হস্তশিল্পীদের প্রতিভার স্বীকৃতি ও সুনাম। আর্থিক ঝুঁকি নেওয়ায় বিরত হন। কর্ম বিষয়ে সুখবর পেতে পারেন। ... বিশদ
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, টোটো চালকরা পরিবহণ দপ্তরের যে নিয়ম আছে, তা মেনে চলেন না। তাঁরা নিয়ম জানলেও মানতে আগ্রহী নন। সেই নিয়মের তোয়াক্কা না করে বাজারের যেখানে সেখানে টোটো দাঁড়িয়ে থাকে। এতে মানুষের যাতায়াতের অসুবিধা হয়। যেখানে সেখানে টোটো দাঁড়িয়ে থাকার ফলে বাইক, অটো, বাস বা ছোট গাড়ি আচমকা থেমে যায়। এরফলে রাস্তায় যানজট তৈরি হয়। এলাকার বাসিন্দারা বলেন, আগে এই রকম যানজট তৈরি হতো না। এখন টোটোর কারণে সেই যানজটে জেরবার হতে হচ্ছে আমাদের। আমরা প্রশাসনের কাছে আবেদন করছি, অবিলম্বে এই সমস্যার স্থায়ী সমাধান করার জন্য টোটো স্ট্যান্ড তৈরি করা। সেই সঙ্গে রাস্তার উপরে বা যেখানে সেখানে টোটো যাতে দাঁড়িয়ে না থাকে, সেটা দেখা দরকার। টোটো চালকেরা যখন তখন রাস্তার মাঝখানেই টোটো ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করেন। তার ফলে মাঝে মাঝেই ছোটখাটো দুর্ঘটনা ঘটে। প্রশাসনের এব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা উচিত। এই বিষয়ে টোটো চালকেরা বলেন, রাস্তার উপর ছাড়া আমাদের নির্দিষ্ট গাড়ি রাখার জায়গা নেই। তারপর বাজার এলাকার ফুটপাত ব্যবসায়ীদের দখলে। আমরা টোটো চালাই পেটের তাগিদে। যদি প্রশাসন থেকে নির্দিষ্ট জায়গা করে দেয়, তবে আমাদেরও সুবিধা হয়।
এই বিষয়ে তেহট্ট-১ ব্লকের বিডিও সঞ্জীব সেন বলেন, বিষয়টি নিয়ে পঞ্চায়েতের সঙ্গে কথা বলা হবে। সবাইকে নিয়ে আলোচনায় বসে সমস্যার সমাধান করা হবে। আশা করছি, তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়ে যাবে।