মানসিক উত্তেজনার বশে ঘরে বাইরে বিবাদে জড়িয়ে অপদস্থ হতে পারেন। হস্তশিল্পীদের পক্ষে দিনটি শুভ। মনে ... বিশদ
অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফিতে সদ্য ১-৩ ব্যবধানে পর্যুদস্ত হয়েছে ভারত। ব্যাট হাতে চরম ব্যর্থ হন রোহিত। দীর্ঘদিন ধরেই অবশ্য টেস্ট আসরে রান পাচ্ছেন না তিনি। রোহিতের মতোই আলোচনার কেন্দ্রে রয়েছেন বিরাট কোহলি। পারথ টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির পর ক্রমাগত হতাশ করেন তিনি। সিরিজে আটবারই ভিকে আউট হয়েছেন অফস্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে। দুই মহারথীর টেস্ট ভবিষ্যৎ নিয়ে তাই জল্পনা জোরদার।
বিসিসিআই অবশ্য তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নিতে চাইছে না। কোচ গৌতম গম্ভীর ও সাপোর্ট স্টাফদের যোগ্যতা নিয়ে যত তোপই ধেয়ে আসুক না কেন, তাঁরা আপাতত থাকছেন। কোচিং স্টাফে কোনও বদল ঘটছে না। রোহিত ও বিরাটকেও দুম করে ছেঁটে ফেলার প্রশ্ন নেই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁরা দু’জনেই খেলবেন। লাল বলের ফরম্যাটে জঘন্য পারফরম্যান্সের জন্য সাদা বলের ঘরানায় শাস্তি দেওয়া হচ্ছে না কাউকেই।
তবে রোহিত ও বিরাট যে আর বেশিদিন খেলবেন না, তা ধরে নিয়ে এগচ্ছে বোর্ড। এজন্য নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান অজিত আগরকরের মতামতও নেওয়া হয়েছে। চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানেদের ফেরার পথ বন্ধ। ডনের দেশে সিরিজের মাঝপথে অবসর ঘোষণা করেন রবিচন্দ্রন অশ্বিন। এবার তিন সিনিয়র— রোহিত, বিরাটের সঙ্গে রবীন্দ্র জাদেজার বিকল্প খাঁজার দিকে নজর দিতে বলা হয়েছে নির্বাচকদের।
এই তিনজনই টি-২০ ফরম্যাট থেকে অবসর নিয়েছেন বিশ্বকাপ জয়ের সঙ্গে সঙ্গে। একদিনের ক্রিকেটে তাঁদের উপর ভরসা করা হবে কিনা তা বিচারের মাপকাঠি হবে চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরম্যান্স। এই আসরে ভালো খেলা তাই অত্যন্ত জরুরি। তবে টেস্টে রোহিতকে ফের দেখার সম্ভাবনা কম। যতই কয়েক মাস সময় চেয়ে নিন, ২০ জুন লিডসে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে মুম্বইকরকে নেতৃত্ব দিতে হয়তো দেখা যাবে না। পরিবর্তে যশপ্রীত বুমরাহই অধিনায়ক হিসেবে নির্বাচকদের পছন্দ। কিন্তু তাঁর বারবার চোট পাওয়া বড় সমস্যা। দীর্ঘকালীন ভিত্তিতে ‘বুমবুম’কে অধিনায়ক করা নিয়ে তাই চিন্তায় বোর্ড। তবে ক্রিকেটারদের যে ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে, তা ফের স্পষ্ট করে দিয়েছেন কর্তারা। ফিজিও’র রিপোর্ট এবং গম্ভীর-আগরকরের অনুমতি ছাড়া ঘরোয়া ক্রিকেটে নামতে বাধ্য প্রত্যেকে।
এরই মধ্যে স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে কোহলিকে দেখা গিয়েছে মুম্বইয়ে। গেটওয়ে অব ইন্ডিয়ার সামনে তাঁরা গাড়ি থেকে নেমে জেটির দিকে চলে যান। উভয়ের গন্তব্য আলিবাগ বলেই মনে করা হচ্ছে। সেই ভিডিও এবং ছবি নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল।