নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টুর্নামেন্টের সবচেয়ে সফল দল তারা। মোট ৩২বার সন্তোষ ট্রফি ঘরে তুলেছে বাংলা। তবে গত কয়েক বছর ব্যর্থতা ছাড়া কিছুই জোটেনি কপালে। ২০১৭ সালে শেষবার সাফল্যের স্বাদ পয়েছে বঙ্গ ব্রিগেড। তাই আসন্ন সন্তোষ ট্রফি জিততে মরিয়া তারা। আগামী ১৬ নভেম্বর ঝাড়খণ্ডের বিরুদ্ধে বাছাই পর্বের অভিযান শুরু করবে সঞ্জয় সেনের ছেলেরা। সেই লক্ষ্যেই মঙ্গলবার সকালে যুবভারতীতে অনুশীলন সেরে দল নিয়ে কল্যাণীতে পৌঁছে গেলেন বাংলার কোচ। তার আগে ২২ জনের চূড়ান্ত তালিকা আইএফএ’তে পাঠিয়ে দেন তিনি। ঘোষিত দলে অভিজ্ঞতার পাশাপাশি তারুণ্যে জোর দিয়েছেন কোচ। আপাতত তাঁর লক্ষ্য, বাছাই পর্বে ভালো ফল করে মূলপর্বের যোগ্যতা অর্জন। বললেন, ‘সন্তোষ ট্রফিতে বাংলা ফুটবলের সম্মান জড়িয়ে। দলকে সাফল্য এনে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। তবে বেশি দূরের কথা না ভেবে আপাতত মূলপর্বে যোগ্যতা অর্জন করাই আমাদের পাখির চোখ।’ বাছাই পর্বে ঝাড়খণ্ড ছাড়া বাংলার অপর দুই প্রতিপক্ষ উত্তর প্রদেশ (১৮ নভেম্বর) ও বিহার (২০ নভেম্বর)।
ঘোষিত দল: সৌরভ সামন্ত, শঙ্কর রায়, আদিত্য পাত্র, তারক হেমব্রম, জুয়েল আহমেদ মজুমদার, অয়ন মণ্ডল, মদন মাণ্ডি, রাবিলাল মাণ্ডি, বিক্রম প্রধান, রুহুল পুরকায়েত, চাকু মাণ্ডি, আদিত্য থাপা, সুপ্রদীপ হাজরা, বাসুদেব মাণ্ডি, ইসরাফিল দেওয়ান, আবু সুফিয়ান, অমরনাথ বাস্কে, সুপ্রিয় পণ্ডিত, রবি হাঁসদা, নরহরি শ্রেষ্ঠা, মনতোষ মাঝি ও অরিত্র ঘোষ।