মানসিক উত্তেজনার বশে ঘরে বাইরে বিবাদে জড়িয়ে অপদস্থ হতে পারেন। হস্তশিল্পীদের পক্ষে দিনটি শুভ। মনে ... বিশদ
তবে তৃতীয় বাছাই স্পেনের কার্লোস আলকারাজকেই ধরা হচ্ছে জোকারের প্রধান প্রতিদ্বন্দ্বী। শীর্ষবাছাই জানিক সিনার, চতুর্থ বাছাই টেলর ফ্রিৎজ, পঞ্চম বাছাই ড্যানিল মেডভেদেভও কাঁটা হয়ে উঠতে পারেন জকোভিচের পথে। রবিবার পুরুষদের সিঙ্গলসে কোর্টে নামছেন দ্বিতীয় বাছাই অলেকজান্ডার জেরেভ। তাঁর প্রতিপক্ষ ফরাসি টেনিস খেলোয়াড় লুকাস পুইলি। এছাড়া ষষ্ঠ বাছাই ক্যাসপার রুড খেলবেন স্পেনের জাউমে মুনারের বিপক্ষে। এদিন প্রথম রাউন্ডের ম্যাচে ভারতের প্রতিনিধিত্ব করবেন সুমিত নাগাল। তিনি মুখোমুখি হবেন টমাস মাচেকের। চেক প্রজাতন্ত্রের এই টেনিস খেলোয়াড় প্রতিযোগিতার ২৬ নম্বর বাছাই।
অন্যদিকে, মহিলাদের সিঙ্গলসে রবিবার অভিযান শুরু করছেন আরিনা সাবালেঙ্কা। শীর্ষ বাছাই এই খেলোয়াড়ের প্রতিপক্ষ আমেরিকার স্লোয়ানে স্টিফেন্স। পঞ্চম বাছাই চীনের জেং কিনওয়েনের প্রতিপক্ষ অ্যাঙ্কা টোডোনি। মিক্সড ডাবলসে ঋত্বিক চৌধুরী নামবেন আমেরিকার রায়ন সেগেরম্যানের সঙ্গে জুটি বেঁধে। মঙ্গলবার তাঁরা মুখোমুখি হবেন হ্যারি হেলিওভারা ও হেনরি প্যাটেনের।