মানসিক উত্তেজনার বশে ঘরে বাইরে বিবাদে জড়িয়ে অপদস্থ হতে পারেন। হস্তশিল্পীদের পক্ষে দিনটি শুভ। মনে ... বিশদ
ভগবন্তপুর-২ গ্রামপঞ্চায়েতের খুড়শির তৃণমূলের বুথ সভাপতি তপন মণ্ডলের নিজস্ব একটি পাকা বাড়ি রয়েছে। তবু তিনি সম্প্রতি আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির ৬০ হাজার টাকা পেয়েছেন। ওই ঘটনা জানাজানি হওয়ার পরই তিনি অস্বস্তিতে পড়েছেন। তিনি টাকা পাওয়ার কথা স্বীকারও করেছেন। তপনবাবু বলেন, আমি অনেকদিন আগে বাড়ির কথা দলকে বলেছিলাম। সেটাই হয়তো অনুমোদন হয়েছে। সম্প্রতি আমার অ্যাকাউন্টে বাংলা আবাস প্রকল্পের ৬০ হাজার টাকা ঢুকেছে। উপপ্রধান মনাজুর মোল্লা বলেন, কেন এমন হল বুঝতে পারছি না। বিষয়টি খোঁজ নিয়ে বিডিও অফিসে রিপোর্ট করব। বিজেপি নেতা সুকান্ত দলুইয়ের অভিযোগ, প্রকৃত প্রাপকরা বাড়ি পাচ্ছে না। অথচ তৃণমূল পরিকল্পিতভাবেই তাদের দলের নেতাদের আবাস প্রকল্পের টাকা পাইয়ে দিচ্ছে। এটা কোনও নতুন ঘটনা নয়।