বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন। ... বিশদ
যশস্বীর ফর্ম আশ্বস্ত করছে ভারতীয় শিবিরকে। সতীর্থ দেখে উজ্জীবিত লোকেশ রাহুলও। সময়টা ভালো যাচ্ছে না। লখনউ সুপার জায়ান্টস তাঁর মুখের দরজা বন্ধ করে দিয়েছে। নিলামে ঠিক হবে ভারতের এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের ভাগ্য। তবে ভারতীয় এ দলের হয়ে চার দিনের ম্যাচে অস্ট্রেলিয়ার এ দলের বোলারদের বিরুদ্ধে মাথা তুলতে পারেননি লোকেশ। দুই ইনিংসেই হয়েছিলেন ব্যর্থ। যা দেখে অনেকেই ঠাট্টা করে বলেছেন, এই ধরনের ক্রিকেটারদের দলে রাখাটাই ভুল। ভারতীয় সমর্থকদের অসন্তোষ টের পাচ্ছেন লোকেশ। তিনিও ছন্দ ফিরে পেতে মরিয়া। জানেন, এই সুযোগ বার বার আসবে না। টি-২০ দলের দরজা আগেই বন্ধ হয়েছে। টেস্টেও টলমল পায়ের তলার মাটি। রোহিতের অবর্তমানে ওপেন করার সুযোগ তাই কোনওভাবেই হাতছাড়া করতে চান না লোকেশ।
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ল্যাজেগোবরে হয়েছিলেন রোহিতরা। এবার অস্ট্রেলিয়ায় নতুন চ্যালেঞ্জ। গতি ও বাউন্স নিয়ে ভারতীয় দলকে স্বাগত জানাচ্ছে পারথের বাইশ গজ। কিউরেটর আইজ্যাক ম্যাকডোনাল্ড জানিয়েছেন, ‘এখানকার উইকেট যেমন হয়, এবারও সেরকমই হবে। গতির সঙ্গে বাড়তি বাউন্স থাকবে।’ শোনা যাচ্ছে, পিচে প্রায় ১০ মিলিমিটার লম্বা ঘাস রাখা হবে। সেক্ষেত্রে পেসারদের স্বর্গরাজ্য হয়ে ওঠার সম্ভাবনা প্রবল। সেটা জেনেই কামিন্স, স্টার্ক, হ্যাজলউডের সঙ্গে উদীয়মান বোল্যান্ডকেও স্কোয়াডে রেখেছে অজিরা। সেদিক থেকে ভারতের পেস ব্রিগেড কিছুটা অনভিজ্ঞ। বুমরাহ, সিরাজের সঙ্গী হবেন প্রসিদ্ধ, হর্ষিত, আকাশ দীপরা। স্বাভাবিকভাবেই সামির অভাব ফুটে উঠবে।