বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন। ... বিশদ
আগামী ফেব্রুয়ারিতে ৪০ বছর পূর্ণ করবেন রোনাল্ডো। তবে ক্লাব ও দেশের জার্সিতে এখনও টানা ৯০ মিনিট খেলে চলেছেন তিনি। ঈর্ষণীয় ফিটনেস এবং সংযত জীবনযাপনের জন্যই তা সম্ভব বলে মনে করছেন পর্তুগিজ মহাতারকা। একইসঙ্গে জাতীয় দলের হয়ে অন্তত আরও একটি খেতাব ঘরে তোলাই তাঁর। এর জন্য সতীর্থদের চেয়ে আরও বেশি সহযোগিতা চান সিআরসেভেন। এই প্রসঙ্গে রোনাল্ডোর মন্তব্য, ‘একরাশ স্বপ্ন নিয়ে মাত্র ১৮ বছর বয়সে দেশের জার্সি গায়ে চাপিয়েছিলাম। দীর্ঘ ২০ বছরের কেরিয়ারে আজও খিদেটা একই রয়েছে। তবে বর্তমানে অনেক ফুটবলার আর দেশের হয়ে খেলতে চায় না। এটা খুবই দুর্ভাগ্যের। তাদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য, কেরিয়ারে অনেক ক্লাবের হয়ে খেলেছি। অনেক ট্রফি জিতেছি। তবে দেশের জার্সিতে খেলার চেয়ে তৃপ্তির আর কিছু হতে পারে না। তাই আমি চাইব, আমাদের পরবর্তী প্রজন্মের হাত ধরে পর্তুগাল দল যেন আরও বেশি সাফল্য পায়।’