মানসিক উত্তেজনার বশে ঘরে বাইরে বিবাদে জড়িয়ে অপদস্থ হতে পারেন। হস্তশিল্পীদের পক্ষে দিনটি শুভ। মনে ... বিশদ
রাজকোটে রবিবার ভারতের ইনিংসের ভিত গড়ে দিয়েছিলেন স্মৃতি মান্ধানা। ১০টি চার ও ২টি ছক্কা সহ ৫৪ বলে ৭৩ রান করেন ক্যাপ্টেন। অপর ওপেনার প্রতিকা রাওয়ালের সংগ্রহ ৬৭। তিনে নামা হারলিন দেওল ৮৪ বলে ৮৯ রান করেন। তাঁর ইনিংসে ছিল ১২টি চার। মাত্র ১১ রানের জন্য হারলিন শতরান হাতছাড়া করলেও কেরিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকাতে ভুল হয়নি জেমাইমার। ৯০ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছন এই তারকা ব্যাটার। শেষ পর্যন্ত ১২টি চার সহ ৯১ বলে ১০২ রান করে আউট হন তিনি। রিচা ঘোষ (১০) অবশ্য বড় রান পাননি। জবাবে ব্যাট করতে নেমে ৩২ রানে প্রথম উইকেট খোয়ায় আয়ারল্যান্ড। ক্যাপ্টেন গ্যাবি লুইস ১২ রান করে আউট হন। তিনে নামা ক্রিস্টিনা কুল্টার রেইলি ১১৩ বলে ৮০ রান করেন। তাঁকে বাংলার তিতাস সাধু ডাগ-আউটে ফেরাতেই চাপে পড়ে যায় আয়ারল্যান্ড। এরপর আর তারা ঘুরে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত কোনওক্রমে আড়াইশো পেরোয় সফরকারী দল।