বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন। ... বিশদ
মেসি অবশ্য আগামী মরশুমেও ইন্তার মায়ামিতে থাকার ইঙ্গিত দিয়েছেন। প্লে-অফের লড়াই থেকে দল বিদায় নিতেই ইনস্টাগ্রামে এক পোস্টে আর্জেন্তাইন মহাতারকা লেখেন, ‘এমন এক মরশুম শেষ করলাম, যেখানে ক্লাব হিসেবে আমরা আরও বড় হয়েছি। কিছু লক্ষ্য পূরণ হয়েছে ঠিকই। তবে এখনও অনেক কিছু পাওয়া বাকি। এই যাত্রায় যাঁরা আমাদের পাশে ছিলেন এবং সমর্থন দিয়েছেন, সবাইকে ধন্যবাদ। আগামী বছর আমরা আরও শক্তিশালী হয়ে ফিরব।’ মেসির এই মন্তব্যের পরই ইন্তার মায়ামির অনুরাগীরা আশার আলো দেখছেন।
চলতি বছরে ক্লাব জার্সিতে আর না দেখা গেলেও, এই মাসেই আর্জেন্তিনার হয়ে ফের মাঠে নামতে তৈরি মেসি। বিশ্বকাপের বাছাই পর্বে প্যারাগুয়ে (১৪ নভেম্বর) ও পেরুর (১৯ নভেম্বর) মাঠে নামবে স্কালোনি-ব্রিগেড। তাই কোনওরকম সময় নষ্ট না করে সোমবার দলের সঙ্গে যোগ দিয়েই প্রস্তুতিতে নেমে পড়েন মেসি। অনুশীলনে বেশ চনমনে দেখায় তাঁকে। উল্লেখ্য, ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ বাছাই পর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলে শীর্ষে রয়েছে আর্জেন্তিনা। সমসংখ্যক ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে কলম্বিয়া। আর চতুর্থ স্থানে থাকা ব্রাজিলের সংগ্রহ ১৬ পয়েন্ট।