয়েছে। তা আদৌ বাস্তবায়িত হয় কিনা, সেটাই দেখার। কারণ, ত্রিপুরায় নতুন স্টেডিয়াম নির্মাণের কাজ এখনও শেষ হয়নি। হাতে সময় কম। আইপিএল গভর্নিং কাউন্সিল সবুজ-সংকেত দিলে তবেই ত্রিপুরায় দল পাঠাতে পারবেন শাহরুখ খান, জুহি চাওলারা। না হলে ইডেনেই সাতটি হোম ম্যাচ খেলতে হবে কেকেআরকে। উল্লেখ্য, গত নভেম্বরে আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হয়েছিল। সেখানে ১০টি ফ্র্যাঞ্চাইজি তাদের চূড়ান্ত স্কোয়াড বেছে নিয়েছে। রবিবার পাঞ্জাব কিংস অধিনায়ক হিসেবে শ্রেয়স আয়ারের নাম ঘোষণাও করল।
এদিকে, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার জন্য আগামী ১৮ বা ১৯ জানুয়ারি মিটিংয়ে বসবেন নির্বাচকরা। চ্যাম্পিয়ন্স ট্রফি এবার পাকিস্তানে অনুষ্ঠিত হলেও হাইব্রিড মডেলে ভারত খেলবে দুবাইয়ে। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া।