মানসিক উত্তেজনার বশে ঘরে বাইরে বিবাদে জড়িয়ে অপদস্থ হতে পারেন। হস্তশিল্পীদের পক্ষে দিনটি শুভ। মনে ... বিশদ
গত কয়েক বছর ধরে কালনার এই উৎসব ঘিরে মানুষের উন্মাদনা রয়েছে। ৭ জানুয়ারি থেকে চলা এই উৎসবের গতকাল, রবিবার ছিল শেষ দিন। উৎসবের আহ্বায়ক তথা কালনার বিধায়ক রাতে আহতদের দেখতে কালনা হাসপাতালে যান। কথা বলেন অসুস্থদের সঙ্গে। তিনি বলেন, “মাঠের মধ্যে কিছু ঘটেনি। এতটাই ভিড় হয়েছিল যে মাঠে প্রবেশ করতে না পেরে মাঠের বাইরেই অনেক দর্শক ছিলেন। তবে এরকম ঘটনা কাম্য ছিল না। আহতদের পাশে আছি।”